অক্সফোর্ডে চালু হয়েছে নতুন শব্দ Ze (জি)

অক্সফোর্ডে চালু হয়েছে নতুন শব্দ Ze (জি)
============================
উদাহরণঃ Ze is my friend= ও আমার বন্ধু।
লিঙ্গভেদ দূরীকরণ এবং তৃতীয় লিঙ্গকেও শব্দে অন্তর্ভুক্ত করতে Ze একটা যুগান্তকারী প্রচলন হতে যাচ্ছে।
যেমন ধরুন, He মানে তিনি (ছেলে অর্থে), She মানেও তিনি (মেয়ে অর্থে)। তাহলে হিজড়াদের বেলায় কি বলা হবে?
#Ze এই প্রশ্নের সমাধান। Ze মানে তিনি, হোক তিনি পুরুষ, মহিলা কিংবা হিজড়া।
He/She, His/Her ইত্যাদি শব্দ লিঙ্গবৈষম্য তৈরিতে প্রভাবক হিসাবে কাজ করে এবং He/She এর বাইরে যেসব মানুষ আছে তাদের অবজ্ঞা করা হয়। Ze হবে এসব লিঙ্গবোধক শব্দের পরিপূরক যাতে কেউই আলাদা পরিচয় পাবেনা এবং হিজড়াদের অধিকারও ক্ষুণ্ণ হবেনা। খুশির খবর হলো, শীঘ্রই শব্দটি অক্সফোর্ড ডিকশনারি ছাপিয়ে সারা বিশ্বে ব্যবহৃত হতে যাচ্ছে!
Practice: I like zer very much. (আমি তাকে খুব পছন্দ করি)

কিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!!

কিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!!
১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কতৃপক্ষ দ্বিধাদ্বন্দে পড়ে যায়, এবং ব্রিটেনে কনসাল্টেশনের জন্য চিঠি লেখা হয়।
তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল ৬৫। সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ কে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।
এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নম্বর ৩২.৫ ই ছিল। ১৮৬২ সালে তা গননার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকে এই ৩৩ নম্বর-ই চলছে। ফেডারেল পাকিস্তানেও ছিল, বাংলাদেশেও তাই চলছে। আমাদের পাশ্ববর্তি দেশ ভারতে I.I.T তে বিষয় ভেদে পাশ নম্বর ৪১ থেকে শুরু করে ৯০ পর্যন্তও হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে M.I.T তে বিষয় ভেদে ৩৬ থেকে ৪৫ এমন কি বাংলাদেশেও C.A কিম্বা C.M.A- তে বিভিন্ন সময় বিভিন্ন পাশ নম্বর নির্ধারণ করা হয়ে থাকে। ইউরোপে অনেক বিশ্ববিদ্যালয়ে পাশ মার্ক কোর্স টিচার কোর্স শুরুর আগে তা নির্ধারন করে দেন তবে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে অবশ্য পাশ মার্ক এখন ৪০ এ ধরা হয়। মেডিকেলে ৬০ মার্ক ।
লক্ষনীয় ও আজব ব্যাপার হল, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩৩ নম্বরে উত্তীর্ন হওয়ার ধারাবাহিক ইতিহাস বদলায়নি।

বাংলা_ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ 120টি বাগধারা ... পরীক্ষায় সাধারণত এখান থেকেই ঘুরে ফিরে আসে।

#বাংলা_ব্যাকরণ
খুব গুরুত্বপূর্ণ 120টি বাগধারা ...
পরীক্ষায় সাধারণত এখান থেকেই ঘুরে ফিরে আসে।

1) অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
2) অক্কা পাওয়া = (মারা যাওয়া)
3) অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
4) অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
5) অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
6) অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
7) অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
8) অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
9) অগ্নিপরীক্ষা =(কঠিন পরীক্ষা)
10) অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
11) অগাধ জলের মাছ = (খুব চালাক)
12) অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
13) অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
14) অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
15) অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
16) অষ্টরম্ভা = (ফাঁকি)
17) অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
18) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
19) অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
20) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
21) অকূল পাথার = (ভীষণ বিপদ)
22) অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
23) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
24) অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
25) অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
26) অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
27) অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
28) অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
29) অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
30) আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
31) আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
32) আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
33) আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
34) আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
35) আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
36) আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
37) আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
38) আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
39) আহ্লাদে আটখানা = (খুব খুশি)
40) আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
41) আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
42) আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু প্রাপ্তি)
43) আদায় কাঁচকলায় = (শত্রুতা)
44) আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
45) আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
46) আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
47) আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
48) আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
49) আটকপালে = (হতভাগ্য)
50) আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
51) আলালের ঘরের দুলাল = (অতি আদরে নষ্ট পুত্র)
52) আকাশে তোলা = (অতিরিক্ত প্রশংসা করা)
53) আষাঢ়ে গল্প = (আজগুবি কেচ্ছা)
54) ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য)
55) ইঁচড়ে পাকা = (অকালপক্ব)
56) ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি)
57) ইতর বিশেষ = (পার্থক্য)
58) উত্তম মধ্যম = (প্রহার)
59) উড়নচন্ডী = (অমিতব্যয়ী)
60) উভয় সংকট = (দুই দিকেই বিপদ)
61) উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/
অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)
62) উড়ো চিঠি = (বেনামি পত্র)
63) উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার)
64) উজানে কৈ = (সহজলভ্য)
65) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো)
66) ঊনপাঁজুড়ে = (অপদার্থ)
67) ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি)
68) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের)
69) এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)
70) এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে)
71) এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা)
72) এসপার ওসপার = (মীমাংসা)
73) একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)
74) এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)
75) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই দলভুক্ত)
76) এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)
77) ওজন বুঝে চলা = (অবস্থা বুঝে চলা)
78) ওষুধে ধরা = (প্রার্থিত ফল পাওয়া)
79) কচুকাটা করা = (নির্মমভাবে ধ্বংস করা)
80) কচু পোড়া = (অখাদ্য)
81) কচ্ছপের কামড় = (যা সহজে ছাড়ে না)
82) কলম পেষা = (কেরানিগিরি)
83) কলুর বলদ = (এক টানা খাটুনি)
84) কথার কথা = (গুরুত্বহীন কথা)
85) কাঁঠালের আমসত্ত্ব = (অসম্ভব বস্তু)
86) কাকতাল = (আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা)
87) কপাল ফেরা = (সৌভাগ্য লাভ)
88) কত ধানে কত চাল = (হিসেব করে চলা)
89) কড়ায় গণ্ডায় = (পুরোপুরি)
90) কান খাড়া করা =(মনোযোগী হওয়া)
91) কানকাটা (নির্লজ্জ)
92) কান ভাঙানো (কুপরামর্শ দান)
93) কান ভারি করা (কুপরামর্শ দান)
94) কাপুড়ে বাবু (বাহ্যিক সাজ)
95) কেউ কেটা (গণ্যমান্য)
96) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
97) কেঁচো খুড়তে সাপ (বিপদজনক পরিস্থিতি)
98) কই মাছের প্রাণ (যা সহজে মরে না)
99) কুঁড়ের বাদশা (খুব অলস)
100) কাক ভূষণ্ডী (দীর্ঘজীবী)
101) কেতা দুরস্ত (পরিপাটি)
102) কাছা আলগা (অসাবধান)
103) কাঁচা পয়সা (নগদ উপার্জন)
104) কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)
105) কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো)
106) কেতা দুরস্ত (পরিপাটি)
107) কাঠের পুতুল (নির্জীব, অসার)
108) কথায় চিঁড়ে ভেজা (ফাঁকা বুলিতে কার্যসাধন)
109) কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ)
110) কাছা ঢিলা (অসাবধান)
111) কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)
112) কেঁচো খুড়তে সাপ (সামান্য থেকে অসামান্য পরিস্থিতি)
113) কেউ কেটা (সামান্য)
114) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
115) কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না)
116) খয়ের খাঁ (চাটুকার)
117) খণ্ড প্রলয় (ভীষণ ব্যাপার)
118) খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)
119) গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)
120) গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি)

