বাংলাদেশ বিষয়াবলী ৭১

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী 
১। ১৯৭১ সালে ৭ মার্চের জনসভায় উপস্থিত ছিল কতজন মানুষ?
- প্রায় ১০ লক্ষ 
২। ২৫ শে মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধুর শর্ত ছিলো কতটি ?
- ৪ টি
৩।খেউড় গানের আসর হয় কোথায় ?
শহরাঞ্চলে
৪। বাংলা কীর্তন গানের কাহিনী আসে কোথা থেকে ?
- রাধা ও শ্রীকৃষ্ণকীর্তন
৫। জাতির মননের প্রতীক কোনটি?
- বাংলা একাডেমী
৬। প্রাচীনকালে বাংলায় কোন কাপড়ের সুনাম ছিল?
- দুকূল কাপড়ের
৭। বাংলাদেশে প্রচুর পোড়ামাটির কাজ রয়েছে কোন বিহারে ?
সোমপুর বিহারে
৮। মোঘল যুগে সোনারগাঁ বিখ্যাত ছিলো কেন?
- মসলিন শাড়ির জন্য
৯। আন্টাঘর ময়দান বর্তমানে কী নামে পরিচিত ?
= বাহদুর শাহ পার্ক
১০ । বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি?
- ঢাকেশ্বরী
১১। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম কী ?
= দকশাড়ি
১২। চাকমা মেয়েদের পরনের কাপড়ের
নাম - পিনোন
১৩। চেয়ারম্যানসহ কতোজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত
- ২১ জন
১৪। সরকারের ধরন গুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য
- ৪ টি
১৫। জাতীয় জনসংখ্যা দিবস
- ২ রা ফেব্রুয়ারি
১৬। দেশে বর্তমানে ইউরিয়া সার - কারখানা আছে কতটি?
=৬
১৭ । অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি ?
- পোশাক শিল্প
১৮ । বর্তমানে বাংলাদেশের সম্ভাবনা শিল্প কোনটি?
- ওষুধ শিল্প
১৯ । বাংলাদেশের প্রথম মিশন
- কলকাতায়
২০ । " ভাগ করো, শাসন করো " - নীতির প্রবক্তা? - ব্রিটিশরা
২১। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন -
ফখরুদ্দিন মোবারক শাহ

No comments:

Post a Comment