The biggest post about the UN for any job test - যে কোন চাকরির পরীক্ষার জন্য জাতিসংঘ নিয়ে সর্ববৃহৎ পোস্ট

The biggest post about the UN for any job test - যে কোন চাকরির পরীক্ষার জন্য জাতিসংঘ নিয়ে সর্ববৃহৎ পোস্ট





জাতিসংঘ নিয়ে সর্ববৃহৎ পোস্ট

🎯 জাতিপুঞ্জ / League of Nations

📌 ১ম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান সরকার মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনকে ১৯১৮ সালের অক্টোবরে একটি সাধারণ যুদ্ধবিরতির আহ্বান জানায়।

📌 এই সাধারণ যুদ্ধবিরতির প্রস্তাবে উড্রো উইলসন তাঁর বিখ্যাত ১৪ দফা পেশ করেন।

📌 উইলসনের ১৪ দফার পরিপ্রেক্ষিতে ১৯১৯ সালের ২৮ জুন স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জের সৃষ্টি হয়।

📌 জাতিপুঞ্জের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯২৬ সালের ১৬ জানুয়ারি। 

📌 জাতিপুঞ্জের সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। 

📌 জাতিপুঞ্জের অঙ্গসংস্থা ছিল ৩টি --- পরিষদ, কাউন্সিল, সচিবালয়।

📌 সদস্য সংখ্যা ছিল ৪২ টি দেশ।

📌 উদ্দেশ্যে ছিল ১ম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি বজায় রাখা।

📌 ২য় বিশ্বযুদ্ধে ঠেকাতে ব্যর্থ হওয়ায় ১৯৪৬ সালের ২০ এপ্রিল সংস্থাটি বিলুপ্ত হয়।

📌 জাতিপুঞ্জের উত্তরসূরী হল জাতিসংঘ।

#নাম- United Nations (UN)

#প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)

#প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১

#বর্তমান সদস্য- ১৯৩

#সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)

#সদর দপ্তর- নিউইয়র্ক

#ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা

#মূল সংস্থা- ৬টি

#অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি

#সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)

#বর্তমান মহাসচিব-  পর্তুগালের নাগরিক

আন্তোনিও গুতারেস।

#জাতিসংঘ গঠন

#জাতিসংঘ গঠনের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য। এগুলো হল-

১. লন্ডন ঘোষণা

২. আটলান্টিক সনদ : ১৪ আগস্ট, ১৯৪১; 

#তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী ‘প্রিন্সেস অব ওয়েলস’-এ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এক ঘোষণা দেন। এটিই আটলান্টিক সনদ নামে পরিচিত।

৩. মস্কো সম্মেলন

৪. তেহরান সম্মেলন

৫. ডাম্বারটন ওকস সম্মেলন

৬. ইয়াল্টা সম্মেলন

৭. সানফ্রান্সিসকো সম্মেলন : ২৫ এপ্রিল ১৯৪৫, #সানফ্রান্সিসকো’তে ৫০টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে যোগ দেন। ২৬ ‍জুন তারা ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর সম্মেলনে অংশ না নেয়া প্রথম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। আর সনদটি কার্যকর হয় ২৪ অক্টোবর। অর্থাৎ সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই তাতে স্বাক্ষর করে পোল্যান্ড। অর্থাৎ, সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত রাষ্ট্র ৫০টি, কিন্তু সেই সম্মেলনে গৃহীত সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি (পোল্যান্ড’সহ)।

#জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য

#জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিল- ৫১ টি

#সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য- ৫০ টি

#জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন, ১৯৪৫

#জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ- ৫১ টি

#জাতিসংঘ সনদ কার্যকরী হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে

#জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর

#জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক

#জাতিসংঘের সদস্য নয়- তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন

#জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক- ভ্যাটিকান এবং ফিলিস্তিন

#জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে (সানফ্রান্সিসকো সম্মেলনে) উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড

#জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩

#জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান

#দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৪ জুলাই

#জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ- ইন্দোনেশিয়া

#ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে- ১৯৬৫

#পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই- তাইওয়ান

#তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায়- ১৯৭১

#বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো

জাতিসংঘের সংস্থা

#জাতিসংঘের মূল সংস্থা- ৬টি (বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা ৫টি । কারণ, ১৯৯৪ সালে পালাউ’র স্বাধীনতার পরপর অছিপরিষদ (Trusteeship Council) স্থগিত

করা হয়।)।

#সাধারণ পরিষদ

General Assembly

#সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে ।

#সাধারণ পরিষদে প্রতিটি দেশের ভোট দেয়ার ক্ষমতা- ১টি।

#বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- ১৯৮৬ সালে।

#সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী।

২। নিরাপত্তা পরিষদ

Security Council

#নিরাপত্তা পরিষদ পরিচিত– স্বস্তি পরিষদ নামে

#নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা- ১৫ টি (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)

#৫টি স্থায়ী রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন

#১৯৬৫সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল- ১১ টি

#নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে- ৫ টি স্থায়ী সদস্যের ও ৯ টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন

#ভেটো মানে- আমি এটা মানি না (না ভোট)

#জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা আছে- নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের

#বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)

#২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে

#সভাপতিত্ব করেন- আনোয়ারুল করিম চৌধুরী

৩।অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

Economic and Social Council (ECOSOC)

৪। আন্তর্জাতিক আদালত*

#International Court of Justice

#World Court

#ICJ)

#জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদের নাম- স্থায়ী সালিশী আদালত

#আন্তর্জাতিক আদালতের সদর দফতরের নাম- শান্তি প্রাসাদ (হেগ, নেদারল্যান্ডস)

#আন্তর্জাতিক আদালতের বিচারক- ১৫ জন

#আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ- ৯ বছর

#আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট- হিশাস ওয়াদা (Hisashi Owada)

৫। সচিবালয়

#Secretariat

৬। অছি পরিষদ

#Trusteeship Council

#১৯৯৪সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় ।

#২০০২সালে আন্তর্জাতিক অপরাধী আদালত (International Criminal Court) (ICC, ICCt) প্রতিষ্ঠা করা হয় । এটিও জাতিসংঘের আওতাভুক্ত, তবে তাদের কাজেকর্মে অনেকটাই স্বাধীন । এটি কোন ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ প্রভৃতির বিচার করে । তবে ২০০২ সালের ১ জুলাই যেদিন এটি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয় তার আগের কোন অপরাধ এই আদালতের আওতাধীন হবে না ।

#ICC প্রতিষ্ঠা- ১ জুলাই ২০০২

#ICC র সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস

#ICC র সদস্য- ১১৬ (১ নভেম্বর থেকে ১১৭; ১ ডিসেম্বর থেকে ১১৮)

#বাংলাদেশ ICC র সদস্য নয়/ চুক্তি স্বাক্ষর করেনি

UN Women : জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা

#জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম)

#অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯

#কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১

#পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women

#প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব)

#সদর দপ্তর- নিউইয়র্ক

#জাতিসংঘের মহাসচিব

#জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন)

#জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে)

#জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা)

#মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব)

#জাতিসংঘের বর্তমান মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) (নির্বাচিত হন- ২০০৭ সালে)

#জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১)

#জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১)

#জাতিসংঘে বাংলাদেশ

#সদস্যপদ লাভ

১৩৬তম সদস্য

১৯৭৪ (১৭ সেপ্টেম্বর)

#UN-এর নিরাপত্তা পরিষদের সদস্য (স্বস্তি পরিষদ)

#মোট ২ বার

২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে

সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী

১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর)

২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর)

