চালু হলো দেশের ৩য় ড্রিমলাইনার -গাঙচিল


চালু হলো দেশের ৩য় ড্রিমলাইনার -গাঙচিল
এর আগে 
বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া ১ম বিমানটির নাম - ড্রিমলাইনার -৭৮৭-৮ সিরিজের আকাশবীণা । ২০১৮ সালের ১ সেপ্টেম্বর ড্রিমলাইনারের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। বিমা‌নের বহরে যুক্ত হবে মোট চারটি ড্রিমলাইনার। এগু‌লোর নাম হ‌লো, আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস(হবে)। 

প্রস্তুতকারক : বোয়িং ( USA) 

ড্রিমলাইনারের সুবিধা :


১। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট দিয়ে উড়ে যেতে পারবে ড্রিমলাইনার।


২।অাকা‌শে ব‌সেই পাওয়া যা‌বে ওয়াই-ফাই সুবিধা


৩।অাকাশবীনায় বসে যখন-তখন আপনজনের কাছে ফোন করা যাবে। এ জন্য বিশেষ একধরনের ফোনসেট দেওয়া হবে


৪।রাতের বেলা যখন ড্রিমলাইনার চলতে থাকবে আকাশে, তখন এর কেবিন থাকবে শান্ত-নির্জন। মুড লাইট সিস্টেমের কারণে আকাশচারীদের মনে হবে, চোখের সামনে নক্ষত্ররা যেন জ্বলছে মিটমিট করে


৫।অন্যান্য উড়োজাহাজের চেয়ে ২০ শতাংশ জ্বালানি-সাশ্রয়ী এই ড্রিমলাইনার। অারও ক‌য়েকটা তথ্য দেই। এর ককপিট হবে পেপারলেস। পাইলটরা আইপ্যাড ব্যবহার করে উড়োজাহাজ পর্যবেক্ষণ করবেন। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, ঢাকায় বিমানের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ড্রিমলাইনারের যোগাযোগ থাকবে সব সময়।



No comments:

Post a Comment