#ইংরেজি সাহিত্য

#ইংরেজি সাহিত্য

● শেক্সপিয়র জন্মগ্রহণ করেন- ১৫৬৪ সালে।
● শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে।
● শেক্সপিয়র নাটক লিখেছেন- ৩৭ টি।
● ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল- Beowulf.
● ইংরেজি গদ্যের জনক-John Wyclif.
● ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding.
● T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল।
● John Keats পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন।
● William Wordsworth এর উপাধি হল- The Poet of Nature.
● John Keats এর উপাধি হল- The Poet of Beauty.
● John Milton এর উপাধি হল- English Epic Poet.
● George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
● George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
● P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।
● S.T. Coleridge আফিমে আসক্ত ছিল।
● Winston Churchill ছিলেন এমন একজন প্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
● Sydney William Porter এর pen name হল O’ Henry.
● T.S.Eliot তার তত্ত্ব ‘Objective Co- relative এর জন্য বিখ্যাত।
● Sigmund Freud তার তত্ত্ব ‘Psycho Analysis’ এর জন্য বিখ্যাত।
● James Joyce তার তত্ত্ব ‘Stream of Consciousness’এর জন্য বিখ্যাত।
● ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়- Lord Byron
● ইংরেজি কবিতার জনক- Geoffrey Chaucer
● জন কিটস মারা গিয়েছিলেন- যক্ষায়।
● Bertrand Russel হলেন একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
● প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন- Samuel Johnson.

বিশ্বের ১১৮টি দেশের রাজধানী ও মুদ্রার নাম পড়ুন একনজরে দেশের নাম——রাজধানীর নাম——মুদ্রার নাম

🇧🇩🇧🇩বিশ্বের ১১৮টি দেশের রাজধানী ও মুদ্রার নাম পড়ুন একনজরে
দেশের নাম——রাজধানীর নাম——মুদ্রার নাম
🇧🇩
ভুটান———থিম্পু———গুলট্রাম
শ্রীলংকা———জায়াবর্ধনপুর কোর্টে———রূপি
মালদ্বীপ———মালে———রূপিয়া
নেপাল———কাঠমুন্ডু———রূপি
আফগানিস্তান———কাবুল———আফগানী
মায়ানমার———নাইপিদাও———কিয়াট
ভিয়েতনাম———হ্যানয়———ডং
থাইল্যান্ড———ব্যাংকক———বাথ
কম্বোডিয়া———নমপেন———রিয়াল
পূর্ব তিমুর———দিলি———ডলার
ইন্দোনেশিয়া———জাকার্তা———রূপিহা
মালয়েশিয়া———কুয়ালালামপুর———রিংগিট
সৌদি আরব———রিয়াদ———রিয়াল
ইরান———তেহরান———রিয়াল
ইরাক———বাগদাদ———দিনার
ইয়েমেন———সানা———রিয়াল
ইসরাইল———জেরুজালেম———শেকেল
ওমান———মাস্কট———রিয়াল
কাতার———দোহা———রিয়ার
জর্ডান———আম্মান———দিনার
তুরস্ক———আংকারা———লিরা
সিরিয়া———দামেস্ক———পাউন্ড
উত্তর কোরিয়া———পিয়ংইয়ং———ওয়ান
দক্ষিণ কোরিয়া———সিউল———ওয়ান
চীন———বেইজিং———ইউয়ান
জাপান———টোকিও———ইয়েন
তুর্কমেনিস্তান———আশখাবাদ———মানাত
উজবেকিস্তান———তাসখন্দ———সোম
কাজাখিস্তান———আস্তানা———টেনডো
জার্মানি———বার্লিন———ইউরো
পোল্যান্ড———ওয়ারস———জলটি
আলবেনিয়া———তিরানা———লেক
বুলগেরিয়া———সোফিয়া———লেভ
সার্বিয়া———বেলগ্রেড———দিনার
মন্টিনেগ্রো———পোডগোরিকো———ইউরো
বসনিয়া———সারায়েভো———দিনার
স্লোভাকিয়া———ব্লাটিস্লোভা———ইউরো
স্লোভেনিয়া———লুবজানা———ইউরো
কসোভো———প্রিস্টিনা———ইউরো
অষ্ট্রিয়া———ভিয়েনা=ইউরো
আয়ারল্যান্ড———ডাবলিন———ইউরো
ইতালি———রোম———ইউরো
ভ্যাটিকান———ভ্যাটিকান সিটি———ইউরো
গ্রীস———এথেন্স———ইউরো
নেদারল্যান্ড———আমস্টারডাম———ইউরো
পর্তুগাল———লিসবন———ইউরো
ফিনল্যান্ড———হেলসিংকি———ইউরো
ফ্রান্স———প্যারিস———ইউরো
বেলজিয়াম———ব্রাসেলস———ইউরো
মাল্টা———ভ্যালটা———ইউরো
সাইপ্রাস———নিকোশিয়া———ইউরো
স্পেন———মাদ্রিদ———ইউরো
লুক্সোমবার্গ———লুক্সেমবার্গ———ইউরো
এস্তোনিয়া———তাল্লিন———ইউরো
মোনাকো———মোনাকো সিটি———ইউরো
লাটভিয়া———রিগা———ইউরো
আইসল্যান্ড———রিকজার্ভিক———ক্রোনা
ডেনমার্ক———কোপেনহেগেন———ক্রোনা
নরওয়ে———অসলো———ক্রোনা
ব্রিটেন———লন্ডন———পাউন্ড স্টার্লিং
রাশিয়া———মস্কো———রুবল
সুইডেন———স্টকহোম———ক্রোনা
তুরস্ক———আঙ্কারা———লিরা
লিবিয়া———ক্রিপোলী———দিনার
মিশর———কায়রো———পাউন্ড
নাইজেরিয়া———আবুজা———নাইরো
সুদান———খার্তুম———পাউন্ড
কেনিয়া———নাইরোবি———সিলিং
মোজাম্বিক———মাপুটো———মেটিকাল
মাদাগাস্কার=আলতানানরিডো———ফ্রাংক
মালি———বামাকো———ফ্রাংক
মৌরিতানিয়া———নোয়াকচট———উজুইয়া
নামিবিয়া———উইন্ডহুক———ব়্যান্ড
সোয়াজিল্যান্ড———মেবেন———লিলানগিনি
তাঞ্জানিয়া———দারুস সালাম———শিলিং
জিম্বাবুয়ে———হারারে———ডলার
কঙ্গো———কিনসাসা———জায়ার
মরক্কো———রাবাত———দিরহাম
উগান্ডা———কাম্পালা———শিলিং
মরিসাস———পোর্ট লুইস———রুপী
দক্ষিণ আফ্রিকা=কেপটাউন———র্যা ন্ড
ঘানা———আক্রা———সেডি
আইভরিকোস্ট———আবিদজান———ফ্রাংক
আলজেরিয়া———আলজিয়ার্স———দিনার
সোমালিয়া———মোগাদিসু———শিলিং
সেনেগাল———ডাকার———ফ্রাংক
তিউনিসিয়া———তিউনিস———দিনার
টোগো———লোম———ফ্রাংক
সিয়েরালিয়ান———ফ্রি টাউন———লিওন
ইথিওপিয়া———আদ্দিস আবাবা———বির
জিবুতি———জিবুতি———ফ্রাংক
যুক্তরাষ্ট্র———ওয়াশিংটন ডিসি———ডলার
কানাডা———অটোয়া———কানডিয়ান ডলার
মেক্সিকো———মেক্সিকো সিটি———পেসো
হন্ডুরাস———তেগুসিগাপলা———ল্যামপিয়া
কোস্টারিকা———স্যানজোসে———কোলন
কিউবা———হাভানা———পেসো
ত্রিনিদাদ ও টোবাগো———পোর্ট অব———স্পেন ডলার
বারবাডোজ———ব্রিজটাউন———ডলার
জ্যামাইকা———কিংস্টোন———ডলার
হাইতি———পোর্ট অব প্রিন্স=গুর্ডে
চিলি———সান্টিয়াগো———পেসো
ব্রাজিল———ব্রাসিলিয়া———ব্রাজিলিয়ান রিয়াল
উরুগুয়ে———মন্টিভিডিও———পেসো
প্যারাগুয়ে=আসুনসিয়ন———গুয়রানি
পেরু———লিমা———নিউভু সোল
গায়ানা———জর্জ টাউন———গায়ানা ডলার
কলম্বিয়া———বোগোতা———পেসো
ভেনিজুয়েলা———কারাকাস———বলিভার
আর্জেন্টিনা———বুয়েন্স———আর্য়াস
সুরিনাম———প্যারামারিবো———পেসো
ইকুয়েডর———কিটো———মার্কিন ডলার
বলিভিয়া———লাপাজ———বলিভিয়েনো
অস্ট্রেলিয়া———ক্যানবেরা———অস্ট্রেলিয়ান ডলার
নিউজিল্যান্ড———ওয়েলিংটন———ডলার
ফিজি———সুভা———ডলার