#UN-এর সাধারণ পরিষদের সভাপতি

#সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ চৌধুরী

১৯৮৬

#জাতিসংঘ ঘোষিত শীর্ষ সম্মেলন

#সম্মেলন,স্থান,সময়কাল

#শিশু বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলন

নিউইয়র্ক-১৯৯০

#পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (ধরিত্রী সম্মেলন)

রিওডি জেনিরো-১৯৯২

#বিশ্ব মানবাধিকার সম্মেলন ভিয়েনা-১৯৯৩

#আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন

কায়রো-১৯৯৪

#চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং-১৯৯৫

#পরিবেশ সম্মেলন+৫ নিউইয়র্ক-১৯৯৭

#বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরোধী বিশ্ব সম্মেলন

ডারবান-২০০১

#জাতিসংঘ ও নোবেল (শান্তিতে)

#জাতিসংঘ মোট নোবেল পায়- ৮ বার

#জাতিসংঘ/ জাতিসংঘের মহাসচিব নোবেল পায়- ২ বার

#জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো নোবেল পায়- ৬ বার

#জাতিসংঘের মোট- ৫টি অঙ্গসংস্থা নোবেল পেয়েছে (UNHCR, UNICEF, ILO, IAEA, IPCC)

#জাতিসংঘের যে অঙ্গসংস্থা ২ বার নোবেল পেয়েছে- UNHCR

#জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ

প্রতিবন্ধী বর্ষ- ১৯৮১

নারীবর্ষ- ১৯৮৪

আদিবাসী বর্ষ- ১৯৯৩

আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ

আন্তর্জাতিক সাংস্কৃতিক সৌহার্দ্য বর্ষ ২০১০

আন্তর্জাতিক নাবিক বর্ষ

আন্তর্জাতিক যুব বর্ষ- ১২ আগস্ট ২০১০ থেকে ১১ আগস্ট ২০১১

আন্তর্জাতিক বন বর্ষ

আন্তর্জাতিক রসায়ন বর্ষ ২০১১

Int’l year for people of African Descent

International Year of Cooperatives

International Year of Sustainable Energy for All ২০১২

International Year of Water Cooperation- ২০১৩

#Extra information of UN:-

★ জাতিসংঘের সদর দপ্তরের জমি দান করেন "জন ডি রকফেলার জুনিয়র"

★ জাতিসংঘের সনদের রচয়িতা হলেন:- Archibald Macleish

★ জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দু'বছরে একবার

★ জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় ৪ টি দেশ তা হল:-- ১) তাইওয়ান ২) ভ্যাটিকান সিটি ৩) কসোভো ৪) ফিলিস্তিন

★ জাতিসংঘের রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রুয়ারি ২০১৩ সালে।

★ জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচার করা হয় ৯ টি ভাষায়।

★ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হল:- বিজয়া লক্ষ্মী পণ্ডিত (ভারত)

★ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম মুসলিম নারী সভাপতি (২০০৬) ছিল:- সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (বাহরাইন)

★ Veto শব্দটি হল :- ল্যাটিন শব্দ

★ নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে "জাপান"

★অর্থনৈতিক ও সমাজিক পরিষদের প্রতি বছর এবং তিন বছর মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয় ১৮ জন।

★ অর্থনৈতিক ও সমাজিক পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে ৫ টি

★ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী (১৯৮৮ সালে) বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের মধৌমে বিবাদ মীমাংসায় ভূমিকার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

★ জাতিসংঘ ২০০১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

★ IAEA ২০০৫ সালে বিশ্বের পরমাণু অস্ত্রবিস্তার রোধ নিরস্ত্রীকরণ এবং শান্ততিপুর্ণ ব্যবহারে যথাযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ নোবেল লাভ করেন।

জাতিসংঘের নোবেল সংক্রান্ত :---

১)করডেল হান্স ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠায় নেতৃত্ব দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

২)দ্যাগ হ্যামারশোন্ড ১৯৬১ সালে কঙ্গো সংকট নিষ্পত্তিতে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান।

