Identification of Clause & Phrase(Part-02)

Identification of Clause & Phrase(Part-02)

Identification of Clause & Phrase(Part-01)





➡️Part-01 এ আমরা 

1) Clause কি?

2) Subject কি?

3) Finite Verb  কি?

4) Non-finite Verb কি)

5) Clause Marker কি?

6) Phrase কি?

7) Clause ও Phrase এর মধ্যে পার্থক্য কি?

এই বিষয় গুলো জেনেছি।আজকে আমরা চলে যাব মূল আলোচনায়।

কিভাবে Clause & Phrase identify   করতে হয় তা আজ আমরা বিস্তারিত শিখব।


➡️Types of Clause:

1) Principal/Main/Independent Clause

2) Sub-ordinate/Dependent Clause

3) Co-ordinate Clause


➡️Principal Clause: যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।Simple  Sentence গুলো সর্বদা Principal Clause হয়ে থাকে।মনে রাখুন,Principal Clause এর আগে কোন Clause Marker (WH Word,Conjuction/Connectors) বসে না।

যেমনঃ 

I know that he will come.

এখানে "I know" হচ্ছে Principal Clause কারণ এর পূর্বে কোন Clause Marker নাই এবং এ অংশ অন্য কোন অংশের উপর নির্ভরশীল  নয়।

Her activities are really impressive. 

এটি একটি Simple sentence তাই এটি হচ্ছে Principal/Main/Independent  Clause.

*** কখনো কখনো Imperative Mood এর ক্ষেত্রে Principal Clause এর Subject উহ্য থাকে।

যেমনঃ

Do the work as I say.

Look before you leap.

এখানে "Do the work" এবং "Look" হচ্ছে Principal Clause কারণ এখানে উভয় বাক্যেই Subject "You" উহ্য আছে।


➡️ Co-ordinate Clause: দুই বা ততোধিক সমশ্রেণির Principal Clause যখন Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়ে Compound Sentence গঠন করে তখন তাকে Co-ordinate Clause  বলে।

যেমনঃ

I went there and found him ill.

এখানে " I went there" এবং "I found him ill" দুটি সমশ্রেণির স্বাধীন Principal Clause যা  "and" Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়েছে এবং দুটি Clause ই কেউ কারো উপর নির্ভরশীল নয়।যেমন আমার যাওয়ার তার অসুস্থতার উপর নির্ভরশীল নয় আবার তার  অসুস্থতা আমার যাওয়ার উপর নির্ভরশীল নয়।

******বাক্যে যখন Clause Marker হিসেবে FAN BOYS ব্যবহৃত হবে তখন সেটি Co-ordinate Clause হবে এবং বাক্যটি হবে  Compound Sentence. 

F=For

A=And

N=Nor

B=But

O=Or

Y=Yet

S=So

Structure:

Sub+V+Ex+FAN BOYS+Sub+V+Ex

Example:

He is poor but she is rich.

He worked yet he failed.

He could not come for he was ill.

He was determined so he became successful.


******Most Important******

➡️ Sub-ordinate Clause: যে সকল Clause তাদের অর্থ প্রকাশের জন্য Principle এর উপর নির্ভরশীল এবং Principal Clause এর সাথে যুক্ত হয়ে Complex Sentence গঠন করে তাদের কে Sub-ordinate Clause বলে।

যেমনঃ

I know that he will come.

এখানে "I know" হচ্ছে Principal Clause এবং "that he will come" হচ্ছে Sub-ordibate Clause.

***** FAN BOYS বাদে অন্য যে কোন Clause Marker (WH Words,Conjunction/Connectors) থাকলে তা Sub-ordinate Clause হবে এবং বাক্যটি হবে Complex Sentence.

যেমনঃ

Though, Although, Even though, Since,As,Because,Before,After,While,If,Unless,

Incase,Provided that,Till,Untill,So that,Such that,Inorder that,So.....as,As......as,so......that,As if,As though,As soon as,As far as,Than,WH words(Who,Which,Where,When,Whose,Why,What,Whom,How),that ইত্যাদি।

Example :

He could not come because he was ill.

If you want to be a diplomat, you will have to work hard.

I know the place where you will come.

We read so that we can pass.

He is better than I am.

He works so hard that he can be successful. 

***মনে রাখুন, Clause Marker এর ডানপাশে লেগে থাকে যে Clause সে Clause টি Sub-ordinate Clause আর অন্যটি Principal Clause.

যেমনঃ

I can't hear what he says.

এখানে " I can't hear" হচ্ছে Principal Clause এবং "What he says" হচ্ছে Sub-ordinate Clause.

***** যে বাক্যের মাঝে ডট(.) আছে সে বাক্যে ডট(.) এর পরের অংশ Principal Clause এবং ১ম অংশে যে Clause Marker আছে সে Clause Marker সহ ডটের(.) এর আগ পর্যন্ত  Sub-ordinate Clause.

যেমনঃ

Unless you come, I shall not go.

এখানে "Unless you come" হচ্ছে Sub-ordinate Clause এবং " I shall not go" হচ্ছে  Principal Clause.

এই  Sub-ordinate Clause থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে।এখন Sub-ordinate Clause এর প্রকারভেদ আলোচনা করব কারণে এখান থেকে প্রশ্ন থাকবেই।


➡️ Types of Sub-ordinate Clause:

1) Noun Clause

2) Adjective Clause

3) Adverbial  Clause

এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা পরের অংশে করব। 

আজকের মতো এখানেই শেষ।


➡️ আমার লেখা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান।

আপনাদের কমেন্ট আমাকে লিখতে উৎসাহিত করবে।


Mahmudul Hasan Ripon

Instructor(English)

Bangladesh-China Technical Institute(BCTI)

Bangladesh-China Power Company(Pvt.) Limited.