জনপ্রিয় ১৪৯ টি অনুবাদ ( সবার কাজে লাগবে):

জনপ্রিয় ১৪৯ টি অনুবাদ ( সবার কাজে লাগবে):
১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law.
২, অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself.
৩, অতি লোভে তাতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost.
৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much courtesy, full of craft.
৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth.
৬, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed.
৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing.
৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not.
৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush.
১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man.
১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth.
১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the wilderness.
১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root cause of all unhappiness.
১৪, অহংকার পতনের মূল-Pride geoth before destruction.
১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue.
১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বেশি-An empty vessel sounds much.
১৭, আকাশ কুশুম কল্পনা-Build castles in the air.
১৮, আগাছার বাড় বেশি-All weeds grow apace.
১৯, আগে ঘর, তবে তো পর-Charity begins at home.
২০, আঠারোমাসে বছর-Tardiness.
২১';নিজের গায়ে নিজেই কুড়াল মারা-To dig one’s own grave.
২২,নিজের ভাল পাগলেও বোঝে- Even a fool knows his business.
২৩,নিজে বাঁচলে বাপের নাম/ চাচা আপন প্রাণ বাচা-Self preservation is the first law of nature.
২৪, আগুন নিয়ে খেলা-To play with fire.
২৫, আদার ব্যাপারীর জাহাজের খবর-The cobbler must stick to his last.
২৬, আয় বুঝে ব্যয় কর-Cut your coat according to yor cloth.
২৭, আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেদের সাহায্য করে- Allah helps those who helps help themselves.
২৮, ইচ্ছা থাকলে উপায় হয়-Where there is a will, there is a way
২৯, ইটট মারলে পাটকেলট খেতে হয়-Tit for tat.
৩০,আল্লাহ্ যা করেন সবই মঙ্গলের জন্য-It is all for the best./ What Allah wills is for good.
৩১, উলু বনে মুক্তা ছড়ানো- To cast pearls before swine.
৩২, উত্তম মাধ্যম দেওয়া(মারপিট করা)- To beat black and blue.
৩৩, উচুগাছেই বেশি ঝড় লাগে-High winds blow on high hills.
৩৪, উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়-The child is father to the man
৩৫, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে- One doth the scath and another hathhh the scorn.
৩৬, উড়ে এসে জুড়ে বসা-To be quick to occupy.
৩৭, এক ক্ষুরে মাথা মোড়ান-To be tarred with the same brush.
৩৮, এক ঢিলে দুই পাখি মারা-To kill two birds with one stone.
৩৯, এই তো কলির সন্ধ্যা- It is just the beginning of the trouble.
৪০, এক হাতে তালি বাজে না-I takes two to make a quarrel.
৪১, এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়- One lie leads to another.
৪২, একাই একশ- A host in himself.
৪৩, একূল অকূল দুকূল গেল- To fallen between two stools.
৪৪, এক মাঘে শীত যায় না- One swallow does not make a summer.
৪৫, এক মুখে দূরকম কথা-To blow hot and cold in the same braeth.
৪৬, কই মাছের প্রাণ বড় শক্ত- A cat has nine lives.
৪৭, কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no gains.
৪৮, কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take no other hue.
৪৯, কাচা বাশে ঘুণে ধরা-To be spoiled in early youth.
৫০, কাটা দিয়ে কাটা তোলা-To swallow the bait.
৫১, কাকে কান নিয়েছে শুনে কাকের পিছনে ছোটা- To swallow the bait.
৫২, কাকের মাংস কাকে খায় না-No raven will not pluck another’s eye.
৫৩, কাটা ঘায়ে নুনের ছিটা-To add insult to injury./ To add fuel to fire.
৫৪, কান টানলে মাথা আসে-Give the one, the other will follow.
৫৫, কানা ছেলের নাম পদ্ম লোচন-Appearance
s are deceptive.
৫৬, কিল খেয়ে কিল চুরি করা-To pocket an insult.
৫৭, কুকুরের পেটে ঘি সহ্য হয়না- Habit is the second nature.
৫৮, কেচো খুরতে সাপ-From the frying pan to the fire.
৫৯, কোথাকার জল কোথায় গড়ায়- Let us wait to see the conclusion.
৬০, খাল কেটে কুমির আনা- To bring on calamity by one’s own imprudence.
৬১, অসারের গর্জন তর্জন সার/খালি কলস বাজে বেশি -Empty vessels sound much.
৬২, খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়।–Hunger is the best sauce.
৬৩, গাছে তুলে মই কেড়ে নেওয়া-To leave one in the lurch.
৬৪, গামে মানে না আপনি মোড়ল- A fool to others to himself a sage.
৬৫, ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়-A burnt child dreads the fire.
৬৬, ঘরের শত্রু বিভীষন- Fifth columnist.
৬৭, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া-To make a fruitless effort.
৬৮, ঘোড়া দেখে খোড়া খোড়া হওয়া- To be unwilling to work when there is somebody to help.
৬৯, ঘোমটার ভেতর খেমটার নাচ-Coquetry under the guise of modesty.
৭০, চাদেও কলঙ্ক আছে-There is no unmixed goods.
৭১, চাচা আপন জান বাচা-Ever y man is for himself.
৭২, চেনা বামুনের পৈতা লাগে না-Good value for ready money.
৭৩, চকচক করলেই সোনা হয় না-All the glitters is not gold.
