Bangabandhu Satellite -1 - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

 Bangabandhu Satellite -1 - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১






বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
১.’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বহনকারী রকেটের নাম -
→ ফ্যালকন-৯।
২. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মেয়াদকাল-
→ ১৫ বছর।
৩. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিজস্ব কক্ষপথে পৌঁছে -
→ ২১ মে ২০১৮।
৪.মহাকাশে ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর অবস্থান -
→ ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশে।
৫. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর ট্রান্সপন্ডার রয়েছে -
→ ৪০টি।
৬.বাংলাদেশ ব্যবহার করবে -
→ ২০টি ট্রান্সপন্ডার।
৭.বাংলাদেশ ভাড়া নিতে পারবে -
→ ২০টি ট্রান্সপন্ডার।
৮. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বাংলাদেশ বুঝে পায় -
→ ৯ নভেম্বর ২০১৮।
৯. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় -
→ ১ অক্টোবর ২০১৯।
১০. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মূল অবকাঠামো তৈরী করে -
→ ফ্রান্সের মহাকাশ সংস্থা ‘থ্যালেস অ্যালেনিয়া স্পেস’।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।[৩] এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে এক বছরে প্রত্যাশা ও প্রাপ্তি:
এই স্যাটেলাইট স্থাপনের মূল উদ্দেশ্য ছিল যেন দেশের দুর্গম অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ স্থাপন, নিরবচ্ছিন্ন সম্প্রচার সেবা নিশ্চিত করা যায়।

প্রাকৃতিক দুর্যোগের সময় ফাইবার অপটিক নেটওয়ার্ক বা ট্রান্সমিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়।

এছাড়া দেশের যে সরকারি বেসরকারি টেলিভিশন স্টেশনগুলো আছে সেগুলোকে এই স্যাটেলাইটের আওতায় আনার পরিকল্পনার কথাও বলা হয়েছিল।

Bangladesh's first satellite 'Bangabandhu Satellite-1' was launched on 12 May 2016. The satellite was successfully launched from Cape Canaveral, Florida, USA. It is named after Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. kalerkantho The main purpose of setting up this satellite was to establish telecommunication in remote areas of the country, to ensure uninterrupted broadcasting services. Even if the fiber optic network or transmission tower is damaged during a natural disaster, the communication system should not be disrupted. With this, the name of Bangladesh was added to the list of the 57th country to launch its own satellite. Space Partnership International, a US-based think tank, was hired in March 2012 to design the artificial satellite system. BTRC has signed an agreement with French company Thales Alenia Space for the purchase of satellite system worth Tk 1,951.65 crore. In 2015, BTRC entered into a formal agreement with the Russian satellite company Interspunic to purchase orbital slots. In 2016, an organization called 'Bangladesh Communication Satellite Company Limited' was formed for the overall management of artificial satellites. Five thousand crore rupees was sanctioned as the initial capital of this company. Bangabandhu Satellite-1 carries a total of 40 KU and C-band transponders with a capacity of 1600 MHz and has a lifespan of about 15 years. Bangladesh and Bangabandhu-1 are written in English on the color design of the red-green flag of Bangladesh on the outer part of the satellite. There is also a monogram of Bangladesh government. The KU band of 'Bangabandhu Satellite-1' includes Bangladesh, India, Nepal, Bhutan, Sri Lanka, Philippines and Indonesia along with its waters in the Bay of Bengal. The Bangabandhu-1 artificial satellite is being controlled from the ground of Bangladesh after its full launch. For this purpose earthworks were set up at Joydevpur in Gazipur district and Betbunia in Rangamati. The main station is the land center of Joydevpur. And the station in Betbunia is kept as an alternative. Not only local companies, but also Bangladesh and several other TV channels of the world are currently using Bangabandhu-1 satellite with transponder rent. Notable countries are Honduras, Turkey, Philippines, Cameroon and South Africa.

No comments:

Post a Comment