LUCKY 7 নিয়ে যত কথা:

LUCKY 7 নিয়ে যত কথা:
১.বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা ..>৭জন
২.জাতীয় স্মৃতিসৌধে ফলক ৭ টি
৩. বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল
৪. নিরপেক্ষ পানির ph>.৭
৫.মানুষের রক্তের ph>.৭.৪
৬.বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধে ফলক/স্তম্ভ আছে>৭টি
৭মুক্তিযোদ্ধা হত্যা দিবস -৭ নভে
৮.রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দেন ৭মার্চ
৯. পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বনভূমি আছে> ৭জেলায়
১০. রংধুতে রংআছে ৭টি( বে নী আ স হ ক লা)
১১. মৌলিক স্বরধ্বনি ৭টি(অ আ ই উ এ ও এবং অ্যা)
১২.পৃথিবীর মহাদেশ ৭টি
১৩. মৌলিক রাশি ৭টি( দৈর্ঘ,ভর. সময়. তাপমাত্রা, দীপন ক্ষমতা, বিদ্যুৎ প্রবাহও পদার্থের পরিমান।
১৪.সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাস করবেন > ৭দিনের মধ্যে
১৫. প্রতিষ্ঠাকালে আরবলীগের সদস্য ছিল ৭টি
১৬. মাৎসনায় বাংলার সময়কাল নির্দেশ করে ৭ম-৮ম শতকে
১৭. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন -এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের . ৭(১) অনুচ্ছেদে আছে।
১৮. এ উপমহাদেশ থেকে এ যাবৎ নোবেল পুরস্কার পেয়েছেন ৭জন
১৯. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী ৭নং সেক্টরের অধীনে ছিল
২০. রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন তবে তা ফেরত আসার ৭দিনের মধ্যে পাস করতে হয।

No comments:

Post a Comment