জাতিসংঘের প্রস্তাব সংক্রান্ত :--

১)জাতিসংঘের ৬৬১ নাম্বার প্রস্তাব হল:- ইরাক কুয়েত যুদ্ধ

২) জাতিসংঘের ১২৬৭ নাম্বার প্রস্তাব হল:-আফগানিস্তান সংক্রান্ত

৩) জাতিসংঘের ১৪৪১নাম্বার প্রস্তাব হল:- ইরাকে অস্ত্র পর্যবেক্ষণ

৪) জাতিসংঘের ১৭৮৭ নাম্বার প্রস্তাব হল:- আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আইন

৫) জাতিসংঘের ১৮১০ নাম্বার প্রস্তাব হল:-WMD এর বিস্ফোরণ প্রতিরোধ

৮) জাতিসংঘের ২০৮১ নাম্বার প্রস্তাব হল:- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাবেক যুগোস্লাভিয়া জন্য আইন।

জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:--

★ জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা হলেন:-- জন ডি. রকফেলার

★ জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি হলেন:- ওয়ালেস কে হ্যারিস

★ জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হল:-- ইস্ট নদীর তীরে

★ জাতিসংঘের আফ্রিকান সদর দপ্তর হল:- কেনিয়ার নাইরোবিতে

★ অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের অফিস স্থাপিত হয় ১৯৮০ সালে।

★ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থালের নাম হল;- ফসিং মিডোস

★ জাতিসংঘের মোটো (motto নীতিবাক্য) হল:- এটা তোমার পৃথিবী (it is your world)

★ জাতিসংঘের লাইব্রেরির নাম হল:-- দ্যাগ হ্যামারশোন্ড লাইব্রেরি

★ জাতিসংঘের সদর দপ্তরের ওয়েস্ট কোট গার্ডেনে শান্তি ঘন্টায় জাপানি ভাষায় লেখা রয়েছে :- "নিরঙ্কুশ" ( বিশ্বশান্তি দীর্ঘজীবী হোক)

★ জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--

১) সাধারণ পরিষদের অপর নাম হল:-- আলোচনা পরিষদ

২) সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা হল ৭ টি

৩) জাতিসংঘের আলোচনার কেন্দ্রবিন্দুকে বলা হয় :-- সাধারণ পরিষদ

★ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-

১) নিরাপত্তা পরিষদের অপর নাম হল:-- স্বস্তি পরিষদ

২) নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াত ১ মাস

৩) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য G-4 নামে সংঘ গঠন করে। ১) জাপান ২) জার্মানি ৩) ভারত ও ব্রাজিল

★ জাতিসংঘের অর্থনৈতিক ও সমাজিক পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--

১) অর্থনৈতিক ও সমাজিক পরিষদ কে বলা হয়:- UN family

২) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের অপর নাম :- উন্নয়ন পরিষদ

৩) অর্থনৈতিক ও সমাজিক পরিষদ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১৮ টি তবে এখন ৫৪ টি

৪) প্রতি বছর অবসর নেয় ১৮টি সদস্য দেশ। এবং নতুন ১৮ টি আবার নির্বাচিত হয়।

৫) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় ৩ বছরের জন্য।

৬) Sustainable Development এর ধারণা অবতরণ করেছে :--অর্থনৈতিক ও সমাজিক পরিষদ

৭) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের "এজেন্ডা ২০৩০ হল:- Youth Talking Action.

