৪১তম বিসিএস প্রস্তুতিঃ আজ ১৪ ফেব্রুয়ারিঃ সুন্দরবন দিবস
================================
আসুন এক নজরে সুন্দরবনকে জেনে নেইঃ
@সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি.মি। যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে অবস্থিত ।
@সুন্দরবনের মোট আয়তেনের ৬২% বাংলাদেশের
বাংলাদেশের ৫ জেলায় অবস্থিত : খুলনা , বাগেরহাট , পটুয়াখালি , বরগুনা , সাতক্ষীরা
সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় - বদ্বীপ
@সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।
সুন্দরবনের অপর নাম - বাদাবন, গরান বন
@সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম টাইডাল/স্রোতজ বন
@সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন।
@সুন্দরবন এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি।
@সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী। প্রায় ৭০%।
@সুন্দরবনকে ইউনেস্কো ৬ই ডিসেম্বর,১৯৯৭ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
@সুন্দরবনের তিনটি অভয়ারণ্য হলো কটকা , দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া।
@সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি।
@হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল সুন্দরবনের ভিতরে প্রবাহিত প্রধান দুটি নদী।
সুন্দরবনের পূর্বে বালেশ্বর ও পশুর এবং পশ্চিমে রায় মঙ্গল নদী প্রবাহিত হয়েছে
@সুন্দরবনে অবস্থিত পয়েন্ট ৩ টি। হিরণ পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট।
@দেশের ব্যবহৃত কাঠের প্রায় ৬০ ভাগ আসে সুন্দরবন থেকে।
@সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত পদ্ধতির নাম পাগমার্ক।বর্তমানে বাংলাদেশে অংশে বাঘের সংখ্যা -১০৬টি ।
সুন্দরবন থেকে ১৪ কি. মি. দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে !
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন।’
No comments:
Post a Comment