Bangladeshi Constitution and Bangabandhu Sheikh Mujibur Rahman - বাংলাদেশের সংবিধান ও বঙ্গবন্ধু

 বাংলাদেশের সংবিধান ও বঙ্গবন্ধু

*************************


1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -

উত্তর: ৪৭


2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: চতুর্থ


3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তর: তৃতীয় ভাগে


প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

উত্তর: ১১৭


4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

উত্তর: ধারা ২৭


5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

উত্তর: ১৫ তম


6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?

উঃ- ২৩ মার্চ, ১৯৭২।


7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?

উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।


8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?

উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।


9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?

উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।


10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।


11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?

উঃ- ৩৪ জন।


12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

উঃ- ডঃ কামাল হোসেন।


13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

উঃ- বেগম রাজিয়া বেগম।


14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?

উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।


15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?

উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।


16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

উঃ- ১১ টি।


17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?

উঃ- ১৫৩ টি।


18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?

উঃ- আবদুর রাউফ।


19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?

উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।


20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?

উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।


21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?

উঃ- ২ মেয়াদকাল।


22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?

উঃ- রাষ্ট্রপতি।


23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।


24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?

উঃ- স্পিকারের উদ্দেশ্যে।


25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?

উঃ- রাষ্ট্রপতি।


26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?

উঃ- রাষ্ট্রপতি।


27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?

উ:১২টি।


28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?

উঃ- সুপ্রীম কোর্ট।


29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?

উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ


30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?

উঃ- ৬৭ বছর পর্যন্তু।


31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?

উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।


32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?

উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?

উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?

উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?

উঃ- ১১ অনুচ্ছেদ।


36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?

উঃ- ১৪ অনুচ্ছেদ।


37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?

উঃ- ২২ অনুচ্ছেদ।


38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?

উঃ- ২৭ অনুচ্ছেদে।


39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।


40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?

উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।


41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।


42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।


43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।


44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।


45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।


46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।


47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।


48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।


49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।


50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?

উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।


51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?

উঃ- ৭৪ অনুচ্ছেদ।


52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?

উঃ- ৭৭ অনুচ্ছেদে।


53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?

উঃ- ১৯৮০ সালে।


54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?

উঃ- ১৭ টি।


55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?

উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।


56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?

উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।


58) বাংলাদেশের আইন সভার নাম কি?

উঃ- জাতীয় সংসদ।


59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?

উঃ- ১৯৬২ সালে।


60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উঃ- লুই আই কান।


61) লুই আই কান কোন দেশের নাগরিক?

উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।


62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?

উঃ- হ্যারি পাম ব্লুম।


63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?

উঃ- ১৯৬৫ সালে।


64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?

উঃ- ২১৫ একর।


65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?

উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।


66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?

উঃ- ৯ তলা।


67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?

উঃ- ১৫৫ ফুট।


68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?

উঃ- শাপলা ফুল।


69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?

উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।


70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?

উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।


71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?

উঃ- ৩৫০ টি।


72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?

উঃ- ৩০০ টি।


73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?

উঃ- ৫০ টি।


74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?

উঃ- পঞ্চগড়-১।


75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?

উঃ- বান্দরবান।


76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?

উঃ- স্পিকারের ভোটকে।


77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?

উঃ- ৬০ দিন।


78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।


79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?

উঃ- ৩০ দিন।


80) সংসদ অধিবেশন কে আহবান করেন?

উঃ- রাষ্ট্রপতি।


81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?

উঃ- ৬০ জন।


82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?

উঃ- দুই-তৃতীয়াংশ।


83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?

উঃ- ৯০ কার্যদিবস।


84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?

উঃ- শাহ আব্দুল হামিদ।


85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?

উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।


86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?

উঃ- ১৯৩৭ সালে।


87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?

উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।


88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?

উঃ- এডভোকেট আবদুল হামিদ।


89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?

উঃ- সুপ্রীম কোর্ট।


90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?

উঃ- বিচারপতি এম ইদ্রিস।


91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?

উঃ- নুরুল হক


92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?

উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।


93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?

উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।


94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।


95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?

উঃ- ২০তম।


96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

উঃ- তাজউদ্দিন আহমেদ।


97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?

উঃ- ১৪ তম।


98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?

উঃ- ৩৫ বছর।


99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?

উঃ- ২৫ বছর।


100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?

উঃ- ২৫ বছর।


101. প্রশ্ন: সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের?

উত্তর: ৩


102. প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কতটি?