BA(Hon's),MA(English)

Department of English

University of Dhaka

Identification of Clause & Phrase (Part-01)

 Identification of Clause & Phrase (Part-01)

 Identification of Clause & Phrase (Part-02 Link)








বিগত  কয়েকদিন যাবৎ চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উদ্যেশ্যে একটা টপিক নিয়ে লিখব ভাবতেছিলাম।আজকে ভাবলাম লিখেই ফেলি। চাকরির পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ও গণিত বিষয় ২টা কারো জন্য সমস্যা ও কারো জন্য আশীর্বাদ।অনেকেই এই দুই বিষয়কে/দুইটার যে কোন একটা কে স্ট্রং জোন ধরে অর্জন করে নিয়েছে কাক্ষিত চাকরি আবার কেউ কেউ ঝুলে আছে এই দুই বিষয়ের জন্য।আমার নিজের অভিজ্ঞতা অবশ্য ভিন্ন।আমি সাধারণ জ্ঞান পারি না।ভার্সিটি ভর্তি পরীক্ষার সময়ও খুব কষ্ট করে অল্প পরিমাণ সাধারণ জ্ঞান পড়েছিলাম চান্স পাওয়ার জন্য।আর এখন জব মার্কেটে এসেও সাধারণ জ্ঞানের একই অবস্থা।যাইহোক কাজের কথায় আসি।কেউ ইংরেজি বা গণিতে পড়লেই যে তারা ইংরেজি বা গণিতে ভালো পারবে বিষয়টা এরকম নয়।তবে কিছুটা ফেভার পাবে এটা স্বাভাবিক।এই দুই বিষয়ে ভালো করার মূল মন্ত্র হচ্ছে অনুশীলন। যে যেই বিষয়েই পড়াশোনা করুক না কেন,এই দুই বিষয়ে যে যত অনুশীলন করবে সে তত ভালো করবে।

আজকে আমি ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিশেষ করে বিসিএস প্রিলিতে তো প্রশ্ন থাকবেই কিন্তু আমাদের মধ্যে অনেকেরই এই টপিকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সমস্যা হয়ে যায়। আমি আশা করছি আমার আলোচনার পরে আপনাদের আর এই টপিকে কোন সমস্যা থাকবে না।

আমি আজকে আলোচনা করব Identification of Clause & Phrase নিয়ে।

তবে প্রথমে আমাদের জানতে হবে Clause  এবং Phrase কি?

তাদের মধ্যে বেসিক পার্থক্য কি?

তারপর আমি দুইটা কে আলাদা আলাদা করে আলোচনা করব।

Clause: Clause হচ্ছে একটি শব্দ গুচ্ছ(Group of words) যার একটি  Subject এবং একটি Finite Verb থাকবে এবং একসাথে বসবে।যেমনঃ

I know that he will come.

এখানে "that" এর দুই পাশে 2টা Clause এবং প্রত্যেক Clasue এর একটি Subject ও একটি Finite Verb আছে।আর এখানে "that" হচ্ছে Clause Marker.

এখন Subject কি তা আমরা সবাই জানলেও Finite Verb ও Clause Marker নিয়ে আমাদের অনেকেরই সমস্যা আছে।

এখানে এগুলো নিয়েও একটু আলোচনা করি।

Subject: Subject হচ্ছে বাক্যের কর্তা।

Verb কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Subject.

যেমনঃ

Rana plays football.

কে ফুটবল খেলে?

উঃ রানা,এই রানাই হচ্ছে Subject.

They play football.

কারা ফুটবল খেলে?

উঃ তারা,এই তারা ই হচ্ছে Subject.

Verb প্রধানত দুই প্রকার।যথাঃ

1) Finite Verb(সমাপিকা ক্রিয়া)

2) Non-finite Verb(অসমাপিকা ক্রিয়া)

Finite Verb: যে  Verb দ্বারা বাক্যের  Tense নির্ণয় করা যায় বা যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়াই বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে তাই Finite Verb.

যেমনঃ 

She likes me.

এখানে "likes" হচ্ছে Finite Verb এবং এর দ্বারা বাক্যের অর্থও সমাপ্ত হচ্ছে ও এর দ্বারা বাক্যটি কোন Tense তাও আমরা নির্ণয় করতে  পারছি।

Finite Verb চেনার উপায় বা যে কয়ভাবে Finite Verb থাকতে পারে-

1) V1=I do the work.

2)V1+s/es=He does the work.

3)V2=I did the work.

4)Auxiliary Verb+ing=I am doing the work.

5)Auxiliary Verb+ V3=I have done the work.

6)Modal Auxiliary+V1=I shall do the work/ 

I must do the work.

7) Modal Auxiliary +be+V3=The work must be done by me.

Non-finite Verb(অসমাপিকা ক্রিয়া): যে Verb দ্বারা বাক্যের Tense নির্ণয় করা যায় না বা যে Verb Finite Verb এর সাহায্য ছাড়া বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে না তাকে Non-finite Verb বলে।

যেমনঃ

I want to tell a story.

এখানে "want" finite verb আর  "to tell" হচ্ছে Non-finite Verb."want" এর সাহায্য ছাড়া "to tell" বাক্যের অর্থ সমাপ্তও  করতে পারে না আবার Tense ও নির্ণয় করতে পারে না।

Non-finite Verb চেনার উপায় বা যে কয়ভাবে Non-finite Verb থাকতে পারে-

1) to+v1=I need a pen to give you.(to give)

2) v1+ing=After reading a poem, I shall read a novel.(reading)

3) v3=It is a broken mobile.(broken)

4) having+v3=The thief ran away having taken the bag.(having taken)

*** 2 ও 3 এর আগে Auxiliary আসলে কিন্তু Finite  verb হয়ে যাবে।অর্থাৎ 

1)Infinitive

2) Gerund and 

3) Participle  ই হচ্ছে Non-finite Verb.

Clause Marker: যে word দুটি অর্থ সম্পূর্ণ বাক্যকে সংযুক্ত করে তাকে  Clause Marker বলে।অর্থাৎ Connectors বা Conjuction যখন দুইটি বাক্য কে সংযুক্ত করে তখন তা Clause Marker.

* Connectors বা Conjuction Clause Marker হতে হলে অবশ্যই দুইটি বাক্যকে সংযুক্ত করতে হবে,দুইটি Word কে নয়।

যেমনঃ I know that he will come.

এখানে "that" দুইটি বাক্য "I know" এবং " he will come" কে সংযুক্ত করেছে।তাই "that"  হচ্ছে Clause Marker.

এতক্ষণ শুধু  Clause কি তা আলোচনা করলাম।

তা আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক কিছু টপিক আলোচনা করলাম।

আসুন এখন দেখি Phrase কি?

Phrase: Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ(Group of words) যার কোন Subject ও Finite Verb একসাথে থাকে না।অর্থাৎ একাধিক শব্দ যখন একসাথে বসে কোন একটি Parts of speech এর কাজ করে তখন তাকে Phrase বলে।

যেমনঃ

A flying bird

The people of Bangladesh

Man of letters

am doing

Pass away

I saw a flying bird.