৭৪, চোরে চোরে মাসতুতো ভাই-All thieves are cousins.
৭৫, ছেড়ে দে মা কেদে বাচি-Don’t nag me, and leave me in peace.
৭৬, ছেলের হাতের মোয়া-Child’s play thing.
৭৭, জহুরীরাই জহর চেনে-Diamond cut diamond.
৭৮, জোর যার মুল্লুক তার-Might is right.
৭৯, গরু মেরে জুতা দান-To rob Peter, to pay paul.
৮০, ঝিকে মেরে বৌকে শেখান-To whip the cat of the mistress who doesn’t spin.
৮১. ঝোপ বুঝে কোপ মারা- Make hay while the sun shines.
৮২. টাকায় কি না হয়-Money makes everything.
৮৩. ঠেলার নাম বাবাজি -Nothing likes force.
৮৪. তেল মাথায় তেল দেওয়া- To carry coal to new castle.
৮৫. দশের লাঠি একের বোঝা-Many a little makes a mickle.
৮৬. দুধ কলা দিয়ে কালসাপ পোষা-To cherish a serpent in one's bosom.
৮৭. দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভাল-Better an empty house than a bad tenant.
৮৮.দেখতে নারী তার চলন বাকা- Faults are thick whele loves is thin.
৮৯. ধান বানতে শীবের গীত-A rigmorale
৯০. ধরমের কল বাতাসে নড়ে-Virtue proclaims itself.
৯১, ধরি মাছ না ছুয়ে পানি- To make sure of something without risking anything.
৯২, নুন আন পানতা ফুরায়-After meal comes mustard.
৯৩, নানা মুনির নানা মত-Many men, many minds.
৯৪, নাকে তেল ঘুমান-To be careless about what happens.
৯৫, নিজের বলই শ্রেষ্ঠ বল-Self-help is the best help.
৯৬, পাকা ধানে মই দেওয়া-To do a great injury.
৯৭, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়-A mad man and an animal have no difference.
৯৮, পাপের ধন প্রায়শিত্তে যায়-Ill got, ill spent.
৯৯, পুরনো চাল ভাতে বাড়ে-All that is old is not bad.
১০০, পেটে খেলে পিঠে সয়-Pain is forgotten where gain follows.
১০১, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়-Harm watch, warm catch.
১০২, বসতে পেলে শুতে চায়-Give him an inch and he will take an ell.
১০৩, বার মাসে তের পার্বন-A succession of festivities the all year round.
১০৪, বিধাতার লিখন না যায় খণ্ডন-Inevitabl
e are the decrees of God.
১০৫, বিয়ে করতে কড়ি, ঘর বাধতে দড়ি-Be sure before you marry of a house, where in tarry.
১০৬, ভাই ভাই ঠাই ঠাই- Brothers will part.
১০৭, ভিক্ষার চাল কাড়া আর আকাড়া- Beggars must not be chosen.
১০৮, ভাগ্যর লেখা খণ্ডায় কে-Fate cannot be resisted.
১০৯, ভাজ্ঞা মন জোড়া লাগে না-Lost credit is like broken glass.
১১০, ভাবিয়া করিও কাজ-Look before you leap.
১১১, মশা মারতে কামান দাগা-To take a hammer to spread a paster.
১১২, মরা হাতি লাখ টাকা-The very ruins of greatness are great.
১১৩, মা রক্ষ্ণী চঞ্চলা-Riches have wings.
১১৪, মাছের তেলে মাছ ভাজা-To gain without spending.
১১৫, মৌ্নতা সম্মতির লক্ষণ-Silence gives consent./
Silence is half consent.
১১৬, মিষ্টি কথায় চিড়ে ভিজেনা- Fine words butter no parsnips.
১১৭, মূর্খই মূর্খের কদর করে-Fools paradises fools.
১১৮, যতক্ষন শ্বাস, ততক্ষণ আশ-While there is life there is hope.
১১৯, যার জ্বালা সেই জানে-The wearer best knows where the show pinches.
১২০, যার বিয়া তার খব র নাই পাড়াপড়শির ঘুম নাই- Though he is careless to make his mark, others are moving mountains for him.
121. যে রক্ষক সেই ভক্ষক- I am makers are law breakers.
122. যেমনি বাপ তেমনি ব্যাটা- Like father like son.
123. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়- Dangers often comes where danger is feared.
124. যেম্ন কুকুর তেম্ন মুগুর- As is the evil, so is the remedy.
125. আপনি ভাল তো সব ভাল-To the good the world appears to be good.
126. ব্যননা বনে খাটাস রাজা-A dog is a lion in his lane.
127. রাখে আল্লাহ মারে কে- What good wills no frost can kill.
128. রতনে রতন চেনে মানিকে মানিক- Diamonds cuts diamond.
129. শাকদিয়ে মাছ ঢাকা- Hide in a superficial way.
130. সাবধানের মার নাই- Safe bind, safe find.
131. সস্তার তিন অবস্থা-Penny wise poun foolish.
132. সব ভাল যার শেষ ভাল তার-All’s well that that ends well.
133. সময় একবার বয়ে গেলে আর ফেরত আসে না- Time once lost cannot be regained.
134. সবুরে মেওয়া ফেলে- Patience has its reward.
135. হয় এসপার নয় ওসপার-To be desperate.
135. হাটের মাঝে হাড়ি ভাঙা-To wash one’s dirty line in public.
136.হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল-Fools rush in in where anger fear to tread./ He would bend the bow of Ulysses.
137. কর্তর ইচ্ছায় কর্ম-Master’s will is law.
138. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ- A drawing man catches at a straw.
139. যারে দেখতে নারি তার চলন বাকা-Faults are thick where love is thin.
140. যারে দেখতে নারি তার চলন বাকা-Faults are thick where love is thin.
141. তুমি কোথায় থাক?-Where do you put up?
142. এ বিষয়ে মতভেদ আছে--Opinions differ on this subject.
143. এ বাড়ীটি ভাড়া দেয়া হবে--The house is to let.
144. আমার বড় ক্ষুধা পেয়েছে--I feel very hungry.
145. আমার ঠান্ডা লেগেছে-- I have caught a cold.
146. নিজের চরকায় তেল দাও--Oil your own machine.
147. অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে-- Every shoe fits not foot
148. পরিষ্কার পরিচ্ছন্ন ঈশ্বরভক্তির একটি দাপ-- Cleanliness is next of godliness
149. রক্তের টান বড় টান-- Blood is thicker than wate