উত্তর: ৫


103. প্রশ্ন: যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো--

উত্তর: ৪৭


104. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন” বলা আছে?

উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে


105. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?

উত্তর: ৬ (২)


106. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?

উত্তর: ২৮


107. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?

উত্তর: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান


108. প্রশ্ন: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২


109. প্রশ্ন: বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?

উত্তর: দ্বাদশ


110. প্রশ্ন: চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: মহিলাদের সংরক্ষিত আসন


111. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?

উত্তর: ৫৬ (২) ধারা


112. প্রশ্ন: 'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?

উত্তর: ৮১ (১)


113. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?

উত্তর: ১৩৭


114. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?

উত্তর: জাতীয় সংসদ


115. প্রশ্ন: সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?

উত্তর: ৯৩ (১)


116. প্রশ্ন: 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?

উত্তর: ৭


117. প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?

উত্তর: ৭৭ নং অনুচ্ছেদে


118. প্রশ্ন: ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম -

উত্তর: House of Nation


119. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে


120. প্রশ্ন: সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়?

উত্তর: এক-দশমাংশ


121. প্রশ্ন: সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -

উত্তর: রাষ্ট্রের মৌলিক আইন


122. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।

উত্তর: জনগনের সেবা করিবার


123. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল?

উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫


124. প্রশ্ন: জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -

উত্তর: দ্বিতীয় সংশোধনীতে


125. প্রশ্ন: বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে' বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের -

উত্তর: ৪২ নং অনুচ্ছেদ


126. প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি 

উত্তর: সাংবিধানিক সংস্থা


127. প্রশ্ন: সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?

উত্তর: ১১৮ নং অনুচ্ছেদে


128. প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?

উত্তর: দ্বাদশ


129. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে?

উত্তর: ১১ টি


131. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?

উত্তর: ১৫২


132. প্রশ্ন: সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?

উত্তর: সাংবিধানিক স্থায়ী কমিটি


133. প্রশ্ন: ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?

উত্তর: ১৯৮৮


135. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি?

উত্তর: ৭ টি


137. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?

উত্তর: ১৭ নং ধারা


138. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?

উত্তর: শেখ মুজিবুর রহমান


139. প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?

উত্তর: ৮ম


140. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -

উত্তর: বেগম রাজিয়া বানু


141) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?

উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।


142) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উঃ- সংবিধান।


143) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?

উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।


144) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উঃ- ভারত।


145) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উঃ- আমেরিকা।


146. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?

উত্তর: বাংলাদেশ সরকারী কর্মকমিশন


147. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?

উত্তর: সুপ্রিমকোর্ট


148. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?

উত্তর: ১২১ নং অনুচ্ছেদে


149. প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন -

উত্তর: দুই-তৃতীয়াংশ


150. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন?

উত্তর: ৬ (২)


151. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?

উত্তর: ২৮ (৪)

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি

======================== 

#বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।


১.স্বাধীনতার ঘোষক কে?

উঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২.বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল?

উঃ খোকা

৩. বঙ্গবন্ধুর উচ্চতা কত ছিল?

উঃ ৫ফিট ১১ ইঞ্চি।

৪. বঙ্গবন্ধু কোন রোগে ভুগিতেছিলেন?

উঃ বেরিবেরি (১৪ বছর বয়সে)

৫. তার চোখের কি রোগ ছিল?

উঃ গ্লুকোমা

৬. তিনি চশমা ব্যবহার করেন কবে থেকে?

উঃ ১৯৩৬ সাল থেকে।

৭. বঙ্গবন্ধুর বাড়ি কোথায়?

উঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়, বাইগার নদীর তীরে।

৮.বঙ্গবন্ধু বাংলা ও ইংরেজি কত সালে জন্মগ্রহন করেন?

উঃ বাংলা১৩২৭ সনের ২০ শে চৈত্র এবং ইংরেজি

১৯২০ সালের ১৭ই মার্চ।(রাত ৮ টায়)

৯. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?

উঃ শেখ ফজিলাতুন্নেসা মুজিব(ডাক নাম রেনু)

১০.মুজিব শব্দের অর্থ কি?

উঃ উত্তরদাতা

১১.বঙ্গবন্ধুরা মোট কয় ভাইবোন?

উঃ ২ভাই ৪বোন (ভাইবোনদের মধ্যে মুজিব ৩য়)

১২. অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৩. অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন কে?

উঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪.বইটি ইংরেজিতে অনুবাদ করে কে?

