বিষয়ভিত্তিক বিসিএস প্রিলি প্রস্তুতি ( বাংলাদেশ বিষয়াবলী)
Subject Based BCS Preli Preparation (Bangladesh Matters)
নতুনদের জন্য বিসিএস প্রিলির বিষয়ভিত্তিক সার্বিক প্রস্তুতি নিয়ে আগে ধারাবাহিকভাবে ৫ টা পোস্ট করেছিলাম। ( বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, মানসিক দক্ষতা)। ইনবক্স এ অনেকেই বাকি বিষয়গুলো নিয়েও লেখার কথা অনেকবার বলেছিলেন। আমি কথা দিয়েছিলাম অবশ্যই লিখবো। যেহেতু এখন কিছুটা সময় আছে তাই আজকে " বাংলাদেশ বিষয়াবলী" এর প্রিলি প্রস্তুতির বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
টার্গেট নম্বরঃ ২২/২৩ ( ৩০ এর মাঝে)
প্রয়োজনীয় বইসমূহঃ
১/ MP3/professors/ সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান ( confidence)..যে কোন একটি। বিস্তারিত পড়তে চাইলে MP3 বা professors আর অল্প সময়ে প্রস্তুতির জন্য কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান।
২/ মোজাম্মেল হক এর পৌরনীতি ২য় পত্র ( একাদশ শ্রেনীর) ( এটা optional, বিস্তারিত পড়ার জন্য সময় থাকলে, না হলে খুব একটা দরকার নেই)।
কিভাবে পড়বঃ
১/ সিলেবাস ডাউনলোড করে নিন। দেখবেন মোট নয়টা অধ্যায় রয়েছে বাংলাদেশ বিষয়াবলীতে।
১/ প্রথমে ১০ থেকে ৪১ বিসিএস ( সময় কম থাকলে অন্তত ৩৫ থেকে ৪১ বিসিএস) এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো ভালো করে দেখে নিতে হবে।
২/ শুধু MP3 থেকে প্রথম অধ্যায়( বাংলাদেশ জাতীয় বিষয়াবলী) ভালোভাবে পড়ে নিন। প্রাচীন আমল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে।এখানে কিছুই বাদ দিবেন না৷ বিশেষ করে প্রাচীন জনপদ, মুঘল আমল, ইংরেজ আমল, ভাষা আন্দোলন, ৬ দফা, মুক্তিযুদ্ধ খুব ভালো করে পড়তে হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সমন্ধে খুব ভালোভাবে পড়তে চাইলে ও সময় থাকলে মোজাম্মেল হক এর পৌরনীতি অথবা কনফিডেন্স এর " বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বইটি পড়তে পারেন। রিটেন ও ভাইভা তে কাজে লাগবে বেশ। এক ঢিলে তিন পাখি মারা যাবে।
৩/MP3/ Professors থেকে সংবিধানের ইতিহাস, সংশোধনীগুলো এবং বিগত বছরগুলোতে বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সংবিধান এর প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিন।অতঃপর সংবিধানের যে কোন বই থেকে ভাগগুলোর নাম, তফসিলগুলোর নাম, ১ থেকে ৪৭ অনুচ্ছেদ গুলো বুঝে বুঝে অনুচ্ছেদগুলো করে পড়তে হবে। একবারে না পড়ে অল্প অল্প করে নিয়মিত পড়ুন এই অংশ। তারপর আগের বছরের প্রশ্ন বুঝে ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো পড়তে হবে। ( সময় না থাকলে অন্তত ৪৮, ৫৫,৫৬, ৬৫, ৭০, ৮০, ৮১, ৮৭,৯৩ ৯৪, ৯৬, ১০২, ১১৭,১১৮, ১২৩, ১২৭,১৩৭, ১৪১,১৪২ এই অনুচ্ছেদগুলো রিডিং দিবেন)। তারপর MP3 থেকে অধ্যায় ৮ ( সরকার ব্যবস্থা) ভালোভাবে রিডিং দিন। সংবিধান থেকে অনেক কিছুই এখানে পাবেন।
৪/ এখন উপরে বলা তিনটি বই এর যেকোন একটি থেকে বাকি অধ্যায়গুলো পড়ুন ভালোভাবে।
৫/ প্রিলি পরীক্ষার ১/১.৫ মাস আগে রিসেন্ট ভিউ বা আলালস জিকে চার্টার কিনে রিডিং দিন সাম্প্রতিক বিষয়ের ডাটার জন্য।
যা মনে রাখা প্রয়োজনঃ
১/ সাধারণ জ্ঞান এর জন্য লেটেস্ট এডিশন এর MP3/ Professors/সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান ই পড়া প্রয়োজন।কারণ তথ্য পরিবর্তন হয়।
২/ বাজেট, অর্থনৈতিক সমীক্ষার জন্য আগের কারেন্ট এফেআর্স এর সাহায্য নিন। রিসেন্ট অর্থনৈতিক সমীক্ষা, বাজেট এবং খানা গণনা যে কারেন্ট এফেয়ার্স এর সংখ্যাগুলোতে আছে সেগুলো। প্রয়োজনে খাতায় নোট করে নিন গুরুত্বপূর্ণ ডাটাগুলো ( জনসংখ্যা বিষয়ক, আমদানী, রপ্তানি বিষয়ক, খাতের অবদান বিষয়ক) । আর না হলে প্রিলির ১/১.৫ মাস আগে রিসেন্ট ভিউ থেকে এই ততথ্যগুলো দেখে নিন।
৩/ অর্থনৈতিক সমীক্ষা, বাজেট এগুলো পুরোটা পড়ে সময়ের অপচয় করবেন না। যেভাবে বলা হলো সেভাবে পড়বেন।
৪/ একাধিক বই পড়তে যাবেন না। গুলিয়ে ফেলবেন। তিনটার যে কোন একটা পড়লেই ২২/২২ কমন পাবেন। এত কঠিন হয় না বাংলাদেশ বিষয়ের প্রশ্ন। মনে রাখাটাই আসল।
৫/ সময় কম থাকলে ও বেশি পড়তে না চাইলে কনফিডেন্স এর সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান আর আর পরীক্ষার আগে আগে রিসেন্ট ভিউ পড়বেন শুধু। ২০ এর কাছাকাছি কমন পেয়ে যাবেন। ৩৮ এ সময় কম থাকায় আমি এটাই পড়েছিলাম শুধু।
আশা করি এভাবে পড়লে প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলীতে ভালো করতে পারবেন। খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক নিয়ে লেখার চেষ্টা করবো।সবার জন্য শুভকামনা।
মোঃ জাহাঙ্গীর কবির অনিক
সহকারী পুলিশ সুপার
৩৮ তম বিসিএস
মেধাক্রমঃ ০৫
No comments:
Post a Comment