নদীর র্তীরে কিছু শহর:

নদীর র্তীরে কিছু শহর:
.
✪ ফ্রান্সের রাজধানী প্যারিস অবস্থিত → সীন নদীর র্তীরে।
.
✪ শ্রীলংকার রাজধানী কলম্বো অবস্থিত →কালানী নদীর র্তীরে।
.
✪ বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত → বুড়িগঙ্গার নদীর র্তীরে।
.
✪ বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম অবস্থিত→
কর্ণফুলী নদীর র্তীরে।
.
✪ ইতালির রাজধানী রোম অবস্থিত →টাইবার নদীর র্তীরে।
.
✪ ইংল্যান্ডের রাজধানী লন্ডন অবস্থিত → টেমস নদীর র্তীরে।
.
✪ মিশরের রাজধানী কায়রো অবস্থিত→নীল নদের র্তীরে।
.
✪ নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডাম অবস্থিত→আমস্টেল নদীর র্তীরে।
.
✪ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবস্থিত →দানিউব নদীর র্তীরে।
.
✪ জার্মানির হামবুর্গ প্রদেশ অবস্থিত → এলবে ও আলস্টার নদীর র্তীরে।
.
✪ রাশিয়ার রাজধানী মস্কো অবস্থিত → মস্কোভা নদীর র্তীরে।
.
✪ কানাডার রাজধানী অটোয়া অবস্থিত →সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ তুরস্কের রাজধানী আঙ্কারা অবস্থিত → কিজিল নদীর র্তীরে।
.
✪ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ অবস্থিত →ভিশ্চুলা নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন অবস্থিত →পোটোম্যাক নদীর র্তীরে।
.
✪ সুদানের রাজধানী খার্তুম অবস্থিত →ব্লু নীল ও হোয়াইট নীল ।
.
✪ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন অবস্থিত → লিফে নদীর র্তীরে।
.
✪ ভারতের রাজধানী দিল্লী অবস্থিত → যমুনা নদীর র্তীরে।
.
✪ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ → অবস্থিত বিটাভ নদীর র্তীরে।
.
✪ জার্মানীর রাজধানী বার্লিন অবস্থিত → স্প্রি নদীর র্তীরে।
.
✪ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট অবস্থিত → দানিউব নদীর র্তীরে।
.
✪ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারস অবস্থিত →প্লাটা নদীর র্তীরে।
.
✪ থাইল্যান্ড রাজধানী ব্যাংকক অবস্থিত → মিনাম নদীর র্তীরে।
.
✪ যুগোশ্লেভিয়ার রাজধানী বেলগ্রেড অবস্থিত → দানিউব নদীর র্তীরে।
.
✪ স্পেনের রাজধানী মাদ্রিদ অবস্থিত →মানজানেরে নদীর র্তীরে।
.
✪ পর্তুগাল রাজধানী লিসবন অবস্থিত →টেগাস নদীর র্তীরে।
.
✪ জাপনের রাজধানী টোকি অবস্থিত→ আরাকার্ডয়া নদীর র্তীরে।
.
✪ চীনের রাজধানী বেইজিং অবস্থিত → হোয়াংহো নদীর র্তীরে।
.
✪ ইরাকের রাজধানী বাগদাদ অবস্থিত → টাইগ্রিস নদীর র্তীরে।
.
✪ সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ অবস্থিত → ইস্ট নদীর র্তীরে।
.
✪ লিভারপুল ( ইংল্যান্ড ) অবস্থিত → মার্সি নদীর র্তীরে।
.
✪ কানাডার মন্ট্রিল প্রদেশ অবস্থিত → সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ পাকিস্তানের করাচি প্রদেশ অবস্থিত → সিন্ধু নদীর র্তীরে।
.
✪ পাকিস্তানের লাহোর অবস্থিত → রাভী নদীর র্তীরে।
.
✪ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশটি অবস্থিত → বাটাং হারি নদীর র্তীরে।
.
✪ সিডনী অষ্ট্রেলিয়া অবস্থিত → মারে ডালিং নদীর র্তীরে।
.
✪ চীনে সাংহাই প্রদেশ অবস্থিত → ইয়াং সি কিয়াং নদীর র্তীরে।
.
✪ চীনের হংকং প্রদেশ অবস্থিত →ক্যান্টন নদীর র্তীরে।
.
✪ জার্মানীর বন প্রদেশ অবস্থিত → রাইন নদীর র্তীরে।
.
✪ ইংল্যান্ডের ব্রিস্টল অবস্থিত →এডন নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রদেশ অবস্থিত → হাডসন নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরটি অবস্থিত → ডিলাওয়ারি নদীর র্তীরে।
.
✪ চীনের পিকিং/বেইজিং অবস্থিত →হোয়াংহো নদীর র্তীরে।
.
✪ সিরিয়ার রাক্কা শহর অবস্থিত →ইউফ্রেটিস নদীর র্তীরে।
.
✪ মায়ানমার আকিয়াব অবস্থিত → ইরাবতী নদীর র্তীরে।
.
✪ মিশরের আলেকজান্ডিয়া অবস্থিত → নীল নদীর র্তীরে।
.
✪ মায়ানমারের ইয়াঙ্গুন অবস্থিত → ইরাবতী নদীর র্তীরে।
.
✪ ভারতের উত্তর প্রদেশ এলাহাবাদ অবস্থিত →গঙ্গা ও যমুনার নদীর র্তীরে।
.
✪ ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যে রাজধানী আগ্রা অবস্থিত → যমুনা নদীর র্তীরে।
.
✪ ভারতের উওর প্রদেশ রাজ্যে অবস্থিত → যমুনা নদীর নদীর র্তীরে।
.
✪ ভারতের কলকাতা অবস্থিত → হুগলী নদীর নদীর র্তীরে।
.
✪ ভারতের লখনৌ অবস্থিত → গোমতী নদীর র্তীরে।
.
✪ ভারতের শ্রীনগর অবস্থিত → ঝিলম নদীর র্তীরে।
.
✪ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনা অবস্থিত → গঙ্গা নদীর র্তীরে।
.
✪ জার্মানীর ডানজিক অবস্থিত → ভিস্টুলা নদীর র্তীরে।
.
✪ কানাডার কুইবেক অবস্থিত → সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ ভারতের কানপুর অবস্থিত →কাবুল নদীর র্তীরে।
.
✪ চীনে ক্যান্টন অবস্থিত→ চাং কিং নদীর র্তীরে।