এখানে "a flying bird" তিনটি word  মিলে একটি word/parts of speech এর কাজ করেছে। তাই "a flying bird" হচ্ছে phrase

অর্থাৎ একটি phrase হচ্ছে অনেকগুলো word এর সমষ্টি যেখানে Subject ও Finite Verb একসাথে বসবে না।

চলুনএবার দেখি  Clause ও Phrase  এর মধ্যে বেসিক পার্থক্য কি।

Clause ও Phrase এর মধ্যে পার্থক্যঃ

Clause:

1) একগুচ্ছ শব্দ যা একটি পূর্নাঙ্গ বাক্য বা একটি পূর্নাঙ্গ বাক্যের অংশ।

2) Subject ও Finite Verb থাকবে ও একসাথে বসবে।

3) Clause Marker থাকবে।

4) একটি বাক্যে এক বা একাধিক Clause ও Clause Marker থাকতে পারে।

Phrase :

1) একগুচ্ছ শব্দ যা বাক্যে একটি Parts of speech হিসেবে ব্যবহৃত হয়।

2) Subject ও Finite Verb থাকতে পারে কিন্তু কখনোই একসাথে বসবে না।

 3) Non-finite verb থাকতে পারে। 

4) Clause Marker থাকবে না।

5) একটি বাক্যে এক বা একাধিক Phrase থাকতে পারে।

আমরা এতক্ষণ Clause ও Phrase কি এবং এদের মধ্যে পার্থক্য কি তা জানলাম।

আমাদের Main যে টপিক Identification of Clause & Phrase তা আমরা জানব পরের অংশে। 

আজকের মতো এখানেই শেষ।

সবাইকে ধন্যবাদ।


Mahmudul Hasan Ripon

Instructor(English)

Bangladesh-China Technical Institute(BCTI)

Bangladesh-China Power Company (Pvt.) Limited.

BA(Hon's),MA(English)

Department of English

University of Dhaka

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **




৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **


* বঙ্গ- কুষ্টিয়া, যশোর, নদীয়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ।

* সমতট- কুমিল্লা ও নোয়াখালী।

* হরিকেল- পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট।

* গৌড়- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, মালদহ ও পশ্চিম দিনাজপুর।

* বরেন্দ্র- বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ।

* পুণ্ড্র- বগুড়া, রাজশাহী ও রংপুর-দিনাজপুর জেলার অংশ।

চন্দ্রদ্বীপ- বরিশাল (বাকলা, ইসলামপুর)।




BCS Written Exam Preparatory Advice - বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ

BCS Written Exam Preparatory Advice - বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ




© রবিউল আলম লুইপা

==================

প্রতি লিখিত পরীক্ষায় আনুমানিক ২০ হাজারেরও মতো প্রার্থী অংশগ্রহণ করেন। কাঙ্ক্ষিত ক্যাডার পেতে হলে লিখিত পরীক্ষায় বেশি নম্বর তোলার চেষ্টা করতে হবে। নিয়ম মেনে ঠিকঠাক এগোলেই লিখিত পরীক্ষায় ভালো করা কঠিন কিছু নয়। 

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির শুরুতেই যে বিষয়গুলো লক্ষ রাখতে হবে—

১. প্রথমেই বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস থেকে ছয়টি বিষয়ের নম্বর বণ্টন ও বিষয়ভিত্তিক টপিকগুলো চোখ বুলিয়ে নিন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে লিখিত পরীক্ষার সিলেবাস (৩৫তম বিসিএসের সিলেবাসই এখন পর্যন্ত চলছে, এরপর আর নতুন সিলেবাস হালনাগাদ হয়নি) ডাউনলোড করতে পারবেন।

২. এক বা দুই সেট যেকোনো প্রকাশনীর গাইড বই দেখে সিলেবাসের বিষয়ভিত্তিক টপিকগুলো ক্লিয়ার করে নিতে পারেন। শিক্ষাজীবনের বিভিন্ন স্তরের পাঠ্যবই ও রেফারেন্স বইগুলো মিলিয়ে গাইড বই লিখা হয়। তিন-চার মাসে বা অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে এটি সহায়ক হবে।

মৌলিক প্রস্তুতির জন্য যে বইগুলো সহায়ক হবে—

♦ বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক—এই তিন বিষয়ের জন্য অ্যাসিওরেন্স বা প্রফেসরস প্রকাশনীর বই।

♦ ইংরেজির জন্য অ্যাসিওরেন্স বা মিলারস পাবলিকেশন্সের বই।

♦ গণিত ও বিজ্ঞানের জন্য ওরাকল প্রকাশনীর বই।

♦ আরিফ খানের সংবিধানের ব্যাখ্যামূলক বই, মো. আব্দুল হালিমের সংবিধানসংক্রান্ত বই এবং মুক্তিযুদ্ধের জন্য ‘মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত’ বইটি নিতে পারেন।

♦ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা (চলতি বছর), দৈনিক সংবাদপত্র ও অন্যান্য বিষয়-সংশ্লিষ্ট রেফারেন্স বই থেকে যত বেশি তথ্য-উপাত্ত নিতে পারবেন, আপনার লেখা ততই সমৃদ্ধ হবে।

৩. প্রতিটি বিষয়ের গাইড বই পড়া শেষ হলে অন্যান্য টেক্সট বা রেফারেন্স বইয়ে মন দিন।

এরপর নিজের লেখার মানকে উন্নত করতে টপিক-সংশ্লিষ্ট গ্রাফ, চার্ট, উক্তি, রেফারেন্স যাতে যুক্ত করা যায়, সেভাবে প্রস্তুতি নিন।

৪. সিলেবাসের বড় পরিসর দেখে হাল ছেড়ে দেবেন না। পুরো সিলেবাস ৫০-৬০ দিনে ভাগ করে একদিক থেকে পড়া শুরু করুন। বিগত চারটি বিসিএস পরীক্ষা বিশ্লেষণে দেখা যায়, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের পর লিখিত পরীক্ষার জন্য কমপক্ষে তিন মাস সময় পাওয়া যায়। প্রতিদিন সে অনুযায়ী পর্যায়ক্রমে পড়তে থাকুন।

৫. প্রিলির মতো লিখিত পরীক্ষার বেলায়ও বিভিন্ন প্রকাশনীর ডাইজেস্ট বের হয়। লিখিত প্রস্তুতির শেষের দিকে ডাইজেস্টের প্রশ্নগুলোর ওপর চোখ বুলিয়ে নিতে পারেন, বিশেষ করে যেসব ঘটনা সম্প্রতি ঘটে গেছে। তবে ডাইজেস্টকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে যেন গুরুত্বপূর্ণ অন্য বিষয়গুলো ছুটে না যায়!