উঃ ড. ফকরুল আলম।

১৫. বইটির রচনাকাল কত?

উঃ ১৯৬৬-৬৯

১৬.অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় অনূদিত হয়?

উঃ ১৩

১৭.কারাগারের রোজনামচারর লেখক কে?

উঃ শেখ মুজিবুর রহমান

১৮. বইটির নামকরন করেন কে?

উঃ শেখ রেহানা

১৯. বইটির বঙ্গবন্ধুর দেয়া নাম ছিল কি?

উঃ থালা বাটি কম্বল জেল খানার সম্বল।

২০.আমার কিছু কথা বইটির লেখক কে?

উঃ শেখ মুজিবুর রহমান

২১.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পিতার নাম?

উঃ শেখ লুৎফুর রহমান।

২২.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাতার নাম?

উঃ সায়েরা খাতুন। 

২৩.বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?

উঃ আইন বিভাগের। 

২৪.আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

উঃ রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। 

২৫. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৬. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?

উঃ তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

২৭. কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

উঃ রেসকোর্স ময়দানে।

২৮. বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?

উঃ ৫ ডিসেম্বর, ১৯৬৯

২। জাতির জনক> ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে

৩। রাজনীতির কবি(Poet of politics) > ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে। 

৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়। 

৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২। 

৬। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।

৭।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।

৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।

৯।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়। 

১০।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯। 

১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩। 

১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।

১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।

/

১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ

.................................................

১।৩মার্চ পল্টন ময়দানে "স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ" কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।

২।এপ্রিল মাসে "নিউজ উইক" ম্যাগাজিন ওনাকে "Poet of Politics" (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।

৩।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল "সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস"।

===============

বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন

---------------------------------------------------

(১) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?

উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

(৩) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?

উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৪) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?

উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

(৫) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?

উত্তর: ২৪ নম্বর কক্ষে।

(৬) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?

উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

(৭) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?

উত্তর: ১৯৪৬ সালে।

(৮) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?

উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

(৯) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?

উত্তর: আইন বিভাগের।

(১০) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?

উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

(১১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?

উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

(১২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?

উত্তর: যুগ্ম সম্পাদক।

(১৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

(১৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?

উত্তর: গোপালগঞ্জ আসনে।

১৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?

উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

(১৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?

উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

(১৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?

উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

(১৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?

উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

(১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

(২০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

উত্তর: লাহোর প্রস্তাব

(২১) ছয়দফার প্রথম দফা কি ছিল?

উত্তর: স্বায়ত্বশাসন

(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?

উত্তর: ছয় দফা।

(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?

উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।

(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?

উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

উত্তর: রেসকোর্স ময়দানে।

(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?

উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?

উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।

(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?

উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

(৩২) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

(৩৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

(৩৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

(৩৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?

উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

(৩৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

(৩৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

(৩৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?

উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল

(৪০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

===========================

বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?

-----------------------------------

ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫

বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২

আরবি ৮ শাবান ১৩৯৫

সেদিন শুক্রবার ছিল।

২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বা তিনি কোথায় ছিলেন?

144 ভঙ্গকরলে তাঁকে জেলে যেতে হয়।

বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল কতটি?

১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)/২৯টি(সজীব ভাইভা/ওরাকল এ বই)?

বঙ্গবন্ধুকে কিভাবে গ্রেফতার করা হয়?

#অপারেশন_বিগ _বার্ড

How many times bangabandhu was arrested?

-- কোথাও ১৯ বার আবার কোথাও ২২ বার দেয়া আছে।১ম ১৯৩৮ সালে।

/প্রশ্ন : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন?

-----------------------------------------------------------------------------

১৯৩৮ সালে মার্চ- এপ্রিল প্রথম জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত আত্মজীবনী)

১.১১ ই মার্চ১৯৪৮ শেখ মুজিব প্রথম গ্রেফতার হন।

২.১৪ ই অক্টোবর ১৯৪৯ শেখ মুজিব ২য় বার গ্রেফতার হন।

৩.১১ ই অক্টোবর ১৯৫৮ শেখ মুজিব ৩য় বার গ্রেফতার হন।

৪.৬ ই ফেব্রুয়ারি ১৯৬২ শেখ মুজিব ৪র্থ বার গ্রেফতার হন।

৫.১৮ই জানুয়ারি ১৯৬৮ শেখ মুজিব ৫ম বার গ্রেফতার হন।

৬.২৬ মার্চ ১৯৭১ শেখ মুজিব ষষ্ঠ বার গ্রেফতার হন।

এগুলো উল্লেখ যোগ্য । এছাড়াও অসংখ্যবার তিনি গ্রেফতার হন । কোথাও কোথাও ৩১বারের উল্লেখ আছে।

Bangladesh a nibondhito freedom fighters kotojon eder modhey nari freedom fighters kotojon ?

