Correction of Sentence:
-----------------------------------------
১. let এর পর infinitive হবে না।
Incorrect: I was let to use his pen.
Correct: I was let use his pen.
২. অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে avenge এবং নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে revenge বসে।
Incorrect: He avenged his insult.
Correct: He revenged of his insult.
৩. not যুক্ত subject, verb গ্রহণ করে না।
Incorrect: Karim and not I am responsible.
Correct: Karim and not I is responsible.
৪. সত্য বলতে speak, মিথ্যা বললে tell.
Incorrect: Don't speak a lie.
Correct: Don't tell a lie.
৫. কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরুপ বুঝালে present perfect continuous tense হবে।
Incorrect: I am here for about a week.
Correct: I have been here for about a week.
৬. মানুষ বেড়ে ওঠা বুঝাতে grow up এবং ফসল জম্নানো বুঝাতে grow বসে।
Incorrect: Jute grows up in Bangladesh.
Correct: Jute grows in Bangladesh.
৭. বস্তু ডুবে গেলে sink এবং প্রাণী ডুবে গেলে drown বসে।
Incorrect: The man sank.
Correct: The man drowned.
৮. স্থান ত্যাগ করা বুঝাতে leave এবং অভ্যাস ত্যাগ করা বুঝাতে give up বসে।
Incorrect: He left smoking.
Correct: He gave up smoking.
৯. গঠনকারী উপাদান একের অধিক হলে make up of বসে।
Incorrect: The team is made of 11 players.
Correct: The team is made up of 11 players.
১০. জাত, বংশ, অর্থনৈতিক অবস্থা বুঝাতে born of বসে।
Incorrect: Samad Azad and Md Selim were born in rich parents.
Correct: Samad Azad and Md Selim were born of rich parents.
No comments:
Post a Comment