বিভিন্ন দেশের বিপ্লবঃ

বিভিন্ন বিপ্লবের সাল অনেক সময় আসে চলুন দেখে রাখি
বিভিন্ন দেশের বিপ্লবঃ
রেনেঁসা বিপ্লব - ইতালি - ১৩৬০
শিল্প বিপ্লব (১৭৫০ থেকে ১৮৬০) - ইংল্যান্ড
আমেরিকান বিপ্লব (১৭৭৬) - যুক্তরাষ্ট্র
সিপাহী বিপ্লব - ভারত - ১৮৫৭
> শ্রমিক বিপ্লব - আমেরিকা - ১৮৮৬
ফরাসি বিপ্লব (১৭৮৯) - ফ্রান্স ( ফরাসি বিপ্লবের শিশু : নেপোলিয়ন বোনাপার্ট
রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব (১৯১৭) - রাশিয়া
জার্মান বিপ্লব (১৯১৮) -জার্মানি
হাঙ্গেরিয়ান বিপ্লব (১৯১৯) -হাঙ্গেরি
আগস্ট বিপ্লব (১৯৪৫) -ভিয়েতনাম
সমাজতান্ত্রিক বিপ্লব (১৯৪৯) - চীন ( মাও সেতুং )
সাংস্কৃতিক বিপ্লব(১৯৬৬= চীন
কিউবান বিপ্লব (১৯৫৯) -কিউবা
> শ্বেত বিপ্লব - ইরান - ১৯৬৩
রাজতান্ত্রিক বিপ্লব - আফগানিস্তান - ১৯৭৩
ইসলামিক বিপ্লব (১৯৭৯) - ইরান নেতা : আয়াতুল্লাহ খোমেনী]
ভেলভেট বিপ্লব/জেন্টেল বিপ্লব (১৯৮৯) - চেকোস্লোভাকিয়া
> গণতান্ত্রিক বিপ্লব - চীন - ১৯৮৯
বলিভারিয়ান বিপ্লব (১৯৯৮) -ভেনিজুয়েলা
রোজ বিপ্লব (২০০৩) - জর্জিয়া
অরেঞ্জ বিপ্লব (২০০৪) -ইউক্রেন
টিউলিপ বিপ্লব (২০০৫) - কিরঘিজস্তান
আরব বসন্ত - ২০১১ ( তিউনেশিয়া )
=========
ফরাসি বিপ্লব -1789
ক. ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর শাসনামলে ১৭৮৯ সালের ১৪ জুলাই "বাস্তিল দুর্গ" পতনের মাধ্যমে ঐতিহাসিক ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়।
খ. রুশো ও ভলতেয়ার তাদের লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলো।
গ. ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো- ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা।
ঘ. ফরাসি বিপ্লবের মাধ্যমে ১৭৯৯ সালে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্রিক আদর্শের শাসন ব্যবস্থা চালু হয়।
ঙ.ফরাসি বিপ্লবের শিশু বলা হয়- নেপোলিয়ান বোনাপার্ট।
চ. ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্যিক "উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ " এর সাহিত্য রচনার অনুপ্রেরণা ছিলো - ফরাসি বিপ্লব।

.
রুশ বিপ্লব
"রুশ বিপ্লব" ১৯১৭ সালে সংগঠিত দুইটি বিপ্লবের মিলিত নাম। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জার শাসনের অবসান হয় এবং সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী মার্চ মাস) সংগঠিত প্রথম বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সম্রাজ্য ভেঙে পরে এবং শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসকে উৎখাত করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারকে উৎখাত করে বলশেভিক (কমিউনিস্ট) সরকার প্রতিষ্ঠিত হয়।

বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?

বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?
১. #গুরুত্বপূর্ণ_টপিক চিনেন না। প্রশ্ন ঘাঁটার অভ্যাস নাই।
২. #সবকিছুই পড়তে যান৷ সব মনে রাখতে চাওয়া পরীক্ষার জন্য ভালো নয়।
৩. না বুঝে #মুখস্তের অভ্যাস অাছে। তাই বেশিদিন মনে থাকছে না।
৪. #ডাইজেস্ট পড়ে পরীক্ষায় যাচ্ছেন। ডাইজেস্টে শুধু বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। টপিকের ডিটেইল থাকে না।
৫. বিষয়ের #গভীরে_যতটুকু_না জানলে ঐ বিষয়ের যেকোন প্রশ্ন পারবেন অতটুকু না পৌঁছেই কিছু গদবাঁধা প্রশ্ন পড়ে বারবার প্রিলি দিচ্ছেন।
৬. #কোচিং নির্ভর। বাসায় পড়ার সময় দিতে চান না৷
৭. সব প্রস্তুতিতেই #কনফিডেন্সের_অভাব
৮. পড়ার #কৌশলে_ত্রুটি। ফলে অনেক পড়েও কিছুই মনে থাকছে না।
উপরের একটিও যদি অাপনার সমস্যা হয়ে থাকে জেনে রাখুন অাপনি বারবারই ধাক্কা খাবেন৷ শুধরে নেবার এখনই সময়।
#একটা_গুরুত্বপূর্ণ_কথা,
ভাই, ডাইজেস্ট পড়ে বদহজম করতে যাবেন না। অনুরোধ রইলো। যা শিখবেন ব্যাসিক থেকে সলিড প্রস্তুতি নিবেন। সলিড নম্বর পাবেন।
৩৯ তম বিসিএস ভাইবা শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। ৪০তম বিসিএস #মার্চের_শেষ_সপ্তাহে হবে। এটা মাথায় রেখে প্রস্তুতি গোছাতে থাকুন।
#শুভকামনা_নিরন্তর 
ডাঃ মাসউদ জাহান
সিলেট মেডিকেল কলেজ

এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হল:

১-১০০ পর্যন্ত লিখতে 
০ আসে >>> ১১বার 
১ আসে >>>২১বার 
বাকিসব আসে>২০বার
এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হল:
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,5
9,61,67,71,73,79,83,89,97,,= 25 টি ।
টেকনিক "
" 44-22-32-23-21"
মনে রাখার সহজ উপায়.....৪-৪২২-৩২২-৩২১

★2.3.5.7 =(1-10) =4
★11.13.17.19=(10-20) =4
★23.29 =(20-30) =2
★31.37. =(30-40) =2
★41.43.47 =(40-50) =3
★53.59. =(50-60) =2
★61.67. =(60-70) =2
★71.73.79. =(70-80) =3
★83.89 =(80-90) =2
★97 =(90-100) =1
১-১০০ এর মৌলিক সংখ্যার যোগফল -১০৬০
১-১০০ এর মধ্যকার সংখ্যার যোগফল -৫০৫০
=================
বিসিএস সহ বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষায় এগুলো আসে কিন্তু কনফিউশনে ফেলে দেয় , তাই ভালো করে দেখে রাখা ভালো।
.
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
__ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
__লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব
বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন
__লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
-- স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
--লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
-- লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
--লর্ড হার্ডিঞ্জ
১৪..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন--
-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--
--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন
-- খাজা নাজিম উদ্দিন

Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998

1) * Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998.
2) * Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004.
3) * YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
4) * Yahoo! : প্রতিষ্ঠিত হয় March 1994.
5) * Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
6) * Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001.
7) * Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005.
8) * Amazon : প্রতিষ্ঠিত হয় 1994.
9) * Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999.
10) * Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006.

কোন শহর কোন নদীর তীরে অবস্থিত :

🔰‌ কোন শহর কোন নদীর তীরে অবস্থিত :
 ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে,
 চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে,
 কুমিল্লা: গোমতী নদীর তীরে,
 রাজশাহী: পদ্মা নদীর তীরে,
 কুষ্টিয়া: গড়াই নদীর তীরে,
 বাংলাবান্দা : মহানন্দা
নদীরতীরে,
 বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে,
 খুলনা: ভৈরব ও রূপসা নদীর
মিলনস্থলে,
 সিলেট: সুরমা নদীর তীরে,
 ভোলা: তেঁতুলিয়া ও বলেশ্বর নদীর
তীরে,
 হবিগঞ্জ: খোয়াই নদীর তীরে,
 মৌলভীবাজার: মনু নদীর তীরে
 জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদীর
তীরে,
 কিশোরগঞ্জ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর
তীরে,
 শরীয়তপুর: পদ্মা নদীর তীরে,
 শিলাইদহ: পদ্মা নদীর তীরে,
 মহাস্থানগড়: করতোয়া নদীর তীরে,
 ছাতক: সুরমা নদীর তীরে,
 ময়মনসিংহ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর
তীরে,
 দিনাজপুর: পুনর্ভবা নদীর তীরে,
 ফরিদপুর: আড়িয়াল খাঁ নদীর তীরে,
 মাদারীপুর: পদ্মা নদীর তীরে,
 যশোর: কপোতাক্ষ নদীর তীরে,
 টেকনাফ: নাফ নদীর তীরে,
 বগুড়া: করতোয়া নদীর তীরে,
 চন্দ্রঘোনা: কর্ণফুলী নদীর তীরে,
 ঝিনাইদহ: নবগঙ্গা নদীর তীরে,
 টঙ্গী: তুরাগ নদীর তীরে,
 গোলাগঞ্জ: মধুমতি নদীর তীরে,
 টুঙ্গীপাড়া: মধুমতি নদীর তীরে,
 ঘোড়াশাল: শীতলক্ষ্যা নদীর তীরে,
 সারদা: পদ্মা নদীর তীরে,
 ফেঞ্চুগঞ্জ: কুশিয়ারা নদীর তীরে,
 নলছিটি: সুগন্ধা নদীর তীরে,
 আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে,
 পটুয়াখালী: পায়রা নদীর তীরে,
 রাঙামাটি: কর্ণফুলী ও শংখ নদীর
তীরে,
 নোয়াখালী: মেঘনা ও
ডাকাতিয়া নদীর তীরে,
 সিরাজগঞ্জ: যমুনা নদীর তীরে,
 কাপ্তাই: কর্ণফুলী নদীর তীরে,
 গাজীপুর: তুরাগ নদীর তীরে,
 পাবনা: ইছামতি নদীর তীরে,
 মুন্সিগঞ্জ: ধলেশ্বরী নদীর তীরে,
 চাঁদপুর: মেঘনা নদীর তীরে,
 সুনামগঞ্জ: সুরমা নদীর তীরে,
 মংলা: পশুর নদীর তীরে,
 নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর
তীরে,
 আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে,
 ঝালকাঠি: বিশখালী নদীর তীরে,
 ঠাকুরগাঁও: টাঙ্গন নদীর তীরে,
 ভৈরব: মেঘনা নদীর তীরে,
 শেরপুর: কংশ নদীর তীরে,
 রংপুর: তিস্তা নদীর তীরে,
 টাঙ্গাইল: যমুনা নদীর তীরে,
 পঞ্চগড়: করতোয়া নদীর তীরে,
 কুড়িগ্রাম: ধরলা নদীর তীরে,
 কক্সবাজার: নাফ নদীর তীরে,
 ফেনী: ফেনী নদীর তীরে,
 লালবাগের কেল্লা -বুড়িগঙ্গা
নদের তীরে,
 বরগুনা: বিশখালী ওহরিণঘাটা নদীর
তীরে ।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানঃ-

বাংলাদেশের ভৌগলিক অবস্থানঃ-
১.বাংলাদেশের সর্ব উত্তরের জেলা - পঞ্চগড় 
২.বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা - কক্সবাজার
৩.বাংলাদেশের সর্ব পূর্বের জেলা - বান্দরবান 
৪.বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা - চাঁপাইনবাবগঞ্জ
৫.বাংলাদেশের সর্ব উত্তরের থানা - তেঁতুলিয়া
৬.বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা - টেকনাফ
৭.বাংলাদেশের সর্ব পূর্বের থানা - থানচি
৮.বাংলাদেশের সর্ব পশ্চিমের থানা - শিবগঞ্জ
৯.বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা - জকিগঞ্জ
১০.বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা - টেকনাফ
১১.বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণের থানা - শ্যামনগর
১২.বাংলাদেশের সর্ব উত্তরের স্থান - বাংলাবান্ধা
১৩.বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান - ছেঁড়াদ্বীপ
১৪.বাংলাদেশের সর্ব পূর্বের স্থান - আখানইঠং
১৫.বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান - মনাকশা
১৫.বাংলাদেশের সর্ব উত্তরের গ্রামের নাম - জায়গীর জোত
১৬.বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ - সেন্টমার্টিন

