১৬টি মৌলিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ লাগে।

১৬টি মৌলিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ লাগে। 



কিন্তু যে জন্মসনদ পেতেই সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, গ্যাস-পানি-টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্রেড লাইসেন্স, জমির নিবন্ধনসহ ১৬টি মৌলিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ লাগে। কিন্তু নাগরিক সেবা সহজ করার জন্য যে জন্মসনদ, সেটি পেতেই সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে। 


আবার যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর, তাদের সনদ পেতে হলে মা-বাবার জন্মসনদ থাকা বাধ্যতামূলক। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সেটি করতে গিয়ে আরও বেশি ভোগান্তিতে পড়ছে মানুষ। কারণ, ২০১১ সালের আগে করা সনদগুলো বাতিল হয়ে গেছে। এখন সন্তানের সনদ করতে স্বামী-স্ত্রী দুজনকেই নতুন করে সনদ নিতে দৌড়াতে হচ্ছে কাউকে গ্রামে, কাউকে শহরে। অথচ গোটা কার্যক্রমটি ডিজিটাল করা হয়েছে, এর জন্য লোকবলকে প্রশিক্ষিত করা হয়েছে, দেওয়া হয়েছে সরকারি বরাদ্দও। কিন্তু সার্ভারে তথ্য হালনাগাদ করা হয়নি। এখন আগের সনদ বাতিলের দায় কেন জনগণকে নিতে হবে।



 

No comments:

Post a Comment