Identification of Clause & Phrase(Part-02)
Identification of Clause & Phrase(Part-01)
➡️Part-01 এ আমরা
1) Clause কি?
2) Subject কি?
3) Finite Verb কি?
4) Non-finite Verb কি)
5) Clause Marker কি?
6) Phrase কি?
7) Clause ও Phrase এর মধ্যে পার্থক্য কি?
এই বিষয় গুলো জেনেছি।আজকে আমরা চলে যাব মূল আলোচনায়।
কিভাবে Clause & Phrase identify করতে হয় তা আজ আমরা বিস্তারিত শিখব।
➡️Types of Clause:
1) Principal/Main/Independent Clause
2) Sub-ordinate/Dependent Clause
3) Co-ordinate Clause
➡️Principal Clause: যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।Simple Sentence গুলো সর্বদা Principal Clause হয়ে থাকে।মনে রাখুন,Principal Clause এর আগে কোন Clause Marker (WH Word,Conjuction/Connectors) বসে না।
যেমনঃ
I know that he will come.
এখানে "I know" হচ্ছে Principal Clause কারণ এর পূর্বে কোন Clause Marker নাই এবং এ অংশ অন্য কোন অংশের উপর নির্ভরশীল নয়।
Her activities are really impressive.
এটি একটি Simple sentence তাই এটি হচ্ছে Principal/Main/Independent Clause.
*** কখনো কখনো Imperative Mood এর ক্ষেত্রে Principal Clause এর Subject উহ্য থাকে।
যেমনঃ
Do the work as I say.
Look before you leap.
এখানে "Do the work" এবং "Look" হচ্ছে Principal Clause কারণ এখানে উভয় বাক্যেই Subject "You" উহ্য আছে।
➡️ Co-ordinate Clause: দুই বা ততোধিক সমশ্রেণির Principal Clause যখন Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়ে Compound Sentence গঠন করে তখন তাকে Co-ordinate Clause বলে।
যেমনঃ
I went there and found him ill.
এখানে " I went there" এবং "I found him ill" দুটি সমশ্রেণির স্বাধীন Principal Clause যা "and" Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়েছে এবং দুটি Clause ই কেউ কারো উপর নির্ভরশীল নয়।যেমন আমার যাওয়ার তার অসুস্থতার উপর নির্ভরশীল নয় আবার তার অসুস্থতা আমার যাওয়ার উপর নির্ভরশীল নয়।
******বাক্যে যখন Clause Marker হিসেবে FAN BOYS ব্যবহৃত হবে তখন সেটি Co-ordinate Clause হবে এবং বাক্যটি হবে Compound Sentence.
F=For
A=And
N=Nor
B=But
O=Or
Y=Yet
S=So
Structure:
Sub+V+Ex+FAN BOYS+Sub+V+Ex
Example:
He is poor but she is rich.
He worked yet he failed.
He could not come for he was ill.
He was determined so he became successful.
******Most Important******
➡️ Sub-ordinate Clause: যে সকল Clause তাদের অর্থ প্রকাশের জন্য Principle এর উপর নির্ভরশীল এবং Principal Clause এর সাথে যুক্ত হয়ে Complex Sentence গঠন করে তাদের কে Sub-ordinate Clause বলে।
যেমনঃ
I know that he will come.
এখানে "I know" হচ্ছে Principal Clause এবং "that he will come" হচ্ছে Sub-ordibate Clause.
***** FAN BOYS বাদে অন্য যে কোন Clause Marker (WH Words,Conjunction/Connectors) থাকলে তা Sub-ordinate Clause হবে এবং বাক্যটি হবে Complex Sentence.
যেমনঃ
Though, Although, Even though, Since,As,Because,Before,After,While,If,Unless,
Incase,Provided that,Till,Untill,So that,Such that,Inorder that,So.....as,As......as,so......that,As if,As though,As soon as,As far as,Than,WH words(Who,Which,Where,When,Whose,Why,What,Whom,How),that ইত্যাদি।
Example :
He could not come because he was ill.
If you want to be a diplomat, you will have to work hard.
I know the place where you will come.
We read so that we can pass.
He is better than I am.
He works so hard that he can be successful.
***মনে রাখুন, Clause Marker এর ডানপাশে লেগে থাকে যে Clause সে Clause টি Sub-ordinate Clause আর অন্যটি Principal Clause.
যেমনঃ
I can't hear what he says.
এখানে " I can't hear" হচ্ছে Principal Clause এবং "What he says" হচ্ছে Sub-ordinate Clause.
***** যে বাক্যের মাঝে ডট(.) আছে সে বাক্যে ডট(.) এর পরের অংশ Principal Clause এবং ১ম অংশে যে Clause Marker আছে সে Clause Marker সহ ডটের(.) এর আগ পর্যন্ত Sub-ordinate Clause.
যেমনঃ
Unless you come, I shall not go.
এখানে "Unless you come" হচ্ছে Sub-ordinate Clause এবং " I shall not go" হচ্ছে Principal Clause.
এই Sub-ordinate Clause থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে।এখন Sub-ordinate Clause এর প্রকারভেদ আলোচনা করব কারণে এখান থেকে প্রশ্ন থাকবেই।
➡️ Types of Sub-ordinate Clause:
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause
এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা পরের অংশে করব।
আজকের মতো এখানেই শেষ।
➡️ আমার লেখা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান।
আপনাদের কমেন্ট আমাকে লিখতে উৎসাহিত করবে।
Mahmudul Hasan Ripon
Instructor(English)
Bangladesh-China Technical Institute(BCTI)
Bangladesh-China Power Company(Pvt.) Limited.
BA(Hon's),MA(English)
Department of English
University of Dhaka