★ জাতিসংঘের আন্তর্জাতিক আদালত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--

১) International Court of Justice এর পূর্বসূরি হল permanent court of International justice (PCIJ) এটি ১৯২২ সালে জাতিপুঞ্জের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল

২) আন্তর্জাতিক আদালত প্রথম মহিলা বিচার পতি হলেন :-- রোজালিন হিগিন্স (ব্রিটেন)

৩) আন্তর্জাতিক আদালত বিচার কার্য শুরু করে ১৯৪৬ সালে।

★ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) সম্পর্কে :--

১) SDG এর পূর্ণরূপ হল:-- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)

২) SDG চূড়ান্তভাবে গৃহীত হয় ২৫-থেকে ২৭ সেপ্টেম্ব ২০১৫ সালে।

৩) SDG হয়েছে Millennium Development Goals এর মেয়াদ শেষ হবার কারণে।

৪) SDG এর লক্ষ হল:-- ১৭ টি এছাড়া ৪৭ টি সূচক এবং ১৬৯ টি টার্গেট।

* SDG এর প্রথম ৫ টি লক্যমাত্রাসমূহ হল:--

১) সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ

২) ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা অর্জন, পুষ্টির উন্নয়ন এবং টেকসই কৃষি ত্বরান্বিতকরণ

৩) স্বাস্থ্যসম্মত জীবনমান নিশ্চিতকরণ

৪) ন্যায্যতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ

৫) সকল নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা অর্জন করা, ইত্যাদি আরো ১২ টি।

★ জাতিসংঘের ঘোষিত বর্ষ:--

১) আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ (১৯৬৮ সালে)

২) বিশ্ব জনসংখ্যা বর্ষ ( ১৯৭৪ সালে)

৩) আন্তর্জাতিক আদিবাসী বর্ষ (১৯৯৩ সালে)

৪) আন্তর্জাতিক খরা ও মরুকরণ বর্ষ ( ২০০৬ সালে)

৫) আন্তর্জাতিক বন বর্ষ ( ২০১১)

৬) আন্তর্জাতিক সমবায় বর্ষ ( ২০১২)

৭) আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ( ২০১৩)

★ জাতিসংঘের আয়োজিত সম্মেলন:--

১) স্টকহোম সম্মেলন( বিশ্ব পরিবেশ সম্মেলন) হয়েছে:--- ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে। এই সম্মেলনের মাধ্যমে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে।

২) শিশু বিষয়ক শীর্ষ সম্মেলন:-- ১৯৯০ নিউইয়র্কে

৩) ৪র্থ বিশ্ব নারী সম্মেলন:-- ১৯৯৫ সালে চীনে বেইজিং

৪) বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরোধী সম্মেলন :--২০০১ সালে দক্ষিন আফ্রিকা

★ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন :--

১) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় :-- ১৯৪৮ সালে।

২)১৯৪৮ সালে ফিলিস্তিনে UN truce Supervision Organization (UNTSO) মিশনে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠায়

৩) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হল:-- ২৯ মে

৪) প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় ২০০৭ সালে লাইবেরিয়ায়

৫) শান্তিরক্ষী নিহতদেন জন্য পদকের নাম হল:- দ্যাগ হ্যামারশোন্ড মেডেল

৬) প্রথম শান্তিরক্ষী নিহত ব্যক্তির নাম হল:-- রেনে দ্য ল্যাব্রিয়ের (ফ্রান্স) ১৯৪৮ সালে (UNTSO) জাতিসংঘের প্রথম মিশনে।

৭) শান্তিরক্ষী মিশনে নিহত সৈন্যদের স্মরণে "পিস মনুমেন্ট" রয়েছে "ঢাকার শেরে বাংলা নগরে"

৮)শান্তিরক্ষী মিশনে সর্বাধিক ব্যয় বহনকারী দেশ হল:- যুক্তরাষ্ট্র

৯)শান্তিরক্ষী মিশনের বর্তমান প্রধান হল:-- হার্ভে ল্যাডসোআস (ফ্রান্স)।

♦♦জাতিসংঘের রাষ্ট্র মনে রাখার টেকনিক♦♦

১)প্রস্তাবক দেশসমূহ :

   যুযুচীরা

যু-যুক্তরাষ্ট্র

যু-যুক্তরাজ্য

চী-চীন

রা-রাশিয়া

২)ভেটো পাওয়ার প্রাপ্ত দেশসমূহ :

  (যুযুফ্রাচীরা)