৬. ইংরেজি, গাণিতিক যুক্তি এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির ওপর জোর দিলে তুলনামূলক বেশি নম্বর পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকা সম্ভব হবে। অন্য বিষয়গুলোতে প্রায় সবার নম্বর মোটামুটি কাছাকাছি থাকে। লিখিত পরীক্ষার উত্তরপত্রে বাংলা ভার্সনের পরিবর্তে ইংরেজি ভার্সনের ব্যবহার আপনার দক্ষতা ফুটিয়ে তুলবে এবং ভালো নম্বর পেতে সহায়ক হবে।

৭. ইংরেজির প্রস্তুতিতে নিয়মিত ফ্রি-হ্যান্ড রাইটিং অনুশীলন করবেন। এর পর একজন ইংরেজি এক্সপার্টকে দিয়ে যাচাই করিয়ে নিতে পারলে ভালো হয়। দৈনিক সংবাদপত্রের সম্পাদকীয় অংশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের বাংলা ও ইংরেজি খবর দেখে অনুবাদ চর্চা করতে পারেন।

৮. উত্তরপত্রে আপনার লেখা হতে হবে তথ্যবহুল। যেমন—একটি বিষয়ের গুরুত্ব আলোচনা করার সময় স্কুল-কলেজ লেভেলের মতো গতানুগতিকভাবে না লিখে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক গুরুত্বগুলো গবেষণাধর্মী তথ্য, উপাত্ত ও উদ্ধৃতির মাধ্যমে ব্যাখ্যা করতে হবে।

৯. লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আপনার জ্ঞানের চেয়ে সৃজনশীলতার ওপর গুরুত্ব দেওয়া হবে। তাই যত বই বা সূত্র থেকে যত বিশেষভাবে তথ্য উপস্থাপন করতে পারবেন, প্রতিযোগিতায় আপনি ততই এগিয়ে থাকবেন।

১০. প্রেজেন্টেশনের জন্য কালো কালির পাশাপাশি কোটেশন লিখতে নীল কালি ব্যবহার করতে পারেন; স্কেলিং, গ্রাফ, চার্ট অবশ্যই পেনসিল দিয়ে করবেন। হাতের লেখা সুন্দর হলে ভালো, না হলে উত্তরপত্র পরিপাটি রাখার চেষ্টা করবেন।

১১. লিখিত পরীক্ষায় ‘সময় বণ্টন’ খুবই গুরুত্বপূর্ণ। ২০০ নম্বরের পরীক্ষায় প্রতি নম্বরের জন্য ১.২০ মিনিট এবং ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি নম্বরের জন্য ১.৮০ মিনিট করে সময় পাবেন। এভাবেই প্রতিটি প্রশ্নের নম্বরের দিকে লক্ষ রেখে তার জন্য সময় বরাদ্দ করবেন।

১২. বাসায় বসে কিংবা কোনো কোচিংয়ে নিয়মিত মডেল টেস্ট দিয়ে হাতের লেখার গতি বাড়ান। আপনি কতটুকু পড়লেন বা জানলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে—আপনি কতটুকু লিখতে পারলেন। লিখিত পরীক্ষায় পাঁচ দিনে ২১ ঘণ্টা লিখতে হয়। বুঝতেই পারছেন, ফাস্ট হ্যান্ড রাইটিং এবং শারীরিক সক্ষমতা কতটা দরকার!

(৪০ বিসিএসের জন্য লেখা, ৪১ তম লিখিত পরীক্ষাতেও সম গুরুত্বপূর্ণ, কালের কন্ঠ ২৮ আগষ্ট, ২০১৯ থেকে নেয়া )

লিংকঃ https://www.kalerkantho.com/.../chakriache/2019/08/28/807895

100 Common errors in translation : The mistakes that we make almost all the time during English translation. - ইংলিশ ট্রান্সলেশনের সময় যে ভুল গুলো আমরা প্রায় সময় করে থাকি।

100 Common errors in translation : The mistakes that we make almost all the time during English translation. - ইংলিশ ট্রান্সলেশনের সময় যে ভুল গুলো আমরা প্রায় সময় করে থাকি।




Errors in Nouns

আমাকে একটু জায়াগা দিন তো – Please make a little room for me. (place নয়)

আমার একটি জরুরি কাজ আছে – I have an urgent piece of business.(an urgent business নয়)

আমার চুল কোঁকড়ানো – I have curly hair.(hairs নয়)

আমার ধন্যবাদ গ্রহণ করুন – Please accept my thanks. (thank নয়)

আমি ফল খাই না – I do not take fruit. (fruits নয়)

তুমি কখন আহার কর - When do you take your meals. (meal নয়)

তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? – Why do you neglect your studies? (study নয়)

বাংলাদেশের দৃশ্যাবলী অতি মনোহর – The scenery of Bangladesh is very charming (sceneries নয়)

বাবা আমাকে অনেক উপদেশ দিলেন – Father gave me much advice. (many নয়, advices নয়)

লোকটির নৈতিক চরিত্র ভাল নয় – He is a man of very low morals. (moral নয়)

সে আড়াইটার গাড়িতে গিয়েছিল – He went by the 2:30 train. (2:30 o’clock নয়)

সে বোডিং এ থাকে – He lives in a boarding-house. (শুধু boarding নয়)

মাসুদের পাঁচ জোড়া বলদ আছে – Masud has five yoke of oxen. (yokes নয়)


Errors In Pronoun

-------------------------------------

আমাদের কেউ উপস্থিত ছিল না – Neither of us was present. (not were)

আমাদের মধ্যে কেউই ফরসা নয় – None of us are fair-complexioned. (not is)

এসো তুমি আর আমি কাজটা করি – Let you and me do it. (not I)

আমি তাকে বিশ্বস্থ লোক বলে জানি – He is a man who I know is trust-worthy. (not whom)

প্রত্যেকেরই দেশকে ভালোবাসা উচিত – One should love one’s country. (not his)


Errors in pronouns

---------------------------------

রহিম ও আমি এটা করেছি – Rahim and I have done it. (not myself)

সে আমার কাছ থেকে বিদায় নিল – He took leave of me. (not my)

Errors in adjective

অর্থের চেয়ে বিদ্যা শ্রেষ্ঠ – Learning is preferable to wealth. (more preferable ও to এর জায়গায় than হবে না)

এ জিনিসটি ঐটির চেয়ে নিকৃষ্ট – This thing is inferior to that. (not than)

কেউই কাজটা করল না – No one could do it. (anybody could not নয়)

মানুষ অমর নয় – Man is not immortal. (a man নয়)

শক্ত মাংস আমি খেতে পারি না – I cannot eat rough meat. (hard বা stiff নয়)

সে কী রকমের মানুষ? – What kind of man he is? (a man নয়)


Errors in verb

---------------------------

আমার কথা শোন – Listen to me. (hear নয়)

এই পেনসিলটা কাট - Please sharpen this pencil. (mend নয়)

চাঁদের দিকে তাকাও – Look at the moon. (see নয়)

আমি তাকে চোর বলে জানি – I knew him to be a thief. (to be বাদ হবে না)Raisul Islam Hridoy

তিনি আমাকে অপেক্ষা করতে বললেন – He told me to wait. (said নয়)

পুরষ্কারটা লাভ করা কঠিন – The prize is hard to win. (to be নয়)

ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল – I was informed of the matter.

