Taken from the pages of history - ইতিহাসের পাতা থেকে নেওয়া।
☞নোবেল চালু → ১৯০১ সালে।
☞ফিফা গঠিত → ১৯০৪ সালে।
☞বঙ্গভঙ্গ → ১৯০৫ সালে।
☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১ সালে।
☞টাইটানিক ধংস → ১৯১২ সালে।
☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩ সালে।
☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪ সালে।
☞রুশ বিপ্লব → ১৯১৭ সালে।
☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯ সালে।
☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯ সালে।
☞ম্যাগনাকার্টা → ১২১৫ সালে।
☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২ সালে।
☞শিল্প বিপ্লব → ১৭৬০ সালে।
☞আমেরিকা মুক্ত → ১৭৭৬ সালে।
☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০ সালে।
☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০ সালে।
☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫ সালে।
☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫ সালে।
☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩ সালে।
☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫ সালে।
☞সুয়েজ খাল খনন → ১৮৬৯ সালে।
☞ফরাসি বিপ্লব → ১৭৮৯ সালে।
☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০ সালে।
☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩ সালে।
☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪ সালে।
☞সিটি বিটি সই হয় → ১৯৯৬ সালে।
☞সিটি বিটি অনুমোদন → ২০০০ সালে।
☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭ সালে।
☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১ সালে।
☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫ সালে।
☞মোঃ আলী মারা যান → ২০১৬ সালে।
☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬ সালে।
☞ঢাবি স্থাপিত → ১৯২১ সালে।
☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩ সালে।
☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯ সালে।
☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা) সনে।
☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫ সালে।
☞জাতিসংঘ → ১৯৪৫ সালে।
☞দেশ বিভাগ → ১৯৪৭ সালে।
☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮ সালে।
☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯ সালে।
☞এভারেস্ট বিজয় → ১৯৫৩ সালে।
☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬ সালে।
☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯ সালে।
☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১ সালে।
☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯ সালে।
☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯ সালে।
☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২ সালে।
No comments:
Post a Comment