আগস্ট মাসের আপডেট_তথ্য General Knowledge Update Info of August 2019

আগস্ট মাসের আপডেট_তথ্য General Knowledge Update Info of August 2019


১। ‘এশিয়ার নোবেল’ খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০১৯ বিজয়ীঃ
(i) রবিশ কুমার ( ভারত)।
(ii) কো সোয়ে উইন (মিয়ানমার)
(iii) আংখানা নীলাপাইজিৎ‌ (থাইল্যান্ড)
(iv) রয়মুন্ডো পুজান্তে (ফিলিপাইন)
(iv) কিম জং কি (দক্ষিণ কোরিয়া)।
শুক্রবার (২ আগস্ট, ২০১৯ ইং ) ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি এবারের মনোনীতদের তালিকা প্রকাশ করেন।
.
২। বিশ্বব্যাংকের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা
ক্রিস্টালিনা জর্জিভা । চেয়ারম্যান > ডেভিট ম্যালপাস
৩। ৬টি প‌রিবর্তনশীল সাম্প্র‌তিক তথ্যঃ
1.ইরা‌নের বর্তমান মুদ্রার নাম: তুমান (পূ‌র্বে ছি‌লো: রিয়াল)।
2.দে‌শের ২৪তম স্থলবন্দর: ভোলাগঞ্জ, কোম্পা‌নিগঞ্জ, সি‌লেট।
3.দে‌শে বর্তমা‌নে বীরাঙ্গনা সংখ্যা: ৩২২ জন। (পূ‌র্বে ছি‌লো: ২৭১ জন।)
4.কাজাখস্তা‌নের নতুন রাজধানীর নাম: নূর সুলতান (পূ‌র্বে ছি‌লো: আস্তানা)।
5.মে‌সি‌ডো‌নিয়ার বর্তমান নাম: উত্তর মে‌সি‌ডো‌নিয়া। (ত‌বে বর্তমা‌নে গ্রী‌সে মে‌সি‌ডোনিয়া না‌মে এক‌টি প্র‌দেশ র‌য়ে‌ছে।)
6.সোয়া‌জিল্যা‌ন্ডের বর্তমান নাম: কিংডম অব ইসওয়া‌তি‌নি।
৪। বাংলাদেশে প্রথমবারের মতো এনআইডি ( জাতীয় পরিচয়পত্র) যাচাই করার জন্য চালুকৃত অনলাইন গেটওয়ে সার্ভারের নাম কি?
=পরিচয়
৫।ভারতে বর্তমান রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তরঃ২৮টি।
২.ভারতের কেন্দ্রীয় শাসনের অধীনের রাজ্য বা ইউনিয়েন টেরিটরির সংখ্যা কয়টি?
উত্তরঃ ৯টি
৩। ভারতের সর্বশেষ রাজ্য কোনটি ?
উত্তরঃ তেলেঙ্গানা।
☞অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ নিয়ে একটা অংশ আলাদা হয় যেটার নাম তেলেঙ্গানা, ২০১৪ সালে। ওটা ছিল ভারতের ২৯ নাম্বার রাজ্য। কিন্তু কাশ্মীর যেহেতু আইন অনুযায়ী আর রাজ্য নয় তাই রাজ্যের সংখ্যা ১ কমে গিয়ে এখন ২৮টি রাজ্য।
/
৬। বাংলাদেশের বর্তমান স্থলবন্দরের সংখ্যা -২৪টি
২৪তম স্থলবন্দর
সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ
সূত্র : প্রথম আলো
সংগ্রহকৃত জাকির ভাইয়ের পেইজ হতে

No comments:

Post a Comment