মনে হয় রোগী মারা যাবে – I am afraid the patient will die. (think or hope নয়)

সে কেবল ঘুমাত আর কেছুই করত না – He did nothing but sleep.

সে আমাকে মিথ্যাবাদী বলল- He called me a liar. (told নয়)

সে কখনও মিথ্যা কথা বলেনা – He never tells lies. (speak or says নয়)

সে সত্য কথা বলেছিল – He spoke the truth. (said নয়)

রাকিব আমার হাত ধরল – Rakib took hold of my hand. (caught নয়)


Errors in adverb

----------------------

আমি এখনই আসছি – I am coming presently. (just now নয়)

এটা কিছু পরিমাণে সত্য – This is partly true. (somewhat নয়)

ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট - The room is much too small tor us. (too much নয়)

তুমি কি সিনেমায় যাচ্ছ – Are you going to cinema? Certainly! (Of course নয়)

প্রবন্ধটি সংক্ষেপে লিখ – Write the essay briefly. (shortly নয়)


Errors in preposition

আপনি কার কথা বলেছেন? – Whom are you speaking of? (of whom নয়)

আমার মুখ বাবার মুখের মত দেখতে – My face resembles my fathers. (to my father নয়)

আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম – I warned him of this. (against or about নয়)

আমি খেলার চেয়ে পড়তে ভালোবাসি – I prefer reading to writing. (to read than to write নয়)

এতে কোন সন্দেহ নাই – It admits of no doubt. (of বাদ হবে না)

তুমি কি বইখানা পড়ে শেষ করেছ – Have you finished reading the book. (to read নয়)

তুমি কোথায় গিয়েছিলে? – Where had you been? (to নয়)

তোমার উপদেশে আমার উপকার হলো – I profited by your advice. (from নয়)

তোমার উপরে আমার কোন বিশ্বাস নাই – I have no confidence in you. (on or upon নয়)

রাজশাহী কি জন্য প্রসিদ্ধ? – What is Rajshashi noted for?

সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি – I congratulate you on your success. (for নয়)

সে দশখানা বইয়ের অর্ডার দিয়েছে – He has ordered ten books. (ordered for নয়)

হেডমাস্টারের কাছে আমার হয়ে একটু সুপারিশ করে দেবেন – Please recommend me to the headmaster. (for me নয়)

২৯ মে পরীক্ষা আরম্ভ হবে- The examination will begin on the 29th May. (from নয়)

সন্ন্যাসীর কাছে রাজা ও ফকির সমান – To a hermit a king and a beggar are alike. (equal নয়)


Errors in conjunctions

চেষ্টা না করলে সফল হবে না – Unless you try, you will never succeed. (unless you do not try হবে না)

তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব – I shall wait until you come back. (until you do not নয়)

সে আমার মত ইংরেজি বলতে পারে না – He cannot speak English as I can. (like I হবে না)

সে কোন দেশের লোক? – What country does he belong to. (belongs নয়)


Miscellaneous Errors

আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান – My father died when I was a child five years old. (of হবে না)

কখন যাবে বল – Tell me when you are going.

গতকাল আমি তাকে লিখেছিলাম – I wrote to him yesterday or I wrote him a letter yesterday. (I wrote him yesterday হবে না)

তার নাম কি আমি জানি না – I don’t know what his name is. (what is his name হবে না)

তোমার মত মারুফও বুদ্ধিমান – Maruf as well as you is intelligent. (are নয়)

পঞ্চাশ হাজার টাকা তো অনেক টাকা – Fifty thousand taka is a large sum. (are নয়)

বারটার মধ্যে কাজ শেষ করবে – You must finish your work by 12 o’clock. (within নয়)

ভাত ও তরকারি আমাদের খাদ্য – Rice and curry is our food. (are নয়)

#Online_based

Conflict over the continental shelf of Bangladesh and India, who will decide this dispute? - What is the continental shelf? Why is the continental shelf important? - মহীসোপান কী? মহীসোপান কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ ও ভারতের মহীসোপান নিয়ে দ্বন্দ্ব, এই বিরোধের ব্যাপারে কারা সিদ্ধান্ত দেবে?

Conflict over the continental shelf of Bangladesh and India, who will decide this dispute? - What is the continental shelf? Why is the continental shelf important?





মহীসোপান কী? মহীসোপান কেন গুরুত্বপূর্ণ?

বাংলাদেশ ও ভারতের মহীসোপান নিয়ে দ্বন্দ্ব,  এই বিরোধের ব্যাপারে কারা সিদ্ধান্ত দেবে?

এই সংক্রান্ত জানতে পড়ুন । 

"মহীসোপান: বঙ্গোপসাগরে বাংলাদেশের যে দাবিতে ভারতের আপত্তি "

বঙ্গোপসাগরে বাংলাদেশ কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপানের যে দাবি করেছে, তাতে আপত্তি জানিয়েছে ভারত।

জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে (সিএলসিএস) ভারতের বক্তব্য, সমুদ্রপৃষ্ঠের যে বেসলাইনের ভিত্তিতে বাংলাদেশ মহীসোপান নির্ধারণ করেছে, তা ঠিক নয়, সেটি বরং ভারতের মহীসোপানের অংশ।

ভারতের আগে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের দাবির বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে মিয়ানমার, তবে ভারতের মতো তারা আপত্তি জানায়নি।

বাংলাদেশ বলছে, ভারতের এই আপত্তির আইনগত কোন ভিত্তি নেই বলেই তারা মনে করে। এই বিষয়ে তারা সিএলসিএসে নিজেদের বক্তব্য তুলে ধরবে।

মহীসোপান কী?

কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান হচ্ছে সমুদ্র তীরবর্তী দেশগুলোর সমুদ্রের দিকে পানির নীচে যে ভূখণ্ড ধীরে ধীরে ঢালু হয়ে যে নেমে যায়, তাকে ভূগোলের ভাষায় বলা হয়ে থাকে মহীসোপান, যাকে উপকূলীয় ওই দেশের বর্ধিত অংশ বলে ধরা হয়ে থাকে।

১৯৫৮ সালের কনভেনশন অনুযায়ী, সমুদ্র তীরবর্তী দেশগুলোর স্থলভাগের বেসলাইন থেকে লম্বালম্বিভাবে সমুদ্রের ২০০ মাইল পর্যন্ত এলাকার মালিকানা সম্পূর্ণ ওই দেশের। একে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক অঞ্চল (ইইজেড) বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, যেখানে সমুদ্রের পানি ও তলদেশের ওপর ওই দেশের একছত্র অধিকার থাকে। সেখানকার সমুদ্রে অন্য কোন দেশ মাছ ধরতে পারে না।

এরপর থেকে দেড়শ মাইল পর্যন্ত সীমার সমুদ্র তলদেশের খনিজ সম্পদের মালিক হবে ওই দেশ, তবে পানিতে থাকা মাছ ধরতে পারে অন্য দেশও। এই পুরো সাড়ে তিনশো মাইলকে ওই দেশের মহীসোপান বলা হয়।

দেশের আকার ভেদে এই মহীসোপানের দৈর্ঘ্য কমবেশি হতে পারে। যেমন অস্ট্রেলিয়ার মহীসোপানের আয়তন অনেক বেশি।

বাংলাদেশ নিজের ভূখণ্ড থেকে লম্বাভাবে সাড়ে তিনশো মাইল এলাকার মহীসোপান নিজের বলে জাতিসংঘে দাবি করেছে।

মহীসোপান কেন গুরুত্বপূর্ণ?

মহীসোপান মূলত একটি দেশের সীমানারই অংশ। ভূখণ্ডের মতো সাগরের এই মহীসোপান নানা দিক থেকে গুরুত্বপূর্ণ।

দেশের ভূখণ্ডের বেসলাইন থেকে লম্বাভাবে প্রথম ২০০ মাইল একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড। এখানে যেমন ওই দেশটি একচেটিয়াভাবে মৎস্য আহরণ করতে পারে। আবার সেখানকার সাগর তলে থাকা সকল খনিজ সম্পদের মালিকও ওই দেশ।

সেই সঙ্গে মহীসোপানের যে বর্ধিত অংশটি থাকে, বাংলাদেশের ক্ষেত্রে যেমন আরও ১৫০ মাইল, সেটিও আসলে ওই দেশের একটি বর্ধিত অংশ।

এখানে উদাহরণ দিয়ে বলা হয়, বর্ধিত অংশের পানিতে বাংলাদেশসহ অন্য দেশ মাছ ধরতে পারবে। ফলে তার মৎস্য আহরণের সীমানা আরও বিস্তৃত হচ্ছে।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই মহীসোপান এলাকায় পানির নীচে পাওয়া সব খনিজ সম্পদের মালিক হবে দেশটি। যেমন বাংলাদেশের একচেটিয়া অঞ্চলের ২০০ মাইল আর বর্ধিত মহীসোপানের ১৫০ মাইল- এই সাড়ে তিনশো মাইলে পাওয়া যেকোনো খনিজ সম্পদের মালিক হবে বাংলাদেশ। আবার এই পুরো এলাকায় বাংলাদেশের ট্রলার ইচ্ছেমত মাছও ধরতে পারবে।

মহীসোপান সব দেশের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত মহীসোপান এলাকার ভেতরে তেল-গ্যাস বা অন্য খনিজ সম্পদ পাওয়া যায়, তা উত্তোলনে খরচ কম হয়ে থাকে। ফলে সেটি উত্তোলনযোগ্য এবং ব্যবহারযোগ্য হয়ে থাকে। ফলে এই সীমানা অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এ কারণেই অনেক সময় মহীসোপানের এলাকা নিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশের মধ্যে বিরোধ দেখা যায়।

অ্যাডমিরাল (অব) খুরশীদ আলম বলছেন, ''খনিজ সম্পদের কারণেই মহীসোপানের এতো গুরুত্ব। তেল, গ্যাস, সালফার, মেটালিক মডিউল, কোবাল-সব কিছুর মালিক আপনি।''

যেমন: এসব এলাকার মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি প্রাকৃতিক গ্যাসের ব্লক রয়েছে।

২০১৪ সালে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসায় আন্তর্জাতিক সালিশ আদালতের এক রায়ে বাংলাদেশ নতুন প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে । এর মধ্য দিয়ে নিজস্ব সমুদ্রসীমার বাইরে মহীসোপানে এক বিরাট এলাকার ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকায় মৎস্য আহরণ ও সমুদ্রের তলদেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে বলে বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন।

"এ রায়ের ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশ অবস্থিত সব ধরণের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।" বলেছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বাংলাদেশ ও ভারতের মহীসোপান ইস্যু:

২০১১ সালে জাতিসংঘে মহীসোপানের নিজেদের প্রাপ্য দাবি করে আবেদন করে বাংলাদেশ। যদিও ২০২০ সালের অক্টোবরে ওই দাবির বিষয়ে সংশোধনী দেয় ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মোঃ খুরশীদ আলম বলছেন, ''মহীসোপান সব দেশেরই একটা অধিকার। সব দেশে ২০০ মাইল পর্যন্ত ইইজেড পাবে, আর সাড়ে তিনশো মাইল পর্যন্ত মহীসোপান পাবে।''

বাংলাদেশ নিজেদের মহীসোপান এলাকা দাবি করে ২০১১ সালে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ বিষয়ক কমিশনে (সিএলসিএস) আবেদন করেছিল।

মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ বিষয়ক আন্তর্জাতিক মামলায় যথাক্রমে ২০১২ এবং ২০১৪ সালে প্রদত্ত রায়ে বাংলাদেশ জয়লাভ করে।

সেই রায়ে মহীসোপানের সীমানা আলাদাভাবে নির্ধারণ করার কারণে ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশ সিএলসিএসে সংশোধনী জমা দেয়।

গত শুক্রবার ওই সীমানার ব্যাপারে আপত্তি দিয়ে ভারত বলছে, বাংলাদেশ ভূখণ্ডের যে বেসলাইনের ওপর ভিত্তি করে মহীসোপান নির্ধারণ করেছে, সেটির মাধ্যমে ভারতের মহীসোপানের একটি অংশ দাবি করছে বাংলাদেশ। এছাড়া সেখানে বঙ্গোপসাগরে থাকা গ্রে এরিয়া সম্পর্কে বাংলাদেশ কোন তথ্য দেয়নি।

এর আগে ভারত যে বেসলাইনের ভিত্তিতে মহীসোপানের দাবি তুলেছিল, সেটির বিরুদ্ধেও বাংলাদেশ ২০০৯ সালে আপত্তি জানিয়েছে। সেই আপত্তি এখনো রয়েছে।

যদিও বঙ্গোপসাগরের প্রতিবেশী আরেক দেশ মিয়ানমার বাংলাদেশের মহীসোপান দাবি ইস্যুতে কোন আপত্তি তোলেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মোঃ খুরশেদ আলম বলছেন, ''ভারতের আপত্তির ব্যাপারে আমি আইনগত জোরালো কোন ভিত্তি দেখছি না। কারণ আমাদের মহীসোপান আদালত থেকে ফয়সালা করে দেয়া হয়েছে। সুতরাং ভারতের আপত্তির কোন আইনগত ভিত্তি নেই বলেই আমি মনে করি। তারপরেও তাদের আপত্তির বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে আমরা জাতিসংঘে জবাব দেবো।''

তিনি বলছেন, আপত্তির যেসব পয়েন্ট ভারত তুলে ধরেছে, তার সঙ্গে মহীসোপানের কোন সম্পর্ক নেই। কারণ পানির বিষয়ে আপত্তির সঙ্গে তো মহীসোপানের বিষয় মেলে না।

এই বিরোধের ব্যাপারে কারা সিদ্ধান্ত দেবে?