যু-যুক্তরাষ্ট্র

যু-যুক্তরাজ্য

ফ্রা-ফ্রান্স

চী-চীন

রা-রাশিয়া

৩)স্বাধীন কিন্তু সদস্য নয় এমন দেশগুলো:

তাইওয়ানের কফি খেতে ভ্যাট লাগে

তাই-তাইওয়ান

ক-কসোভো

ফি-ফিলিস্তিন

ভ্যাট-ভ্যাটিকান

৪) চাঁদা প্রদান করতে হয় না যাদের:

(নাটোকি) ভাব

না -নাউরু

টো-টোঙ্গা

কি-কিরিবাতি

#জাতিসংঘের ৯ জন মহাসচিব এর নাম এবং দেশঃ

1. ট্রিগভেলী  (1946 - 1952) - নরওয়ে।

2. দ্যাগ হ্যামারশোল্ড (1952 - 1961)- সুইডেন।

3. উ থান্ট (1962 - 1971)-মিয়ানমার।

4. কুর্ট ওয়াল্ডহেইম (1972 - 1981)-অস্ট্রিয়া।

5. জাভিয়ের পেরেজ দ্যা কুয়েলার(1982 -1991)পেরু

6. বুট্রোস বুট্রোস ঘালি (1992 - 1996)- মিশর।

7. কফি আনান (1997 - 2006)-ঘানা।

8. বান কি মুন (2007 - 2016)-দক্ষিণ কোরিয়া।

9. অ্যান্টনিও গুতেরেস(2017 - বর্তমান)- পর্তুগাল।

#প্রশ্ন :জাতিসংঘের একমাত্র  কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?

উওরঃ দ্যাগ হ্যামারশোল্ড(1961).

৪০ টি বিভ্রান্তিকর প্রশ্নোত্তর একসাথে দিলাম।

.

-ICJ-আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক কতজন? -১৫ জন(জাতিসংঘের প্রতিষ্ঠান)

-ICC-আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক-১৮ জন(স্বাধীন প্রতিষ্ঠান)

- জাতিসংঘের নামকরণ করেন- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট

-জাতিপুঞ্জের প্রস্তাবক- উড্রো উইলসন

-জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না- যুক্তরাষ্ট্র

-জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ- লন্ডন ঘোষণা

- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি- আটলান্টিক সনদ

- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- জাপানের টোকিওতে

- জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়- কোস্টারিকাতে

- জাতিসংঘ মূল সনদের লেখক- আর্কিবেন্ড ম্যাকলিস

- বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে- একবার(১৯৮৬)

- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা/ স্বস্তি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে দুইবার(মার্চ-২০০০, জুন-২০০১)

- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- দুইবার(১৯৭৯-৮০, ২০০০-২০০১)

- জাতিসংঘের প্রথম অধিবেশন হয়- লণ্ডনের ওয়েস্টমিনিস্টার হলে

- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেষন হয়- নিউইয়র্কের ম্যানহাটনে, আটলান্টিক তীরবর্তী)

- স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান এবং কসোভো

- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ- ভ্যাটিকান এবং ফিলিস্তিন

-বিগ থ্রি বলা হয়- উইনস্টন চার্চিল, রুজভেল্ট, স্ট্যালিন এই তিন নেতাকে

- land of lord বলা হয়- ফিলিস্তিনকে

- Father of Apple tree- বলা হয়- কাজাকিস্তানকে

- গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে ২৩ টি ব্লকে এবং সমুদ্র এলাকাকে ২৬ টি ব্লকে ভাগ করা হয়েছে

- আদমশুমারী হয়- পরীকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিবিএস(বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) কর্তৃক

- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা -২৬টি

- জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন- মার্কিন দূতাবাসে

- কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজক দল- ফোবানা

- কনসার্ট ফর বাংলাদেশ এর ব্যান্ড দল- বিটলস

- মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন- আলেক্সাই কোসিগিন, আমেরিকার প্রেসিডেন্ট- রিচার্ড নিক্সন

