Recent General Knowledge for job exam
1. বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে ---সৌদি আরব (২য় মালয়েশিয়া)
2. বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী রেমিটেন্স আসে --সৌদি আরব থেকে (২য় সংযুক্ত আরব আমিরাত)
3. রেমিটেন্স অর্জনে বাংলাদেশ---৯ম (১ম ভারত)
4. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে --যুক্তরাষ্ট্র থেকে
5. বর্তমানে বাংলাদেশে স্থলবন্দর রয়েছে-- ২৪টি
(২৪ তমটি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ )
6. বর্তমানে বাংলাদেশে নদীবন্দর রয়েছে-- 33 টি
(33 তমটি কাজিপুর সিরাজগঞ্জ)
7. বর্তমানে বাংলাদেশে সমুদ্রবন্দর রয়েছে--৩টি।
(চট্টগ্রাম, মংলা, পায়রা)
8. বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে--৩টি(ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
9. দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে--সৈয়দপুর
10. বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি হবে--২০২১সালে।
No comments:
Post a Comment