বাংলাদেশ ও ভারতের মহীসোপান সংক্রান্ত বিরোধের ব্যাপারে সুপারিশ দেবে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশন (সিএলসিএস)। দুই দেশের বক্তব্য বিচার বিশ্লেষণ করে সংস্থাটি তাদের সুপারিশ জানাবে। সেই সুপারিশের ব্যাপারেও আবার আপত্তি জানানো যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আদালত সীমানা নির্ধারণ করে দিয়েছে, তার বাইরে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই।

''কোর্টের রায় যেটা আমরা পেয়েছি, সেটাই আমরা পাবো। সেটার ওপরেই চেয়েছিলাম যে, তাদের (জাতিসংঘের) যে একটা রোল এখানে আছে, সেটাই যেন তারা পূর্ণ করে।'' বলছিলেন মি. আলম।

কোন দেশ মানতে রাজি না হলে তারা পুনর্বিবেচনার পর আবার সিএলসিএসে যেতে পারে। কিন্তু চূড়ান্ত যে সুপারিশ তারা দেবে, সেটা সব দেশকে মানতে হয়, সেটাই নিয়ম, বলছেন অ্যাডমিরাল খুরশীদ আলম।

এখানে আদালতের মতো কোন শুনানি হয় না। তবে সিএলসিএসের যে কমিটি রয়েছে, সেখানে সংশ্লিষ্ট দেশ তথ্য-প্রমাণসহ একটি প্রেজেন্টেশন দিতে পারে।

(তথ্যসূত্র: বিবিসি)

41st BCS written preparation - ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি

41st BCS written preparation - ৪১তম বিসিএস লিখিত  প্রস্তুতি 

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর এশিয়ায় এর সম্ভাব্য  প্রভাব সংক্ষেপে লিখুন 

(শুধু পয়েন্ট গুলোঃ বর্ণনা নিজের মতো)


১.যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে তালেবানরা আবারো শক্তিশালী হয়ে পড়বে।আল কাদা, ISIS, এর মতো জঙ্গী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে।


২.তালেবানরা সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইবে, ফলে ক্ষমতাসীনদের সাথে বিবাদ বিরোধের মাধ্যমে আফগানিস্তানে পুনরায় গৃহযুদ্ধের সূচনা হতে পারে।


৩.সম্প্রতি রাশিয়ায়,রাশিয়ার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র,পাকিস্তান, আফগানিস্তানের এক বৈঠক হয়।বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আফগানিস্তানকে পুনর্গঠনের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের আহবান জানান।আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এখানে চীন,ইরান,রাশিয়ার অংশগ্রহণই মুখ্য।সৈন্য প্রত্যাহার হোক বা না হোক,আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আর একচ্ছত্র প্রভাব থাকবে না বলে আশা করা হচ্ছে।


৪.ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষের হয়রানি বৃদ্ধি পেতে পারে।


৫.আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে পাকিস্তানে চীনের বলয় বৃদ্ধি পাবে।যার প্রভাব ভারতেও পরবে বলে ধারণা করা যাচ্ছে।


৬.আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হলে, দেশের নারীশিক্ষা এবং নারীউন্নয়ন আবারো তীব্রভাবে ব্যাহত হবে।


নোট : Robin Hasan

The pronunciation is the same, the meaning is different - উচ্চারণ একই, অর্থ ভিন্ন

The pronunciation is the same, the meaning is different - উচ্চারণ একই, অর্থ ভিন্ন




✪ Altar (বেদী)   

✪ Alter (পরিবর্তন করা)

✪ Advice (উপদেশ)  

✪ Advise (নির্দেশ দেওয়া)

✪ Access (প্রবেশের অধিকার) 

✪ Excess (অতিরিক্ত)

✪ Accept (গ্রহন করা)

✪ Except (ব্যতীত)


✪ Beside (সন্নিকটে/পাশে)

✪ Besides (অধিকন্তু, এছাড়াও)

✪ Bad (খারাপ)  

✪ Bed (বিছানা)

✪ Birth- (জন্ম)

✪ Berth- (শয়নস্থান)

✪ Bag (থলে/ব্যাগ)

✪ Beg (প্রার্থনা করা)

✪ Dear (প্রিয়)

✪ Deer (হরিণ)


✪ Eligible- (উপযুক্ত)

✪ Illegible- (অস্পষ্ট)

✪ Peace- (শান্তি)

✪ Piece- (টুকরা)

✪ Dairy (দুগ্ধ খামার)

✪ Diary (দিনপঞ্জী)

✪ Die (মৃত্যুবরণ করা) 

✪ Dye (রং করা)


✪ Fast (দ্রুত) 

✪ First (প্রথম)

✪ Flower (ফুল)

✪ Flour (ময়দা)

✪ Leave (ত্যাগ করা)

✪ Live (বাস করা)

✪ Meat (মাংস/গোস্ত)

✪ Meet (সাক্ষাত করা)


✪ Price- দাম

✪ Prize- পুরস্কার

✪ Pen (কলম)

✪ Pan (রান্নার পাত্র) 

✪ Personal- ব্যক্তিগত

✪ Personnel- কর্মচারিবর্গ


✪ Pore- লোমকুপ

✪ Pour- ঢালা

✪ Letter (চিঠি) 

✪ Later (পরে)

✪ Role (ভুমিকা) 

✪ Roll (নামের ক্রমিক)

BCS National and International Recent information - #সাম্প্রতিক_দর্পণ - আপডেট তথ্য:

BCS National and International Recent information -  #সাম্প্রতিক_দর্পণ - আপডেট তথ্য:



১. ১৭ মার্চ-২৬ মার্চ ২০২১ জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কী?

উত্তর: মুজিব চিরন্তন।

২. ঢাকা- জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত?

উত্তর: ৫৯৫ কিমি।

৩. LDC থেকে বাংলাদেশ কবে বের হবে?

উত্তর: ২০২৬ সালে।

৪.'পাম টাওয়ার' কোন দেশে অবস্হিত?