--204929. Women 203 Jon . সম্প্রতি ৪১জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয । মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়স > ১৩বছর। 

/

1971 মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল?

-- প্রথমে প্রতিবেশী মোশারফ হোসেন এর বাড়িতে, এরপর মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে এবং সবশেষে ১৮ নম্বর রোডে...

বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন,,,,,

১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী

২.বেগম নুরজাহান মোশের্দ - শ্রম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :

১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া

২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা

৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা

৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA

৫. রিসালাদার মোসল


USA

৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।

কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?

-বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০ অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। 

=================

বঙ্গবন্ধুর >> নিউক্লিয়াস

----------------------

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে েএকটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন

১. সিরাজুল আলম খান

২. তোফায়েল আহমেদ

৩. ফজলুল হক মনি

৪.আব্দুর রাজ্জাক

৫.কাজী আরিফ

৬.মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।

বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের নিজের সন্তানদের মতোই আদর করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায় ১৯৬৪সালে বাংলাদেশ স্বাধীন করার কথা প্রচারে আসে। িএবং স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ।

.

.

বঙ্গবন্ধুর >>>>> ৪খলিফা

----------------------------------

নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে দায়িত্ব দেয়া হয় তারা হলেন

১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >>> নূর আলম সিদ্দিকী

২. তত্কালীন ছাত্রলীগের সা. সম্পাদক >>>শাহাজান সিরাজ

৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত ভিপি >>> আ, স. ম , আব্দুর রব

৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত জি, এস >>>আব্দুল কুদ্দুস মাখন

.

.

মুজিব ব্যাটারি

.-------------

স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১সালের ২২জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি‘ ।

.

.

মুজিব বাহিনী

.

--------------------------

১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী 

.

===================

প্রশ্ন:১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?

----পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন

------------

.

বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো 

--অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।'

.

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:

১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২. মুজিব ভাই = এবিএম মুসা

৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ

৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ

৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম

৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ

8. অসমাপ্ত আত্মজীবনী 

৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)

-----------------------------------

/

অসমা্প্ত আত্মজীবনী অনুবাদ 

. ,=================

১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> চাই সি

২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> কাজুহিরো ওয়াতানাবে

৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> ফকরুল আলম

৪।আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি

৫। হিন্দি (প্রস্তাবিত

৬। স্প্যানিশ((প্রস্তাবিত

---------------------------

"অসমাপ্ত আত্নজীবনী" সম্পর্কে কিছু তথ্য।

♦বইয়ের নামঃ

বাংলায় - অসমাপ্ত আত্নজীবনী।

ইংরেজীতে- Unfinished Memoirs.

♦প্রথম প্রকাশঃ ২০১২।

♦প্রকাশকঃ মহিউদ্দিন আহমেদ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।

♦প্রচ্ছদঃ সমর মজুমদার।

♦কম্পিউটার ফরমেটিং: মোঃ নাজমুল হক।

♦কনসাল্টিং এডিটরঃ বদিউদ্দিন নাজির।

♦কম্পিউটার গ্রাফিক্স ও স্ক্যানঃ ধনেশ্বর দাশ চম্পক।

♦গ্রন্থস্বত্বঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট ২০১২।

♦পৃষ্ঠাঃ ৩২৯।

♦মূল্যঃ ৫২৫ টাকা।

♦রচনাকালঃ ১৯৬৬ - ৬৯।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায়।গ্রন্থটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ওনার আত্নজীবনী লিখেছেন।

♦আত্নজীবনীটি প্রকাশে যাঁরা নিরলসভাবে কাজ করেছেনঃ 

শেখ হাসিনা, শেখ রেহানা, আবদুর রহমান রমা, মনিরুন নেছা, ইতিহাসবিদ প্রফেসর এ এফ সালাহউদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী  প্রফেসর শামসুল হুদা হারুন, অধ্যাপক শামসুজ্জামান খান, বেবী মওদুদ।

♦ভূমিকা লিখেনঃ 

শেখ হাসিনা।প্রথমবার ২?

No comments:

Post a Comment