চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

  চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। 


১।বাংলা একাডেমির নতুন সভাপতি' হিসেবে নিয়োগ পেয়েছেন– একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক 'সেলিনা হোসেন'।

২।জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি' নির্বাচিত হয়েছেন– বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি 'রাবাব ফাতিমা'।
৩।২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'একুশে পদক' পাচ্ছেন– '২৪ জন' বিশিষ্ট নাগরিক।
৪।দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে দূষিত জেলা- গাজীপুর, ২য়- ঢাকা, ৩য়- নারায়ণগঞ্জ।
সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা- মাদারীপুর।
৫।বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা : ২৫,২৮৪ মেগাওয়াট ।বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা : ১৫১টি | 
৬।বঙ্গবন্ধু স্যাটেলাইট-০২
নির্মাণ ও উৎক্ষেপণ করবে: গ্লাভকসমস (রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান)।
উৎক্ষেপণের সময়কাল: ২০২৩ সালে (সম্ভাব্য)।

No comments:

Post a Comment