উত্তর: দুবাই,সংযুক্ত আরব আমিরাত।

৫. ২২ মার্চ ২০২১ ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করেন? 

উত্তর: গান্ধী শান্তি পুরস্কার ২০২০।


৬.২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি?

উত্তর: ফিনল্যান্ড।

৭. ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর: হবিগন্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

৮. কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু (Bird Flu) পাওয়া যায়?

উত্তর: রাশিয়া,২০২১ সালে।

৯.সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার' পদে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

১০. গিনেস বুকে রেকর্ড হওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু'র মোট অায়তন কত?

উত্তর: ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার।

ধন্যবাদান্তে,

মিজানুর রহমান, অফিসার(জেনারেল),

বাংলাদেশ ব্যাংক,

মতিঝিল অফিস,ঢাকা।

Some interesting and wonderful information about English - ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য

Some interesting and wonderful information about English - ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য.




1. The longest English word is-

Floccinaucinihilipilification

-

2. 80 is called letter marks because L = 12, E = 5, T = 20, T = 20, E = 5, R = 18 (spatial number of letters) so

12 + 5 + 20 + 20 + 5 + 18 = 80

-

3. English level, madam and reviver will be the same if read in reverse.

-

4. The sentence "a quick brown fox jumps over the lazy dog" has 26 English letters.

5. “i am” is the shortest English

Sentence.

-

6. The words “Education” and “Favorite” have all the vowels.

-

7. The word "Abstemious and Facetious" has all the vowels. Interestingly, the vowels of the words are in order (a-e-i-o-u).

-

8. In all words consisting of English Q.

Q is followed by u.

-

9. Queueing is a word in which

There are 5 vowels together.

-

10. Do not repeat the same letter

The longest word is Uncopyrightable

.

-

11. Rhythm is the longest English word

Which has no vowel.

-

12. Floccinaucinihilipilification is the most vowel rich word that has 14 vowels.

-

13. The shortest word with a vowel is A

(A) and I (I).

-

14. is the shortest word without a vowel

By.

-

15. English synonym for assassination

Assassination is the easiest way to remember

Donkey-donkey-I-race.

-

16. Pronunciation of the word Lieutenant

Remember the lieutenant spell

The easiest way is to lie-you-ten-

Ants.

-

17. At the time of writing University, after v, e

Used but of v when writing Varsity

A is used later.

-

18. The word "Uncomplimentary" has all the vowels. Interestingly, word vowels are in reverse order (u-o-i-e-a).

-

19. “Exclusionary” is a word rich in 5 vowels which contains any letter

No repetition.

-

20. The first 3 letters of the words "study, hijak, nope, deft" are in order.

-

21. “Executive and Future” are two words

There are vowel after one letter after another.

-

22. Mozambique is the name of a country that has all the vowels.

-

23. A1 is the only word so English

There are letters and numbers.

-

24. I am sitting after but I am the ninth letter of the alphabet !!!!!!!!!!!!

-

25. It is raining. Bristi is reading.

The two sentences mean the same thing, rain

Reading.

-

26. Stewardesses are the largest

English words to write on the keyboard

Only the left hand is used.

-

27. Dreamt is the only English word

There is mt at the end.

-

28. There are 3 words in English

Those have ceed at the end. Those

Hall: proceed, exceed, succeed

-

29. Almost the largest English word

Whose letters are in order.

-

30. There are only 4 words in English

Those have dous at the end. These are:

tremendous, horrendous, stupendous, hazardous

-

31. Lollipop is the largest English

Words that are used only on the right hand to type on the keyboard.

-

32. Screeched is a syllable

The biggest English word.

-

33. Underground is a word that has the first 3 letters and also the end.

-

34. The most meaning of the word set

There are.

-

35. Therein is a word from which

10 new ones without any sorting

Words can be made. They are: the,

there, he, in, rein, her, here, ere, therein, herein

-

36. Typewriter is the largest English word to type on the keyboard just above

Rows are used.

-

37. Indivisibility is a word that

There is only one vowel i 6 times.

-

38. 3 pairs of letters in the word bookkeeper

oo, kk, ee are there as well.

-

39. understudy is a word that has 4 consecutive letters rstu.

-

40. queue is the only English word

The pronunciation remains the same even if the last 4 letters are omitted.

//

Collected


1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-

Floccinaucinihilipilification

-

2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং

12+5+20+20+5+18=80

-

3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে।

-

4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি

বাক্য।

-

6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

-

7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

-

8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে

Q এ পরে u আছে।

-

9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে

৫টি vowel একসঙ্গে আছে।

-

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে

সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable

-

11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ

যার মধ্যে vowel নাই।

-

12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে।

-

13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A

(একটি) ও I (আমি) ।

-

14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল

By।

-

15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ

Assassination মনে রাখার সহজ উপায় হল

গাধা-গাধা-আমি-জাতি।

-

16. Lieutenant শব্দের উচ্চারণ

লেফট্যান্যান্ট বানান মনে রাখার

সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-

পিপড়া।

-

17. University লেখার সময় v এর পরে e

ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর

পরে a ব্যবহৃত হয়।

-

18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

-

19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের

পূনারাবৃত্তি নাই।

-

20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

-

21. “Executive ও Future“এমন দুটি শব্দ

যাদের এক অক্ষর পর পর vowel আছে.

-

22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

-

23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী

অক্ষর ও সংখ্যা আছে।

-

24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!

-

25. It is raining. Bristi is reading.

বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি

পড়ছে ।

-

26. Stewardesses হল সবচেয়ে বড়

ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে

শুধু বাম হাত ব্যবহৃত হয়।

-

27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার

শেষে mt আছে ।

-

28. ইংরেজিতে ৩টি শব্দ আছে

যাদের শেষে ceed আছে । সেগুলো

হলঃ proceed , exceed , succeed

-

29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ

যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

-

30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে

যাদের শেষে dous আছে। এগুলো হলঃ

tremendous , horrendous , stupendous , hazardous

-

31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি

শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

-

32. screeched হল এক syllable বিশিষ্ট

সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

-

33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

-

34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ

রয়েছে।

-

35. therein এমন একটি শব্দ যা থেকে

কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন

শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the,

there, he, in, rein, her, here, ere, therein, herein

-

36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের

সারি ব্যবহৃত হয়।

-

37. indivisibility এমন একটি শব্দ যাতে

একটি মাত্র vowel i ৬ বার আছে ।

-

38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর

oo,kk,ee পাশাপাশি আছে।

-

39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

-

40. queue একমাত্র ইংরেজি শব্দ যার

শেষের ৪ অক্ষর বাদ দিলেও উচ্চারণ একই থাকে।

//

সংগৃহীত