চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

 চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। 


১। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।

২। ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।

৩। সাদা সোনা বলা হয় – চিংড়িকে।

৪। বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।

৫। গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।

৬। আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।

৭। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।

৮। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।

৯। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।

১০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।

১১। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।

১২। ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।

১৩। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।

১৪। চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।

১৫। ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার - ৬.৯৪%

১৬। আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল।

১৭। প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।



No comments:

Post a Comment