- মুজিবনগর সরকারের সদস্য ছিলেন- ৬ জন

- মুজিবনরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়-১০ এপ্রিল ১৯৭১

- মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়-১০ এপ্রিল ১৯৭১

- বাংলাদেশকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়- ১৭ এপ্রিল, ১৯৭১

█▓▒জাতিসংঘ বিষয়ক ৫০টি প্রশ্নোত্তর ▒▓█

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি

রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব।

৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়— জেনেভা,সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার

জুনিয়র।

৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন।

৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫।

১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald

Macleish)।

১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়— ২৪শে অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ

পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? —

লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়—

১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় —

সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া,

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া

অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ২

বছরের জন্য।

২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের

জন্য।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য

দেশের সম্মতির প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি

সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে

— বছরে দু’বার একমাসব্যাপী।

২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ৩

বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।

২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক

পরিষদের সদস্য নির্বাচিত হয়— ১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় — ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টা

(ইংরেজি, আরবি,ফরাসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে— ৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন — ট্রাইগভে লাই (নরওয়ে)

(১৯৪৬-১৯৫২)।

৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা

হিসেবে কোন ভাষা ব্যবহার করেন — ইংরেজি অথবা ফরাসি।

৩৬. জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিত

ে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি— মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি— ট্রুভ্যালু।

৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের

প্রতিষ্ঠাতা সদস্য হয়— পোল্যান্ড।

৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত— টোকিও (জাপান)।

৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে— মহাসচিব।

৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে— সাধারণ পরিষদের।

৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান — দ্যাগ

হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত— ১৭ একর।

৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী— সদস্য দেশসমূহের চাঁদা।

৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন—

নিরাপত্তা পরিষদের।

৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে— কফি আনান (ঘানা) (৭ম)।

৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন— মিয়ানমার।

৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত— নিজস্ব বাজেটের

০.০১% অংশ।

৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?— ২৯তম।

//:

Edited by

PALASH SADHU

34th  BCS CADRE



=================


The biggest post on the UN

League League of Nations

বিশ্ব During World War I, the German government called for a general ceasefire in October 1918 with US President Woodrow Wilson.

📌 Woodrow Wilson introduced his famous 14 points in this general ceasefire proposal.

📌 The Commonwealth was created through the Treaty of Versailles, signed on June 26, 1919, in accordance with Wilson's 14 points.

প্রথম The first meeting of the Commonwealth was held on 18 January 1926.

The United Nations was headquartered in Geneva, Switzerland.

অঙ্গ There were 3 organs of the Commonwealth --- Council, Council, Secretariat.

The number of members was 42 countries.

That goal was to maintain world peace after World War I.

সংস্থা The company was dissolved on April 20, 1948, after failing to stop World War II.

উত্তর The successor of the nations is the United Nations.

# Name- United Nations (UN)

# Established - October 24, 1945 (UN Charter in effect)

# Founding members - 51

# Current member - 193

#Last member - South Sudan (14 July 2011)

# Headquarters - New York

# European Headquarters - Geneva

# Original organization - 6

# Official language - 6

# Languages ​​used in the Secretariat - 2 (English and French)

# Current Secretary-General - Citizen of Portugal

Antonio Guterres.

# Formation of the United Nations

# 7 important events or steps in the formation of the United Nations are significant. These are-

1. London Declaration

2. Atlantic Charter: August 14, 1941;

# The then US President Franklin D. Roosevelt and the British Prime Minister Winston Churchill made a declaration for world peace and security on the British ship 'Princess of Wales' in the Atlantic Ocean. This is known as the Atlantic Charter.

