#সাম্প্রতিক_তথ্য
#খুব খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নঃ- নিবন্ধন, ৪১তম বিসিএস প্রিলি এবং NSI সহ সকল চাকুরীর জন্য
১. বাংলাদেশ গ্রাম উপস্থিত...... #কাশ্মীরে।
২.রূপসী বাংলা গ্রাম...... #আইভরিকোষ্টে।
৩.বাংলাদেশে প্রথমবারের মতো এনআইডি ( জাতীয় পরিচয়পত্র) যাচাই করার জন্য চালুকৃত অনলাইন গেটওয়ে সার্ভারের নাম---#পরিচয়।
৪. ২০২০ সালের বই মেলায় প্রকাশিত হবে বঙ্গবন্ধুর ৩য় গ্রন্থ 'নয়া চীন' ভ্রমন। (গ্রন্থটিতে ১৯৫২ থেকে ১৯৫৭ সালে চীন সফরে নানা অভিজ্ঞতা) ৫. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত নতুন বোয়িং ৭৮৭ ও ৭৮৮ ড্রিমলাইনার... #গাঙচিল।
৬. দেশে মোট বীরাঙ্গনা.....#৩২২।
৭. ১৭ এপ্রিল, ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন...#আব্দুল মান্নান কিন্তু শপথ পড়ান #অধ্যাপক ইউসুফ আলী।
০৮. জাতিসংঘে বঙ্গবন্ধুকে কী উপাধীতে ভূষিত করার প্রস্তাব ওঠে....#বিশ্ববন্ধু
০৯. শেখ মুজিবুর রহমানকে কোন অবদানের জন্য 'বঙ্গবন্ধু' উপাধীতে ভূষিত করা হয়....#ছয় দফার জন্য
১০. বিশ্ব ব্যাংকের হিসেবে প্রবাসী আয়ের ২০১৯ সালের হিসেবে বাংলাদেশের অবস্থান.....#১১তম
১১. কোনটির জরিপে শেখ হাসিনাকে ৩য় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হয়.....#দ্যা স্ট্যাটিসটিক্স।
১২. UNCTAD এর ২০১৯ সালের বিনিয়োগ ও বাণিজ্য প্রতিবেদন অনুসারে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ...#চীন
১৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০১৯ সালের উন্নয়ন সূচকে বাংলাদেশের প্রাপ্তর সূচক মান-....#৪।
১৪. ২০১৯ সালের মে মাসে কোন দেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়....#সুইজারল্যান্ডে
১৫. 'বাইদু' কোন দেশের সার্চ ইঞ্জিন...#চীন
১৬॥ জনশক্তি রপ্তানির বাংলাদেশের নতুন বাজার - জাপান
No comments:
Post a Comment