বিসিএস প্রিলি + লিখিত + ভাইভা
২১ শে ফেব্রুয়ারির ২১টি গুরুত্বপূর্ণ তথ্য
***ভাষা আন্দোলন ***
১.তমুদ্দিন মজলিশ -১ সেপ্টেম্বর , ১৯৪৭।
২.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ-১ অক্টোবর , ১৯৪৭।
৩.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ- ২ মার্চ, ১৯৪৮।
৪.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ- ৩০ জানুয়ারি, ১৯৫২।
৫.পাকিস্তানের Constituent Assembly এর ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেন- ধীরেন্দ্রনাথ দত্ত(১৯৪৮)।
৬."আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি " গানের রচয়িতা- আব্দুল গাফ্ফার চৌধুরী।
৭."আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি " গানের সুরকার- আলতাফ মাহমুদ পরে-আব্দুল লতিফ।
৮.পাকিস্তানের ২য় রাষ্ট্রভাষা হিসেবে "বাংলা "সাংবিধানিক স্বীকৃতি পায়- ২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬।
৯.বাংলা ২য় রাষ্ট্রভাষা- সিয়েরা লিওনে।
১০."কুমড়ো ফুলে ফুলে নুয়ে পরেছে লতাটা খোকা তুই কবে আসবি" -আবু জাফর ওবায়দুল্লাহ।
১১.প্রথম ভাষা শহীদ - রফিক
১২.ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ।
১৩.সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১৫ নম্বরে -ভাষা আন্দোলনের শহীদ।
১৪.'একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক -হাসান হাফিজুর রহমান।
১৫.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি -
হামিদুর রহমান।
১৬.একুশের প্রথম উপন্যাস -আরেক ফাল্গুন
(জহির রায়হান)
১৭.একুশের প্রথম নাটক=কবর।
১৮.কবর নাটকটি মুনীর চৌধুরী রচনা করেন-১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কেন্দ্রীয় কারাগারে।
১৯.আন্তর্জাতিক পর্যায়ে একুশের স্বীকৃতিঃ
জাতিসংঘ -২০০৮
২০.ইউনেস্কো -১৯৯৯(১৭ নভেম্বর)(৩১ তম সম্মেলনে;মোট দেশ -১৮৮টি দেশ পালন করে।)
২১.১৯৫২ সালের আগে ভাষা দিবস পালিত হত-১১ মার্চ।
No comments:
Post a Comment