3. Moscow Conference

4. Tehran Conference

5. Dumbarton Oaks Conference

. Yalta Conference

. San Francisco Conference: On April 25, 1945, delegates from 50 countries attended a conference in #SanFrancisco. On June 26, they signed the UN Charter on Article 111. On 15 October, Poland became the first country to sign the UN Charter. The certificate came into force on October 24. In other words, Poland signed the UN Charter before it came into force even though it did not attend the San Francisco Conference. In other words, there are 50 countries present at the San Francisco conference, but 51 countries (including Poland) have signed the charter adopted at that conference.

# Important information related to the United Nations

# There were 51 founding members of the United Nations

# 50 members present at the San Francisco conference

# The United Nations Charter was signed on June 26, 1945

# 51 countries are the main signatories to the UN Charter

# The UN Charter came into force on October 24, 1945

# UN Day - October 24

# United Nations Headquarters - New York

# Not a member of the UN - Taiwan, the Vatican, Kosovo, and Palestine

# Permanent observers of the United Nations - the Vatican and Palestine

# The country that is considered a founding member of the United Nations even though it did not attend the UN Charter Signing Conference (San Francisco Conference) - Poland

# Current member of the United Nations - 193

# The latest member of the UN - South Sudan

# South Sudan becomes a member of the United Nations - 14 July

# Indonesia is the only country to have voluntarily resigned from the UN

# Indonesia resigns and returns - 1985

# Previously no country was a member of the UN now - Taiwan

# Taiwan loses UN membership to China - 1971

# Despite being an independent country in the world, it is not a member of the United Nations - Vatican and Kosovo

UN agency

# The main body of the United Nations - 6 (currently 5 effective bodies, because the Trusteeship Council was suspended after Palau's independence in 1994)

Is done.).

# General Assembly

General Assembly

# The first session of the General Assembly is held at Westminster Hall in London.

# Each country has the power to vote in the General Assembly - 1.

# Elected President of Bangladesh General Assembly in 1986.

# Presided over by Humayun Rashid Chowdhury.

2. Security Council

Security Council

# The Security Council is known as the Relief Council

# Number of Security Council members - 15 (5 permanent and 10 temporaries)

# 5 Permanent States - United States, United Kingdom, Russia, France, and China

# Before 1975, there were 11 members of the Security Council

# The decision of the Security Council requires the consent of at least 5 permanent members and 9 non-permanent member states.

# Veto means- I don't believe it (no vote)

# The UN has veto power - 5 permanent members of the Security Council

# Bangladesh becomes a member of the Security Council - 2 times in total (198 and 1999)

# 2nd time Bangladesh (elected in 1999, term 2000-01) served as President

# Presided over by Anwarul Karim Chowdhury

3. Economic and Social Council

Economic and Social Council (ECOSOC)

4. International Court of Justice *

#International Court of Justice

#World Court

#ICJ)

# Name of the UN International Court of Justice - Permanent Court of Arbitration

# Name of the headquarters of the International Court of Justice - Palace of Peace (The Hague, Netherlands)

# Judges of the International Court of Justice - 15 people

# The term of judges of the International Court of Justice is 9 years

# Current President of the International Court of Justice - Hisashi Owada

5. Secretariat

#Secretariat

. Board of Trustees

#Trusteeship Council

# When Palau became independent in 1994, the UN body was suspended.

# The International Criminal Court (ICC, ICCt) was established in 2002. It also belongs to the United Nations but is largely independent in its work. It prosecutes a person for genocide, war crimes, crimes against humanity, etc. However, no offense prior to the day the agreement was signed on July 1, 2002, will be covered by this court.

Establishment of #ICC - 1 July 2002

#ICC Headquarters - The Hague, Netherlands

#ICC members - 116 (November 1 to 117; December 1 to 117)

# Bangladesh is not a member of ICC / has not signed the agreement

UN Women: The latest UN body

# Latest UN body (18th)

# Approved - 2 July 2009

# Activities start - 1 January 2011

# Full Name / Original Name- United Nations Entity for Gender Equality and the Empowerment of Women

# Chief- Michelle Bachelet (Chile's first female president; next UN Under-Secretary-General)

# