একনজরে শর্টকাট টেকনিকে জসীমউদ্দীন

®®একনজরে শর্টকাট
টেকনিকে জসীমউদ্দীন©©
(A To Z)
১) ভ্রমণকাহিনীঃ
[চলে মুসাফির যে দেশে মানুষ বড় সে হলদে পরীর দেশে।]
.
(ক)চলে মুসাফির (১৯৫২)
(খ)হলদে পরীর দেশ (১৯৬৭)
(গ)যে দেশে মানুষ বড়(১৯৬৮)
---------------------------------------------
-------------
২) সুখপাঠ্য গদ্যগ্রন্থঃ
[ঠাকুর বাড়ির আঙিনায় যাঁদের
দেখেছি জীবন কথায় তাঁদের কথা লিখেছি।]
.
(ক)যাঁদের দেখেছি (স্মৃতিকথা১৯৫২)
(খ)ঠাকুর বাড়ির আঙিনায় (স্মৃতিকথা১৩৬৮)
(গ)জীবনকথা(আত্মজীবনী ১৯৬৪)
---------------------------------------------
-------------
৩) তাঁর শিশুতোষ কাব্যগ্রন্থঃ
[ডালিমকুমার হাসুকে এক পয়সার বাঁশী কিনে দেয়।]
.
(ক)হাসু (১৯৩৮)
(খ)এক পয়সার বাঁশী (১৩৫৬)
(গ) ডালিমকুমার (১৯৫১)
---------------------------------------------
-------------
৪) গানের সংকলনঃ
[রঙ্গীলা নায়ের মাঝি গাঙের পাড়ে জারিগান গায়]
.
(ক)রঙ্গীলা নায়ের মাঝি(১৯৩৫)
(খ)গাঙের পাড় (১৯৬৪)
(গ)জারি গান (১৯৬৮)
-------------------------------------------------
৫) নাটকঃ
[জসীম গ্রামের মায়া ছাড়বে না বলে পদ্মপাড়ের বেদের মেয়ে মধুমালাকে পল্লীবধূ করে ঘরে আনে।]
.
(ক)পদ্মপাড় (১৯৫০)
(খ)বেদের মেয়ে (১৯৫১)
(গ)মধুমালা (১৯৫১)
(ঘ)পল্লীবধূ (১৯৫৬)
(ঙ)গ্রামের মায়া
--------------------------------------------------
৬) খণ্ডকাব্যগুলো হলঃ
[জসীম মাটির কান্না ছবি দেখতে ধানখেত দিয়ে, বালুচরের সেই রূপবতী রাখালী, সকিনা ও সুচয়নীকে নিয়ে যায়]
.
(ক)রাখালী (১৯২৭)
(খ)বালুচর (১৯৩০)
(গ)ধানখেত (১৯৩৩)
(ঘ)রূপবতী (১৯৪৬)
(ঙ)মাটির কান্না (১৯৫৮)
(চ)সুচয়নী (১৯৬১)
---------------------------------------------
৭) গাথাকাব্যগুলো হলঃ
[সোজন বাদিয়ার ঘাটে নকশিকাথা(র মাঠ) পরে মা যে জননী কান্দে]
.
(ক)নক্সীকাঁথার মাঠ (১৯২৯)
(খ)সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
(গ) মা যে জননী কান্দে (১৯৬৩)
-------------------------------------------------
৮) ®® কবির নির্বাচিত
কবিতার সংকলন গ্রন্থঃ রবীন্দ্রনাথের যেমন সঞ্চয়িতা নজরুলের যেমন সঞ্চিতা; জসীম উদ্দীনের তেমনি সুচয়নী।
-------------------------------------------------
৯) ®® তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থঃ ‘নক্সীকাঁথার মাঠ'(১৯২৯)।এটি ই.এম মিলফোর্ড কর্তৃক ১৯৩৯ সালে ‘ The Field of Embroidery Quilt’ নামে ইংরেজিতে অনূদিত
------------------------------------------------
১০)‘বোবা কাহিনী’ (১৯৬৪) তাঁর
একমাত্র উপন্যাস ।

No comments:

Post a Comment