সফলতার পথে কোন কিছুই বাঁধা হতে পারে না....

সফলতার পথে কোন কিছুই বাঁধা হতে পারে না....
১.ভোর রাতে সন্তান জন্ম দিয়ে সকাল
বেলা বিসিএস এর লিখিত পরীক্ষা
দিয়ে জাতীয় মেধাবীদের মধ্যে ১১ তম হওয়া
মেয়েটির নাম ছিল- সুপর্না দে।
.
.
২.বাজারের পান বিক্রেতার মেয়েটিও
বিসিএস পরীক্ষা দিয়ে একদিন হয়ে যায়
ম্যাজিস্ট্রেট, নাম ছিল - সালমা খাতুন।
.
.
৩.স্টেশনে কাজ করা,, অর্থাৎ কুলির
ছেলেটিও হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা,
ছেলেটির নাম ছিল - সাব্বির রহমান।
.
.
৪.শহরের রিকশাচালক চাচার
ছেলেটি, যাকে ঈদেও নতুন জামা কিনে
দিতে পারতেন না। সেই ছেলেটিও এ.এস.পি
হয় বিসিএস এর কল্যানে।
.
.
.
পরীক্ষার হলে সবাই সমান।
তখন পরীক্ষক দেখেন না কে ফর্সা বা কে কালো অথবা কে চেয়ারম্যান এর ছেলে কিংবা কে এমপির মেয়ে।
.
.
সফল হওয়ার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড
দরকার হয়না, দরকার হয় একটা সাহসী
মানসিকতার, অধ্যাবসায় আর সময়ের সঠিক ব্যবহার।
.
.
স্বপ্ন টা সত্যি করার দায়িত্ব কেউ নিবেনা।
তোমাকেই করতে হবে।
নিজের গল্পটা নিজেকেই তৈরি করতে হয়।
পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।
তবেই,
একদিন তুমিও হয়ে যাবে কিছু মানুষের আইডল।

No comments:

Post a Comment