Recent General Knowledge December 2018 - সাম্প্রতিক_আপডেটঃ

সাম্প্রতিক_আপডেটঃ
১। বিশ্বে ফল গাছের ২য় বৃহত্তম সংগ্রহশালাটি রয়েছে –
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে
২। দেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা – ৫৯ টি ( ৫৯ তম,
কমিউনিটি ব্যাংক)
৩। আলোচনায় রয়েছে আরো – ৩ টি ব্যাংকের
৪। নতুন ৩ ব্যাংক অনুমোদন পেলে দেশে ব্যাংকের
সংখ্যা দাঁড়াবে – ৬২ টি
৫। প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার
ইতিহাস শুরু হয় – ১৯৮২ সালে, এরশাদের সময় থেকে
৬। এরশাদের আমলে বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন
দেয়া হয়েছিল - ৯টি
৭। খালেদাজিয়ার আমলে অনুমোদন দেয়া হয় – ৮ টি
৮। শেখ হাসিনার প্রথম আমলে অনুমোদন দেয়া হয় – ১৩ টি
৯। শেখ হাসিনার বর্তমান ২ মেয়াদ সরকারে অনুমোদন
দেয়া হয় – ১১ টি নতুন ব্যাংকের
১০। বর্তমান সরকার “ প্রেক্ষিত পরিকল্পনা “ প্রণয়ন
করেছে – ২০২১ টু ২০৪১ সালের
১১। বাংলাদেশ দ. এশিয়ার উন্নত দেশ হবে – ২০৪১ সালে
১২। বর্তমান সরকারের ২ মেয়াদে দেশের দারিদ্র্যের হার
নেমেছে – ৪০% থেকে ২১% এ
১৩। নিজস্ব উদ্যোগে দেশে ভিক্ষুকমুক্ত জেলা – খুলনা
১৪। জেল হত্যা দিবস – ৩ নভেম্বর,,,



[স্বাধীনতা যুদ্ধ নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে যে শব্দগুলো লাগবে ]
Emergence of Bangladesh— বাংলাদেশের অভ্যুদয়
The great liberation war of 1971—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ
Valliant Freedom fighters – সাহসী মুক্তিযুদ্ধারা
War of Independence – স্বাধীনতা যুদ্ধ
Liberation war - মুক্তিযুদ্ধ
Valiant – সাহসী, তেজস্বী
Brothers in arms – সহযুদ্ধা
Woman freedom fighter – নারী মুক্তিযুদ্ধা
Battle Field – যুদ্ধক্ষেত্র, রণাঙ্গন
Bloody war – রক্তক্ষয়ী যুদ্ধ
By dint of blood equivalent to a see – এক সাগরের রক্তের বিনিময়
Nine month long bloody war –নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ
To oblate life --- জীবন উৎসর্গ করা
Occupational Forces—দখলদার বাহিনী
Killing indiscriminately – নির্বিচারে হত্যা
All walks of people – সর্বস্তরের মানুষ
To liberate the country from enemies – দেশকে শত্রু মুক্ত করা
Supreme oblation --- সর্বোচ্চ উৎসর্গ
The allied force – মিত্র বাহিনী
The joint force --- যৌথবাহিনী
Massacre – গণহত্যা
Genocide --- গণহত্যা
Mass rape – গণধর্ষণ
Agent of this country – এদেশীয় দালাল
Perfidious agent forces --- বিশ্বাসঘাতক দালাল বাহিনী
Laid down of life – জীবন উৎসর্গ করা
War-Criminal -- যুদ্ধাপরধী
Eternal ablaze flame -- অনন্ত বহ্নি শিখা
Glory and Pride – গঊরব এবং গর্বের
Armed Fighting – সশস্ত্র যুদ্ধ
Chanting Slogan – স্লোগান দেয়া
By shedding Blooding --- রক্ত ঝড়িয়ে
To liberate our dearest motherland – প্রিয় মাতৃভুমিকে মুক্ত করা
Fierce day of showing
demonstration – প্রতিবাদে ফেটে পড়ার দিন
A time of explosion of self strength – আত্মশক্তি বিস্ফোরণের সময়
Descended upon dilapidation – নেমে আসা দুর্দশা
War against oppression and persecution -শোষণ,এবং নিপীড়ণ বিরুদ্ধে যুদ্ধ
Pinnacle of power – ক্ষমতার কর্তৃত্ব
Well planned genocide – সুপরিকল্পিত গণহত্যা
Bring down – অবসান ঘটানো
Tender lives –তেজোদীপ্ত জীবন
Undergo military training for few days – অল্প কয়কেদিন সামরিক প্রশিক্ষণ নেয়া
Emblem of heroism and Gallantry – বীরত্ব ও সাহসিকতার প্রতীক
Sacrifice and zeal – আত্মত্যাগ এবং প্রাণোদ্দনা
Hitting and going forward with firm determination – দৃড় প্রত্যয়ে আঘাত করে এগিয়ে যাওয়া
Weapons used in war – যুদ্ধে ব্যবহৃত অস্ত্র
Emerge/Advent – আবির্ভাব , অভ্যুদয়
Bearing untold sufferings – অবর্ণনীয় কষ্ট সহ্য করা
Get wet with the rain – বৃষ্টিতে ভেজা
Passing days with starvation – অনাহাড়ে দিন কাটানো
Affliction of hunger to death – ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করা
Living under open sky – খোলা আকাশের নিচে জীবন যাপন করা ।
Dearth of sufficient shelter, food
and diagnosis – পর্যাপ্ত বাসস্থান , খাদ্য এবং চিকিৎসার অভাব
Military Assistance – সামরিক সহযোগীতা
Coalition forces – যৌথ বাহিনী
Free and sovereign nation – স্বাধীন ও সার্বভৌম জাতি
To stand keeping head upright --মাথা উঁচু করে দাঁড়ানো
To Uptake flag of independent –
স্বাধীনতার পতাকা উত্তোলন
Collaborators of this country – এদেশীয় রাজাকার, দোষর
Face to face gun fighting – মুখোমুখী সশস্ত্র যুদ্ধ
To surrender unconditionally – নিঃশর্ত আত্মসমর্পণ
Transient Government – ক্ষণস্থায়ী সরকার
The support from superpower – পরাশক্তির সমর্থন
To gain support from superpower – পরাশক্তির সমর্থন আদায়
Infantry – পদাতিক বাহিনী
Artillery – গোলন্দাজ বাহিনী
Air Strike – বিমান হামলা
Naval Force – নৌ বাহিনী
Armada -- নৌবহর
Aircraft – যুদ্ধ বিমান
Naval Battle – পানিপথে যুদ্ধ
Reconstruction of the war torn
Country – যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠণ
Freedom seeking people—স্বাধীনতাকামী মানুষ
ndomitable Aspiration – অদম্য আকাঙ্ক্ষা
Willful Humanity – আর্ত মানবতা
Proclamation of
Independent--স্বাধীনতার ঘোষণা
To build up nation --- জাতি গঠন
Taking the spirit of patriotism – দেশ প্রেমের চেতনা নিয়ে
To uphold the dignity of independence – স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা
To transform Bangladesh an ameliorated country – বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা ।