আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - পার্ট ১
=================================================
১. বিশ্ব জলবায়ু সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ কোনটি?
ক)মালদ্বীপ
খ)বাংলাদেশ
গ)হন্ডুরাস
√ঘ)পুয়ের্তোরিকো
২. মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয় কবে
ক)৮ মে, ২০১৮
খ)৮ জুন, ২০১৮
√গ)১৪ মে, ২০১৮
ঘ)২৭ ফেব্রুয়ারি, ২০১৯
৩. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?
√ক)১৯৪৭ সালে
খ)১৯৯৯ সালে
গ)২০১৮ সালে
ঘ)২০১৯ সালে
৪. বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ রয়েছে কোন দেশের
ক)দক্ষিণ কোরিয়া
খ)যুক্তরাজ্য
√গ)যুক্তরাষ্ট্র
ঘ)সিংগাপুর
৫. What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
√ঘ)Open Diplomacy
৬. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?
ক)বেলজিয়াম ও ইতালি
√খ)তুরস্ক ও গ্রীস
গ)ইতালি ও ফ্রান্স
ঘ)তুরস্ক ও জার্মানি
৭. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক)চীন
খ)বাংলাদেশ
√গ)ভারত
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র
৮. UNESCO এর বর্তমান সদস্য কত?
ক)১৯৫
খ)১৯২
গ)১৯৪
√ঘ)১৯৩
৯. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
ক)১৯৯৭
√খ)১৯৯৮
গ)১৯৯৯
ঘ)২০০০
১০. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক)ইন্দোনেশিয়া
√খ)মালয়েশিয়া
গ)তাইওয়ান
ঘ)ফিলিপাইন
১১. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে বাংলাদেশ কততম?
ক)১ম
খ)৫ম
√গ)৯ম
ঘ)১০ম
১২. ২০১৮ সালে নিম্নের কোন সংস্থার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৩ দফা প্রদান করে?
ক)UNSC
খ)UNGA
গ)UNHRC
√ঘ)UNHCR
১৩. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক)Global War
খ)First World War
√গ)Great War
ঘ)European War
১৪. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
√ক)বাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ)রোসাং
গ)রোহাং
১৫. ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক)মুসোলিনী
খ)হিটলার
√গ)নিতসে
ঘ)বিসমার্ক
১৬. ঘ)রাখাইনের ছিন্নমূল জনগোষ্ঠী
একেপি নেতা-
ক)মোহাম্মদ বিন সালমান
খ)জামাল খাসোগি
√গ)এরদোয়ান
ঘ)এদুয়ার্দো
১৭. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক)১২৮ টি দেশ
√খ)০৯ টি দেশ
গ)০৩ টি দেশ
ঘ)১৭ টি দেশ
১৮. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়?
ক)নাইজেরিয়া
খ)লিবিয়া
গ)ভেনিজুয়েলা
√ঘ)কাতার
১৯. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?
ক)১ সেপ্টেম্বর, ২০১৭
√খ)১ অক্টোবর, ২০১৭
গ)১ নভেম্বর, ২০১৭
ঘ)১ ডিসেম্বর, ২০১৭
২০. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
√ক)ইসরাইল-সিরিয়া
খ)তুরস্ক-সিরিয়া
গ)ইসরািল-লেবানন
ঘ)মিসর-ইসরাইল
No comments:
Post a Comment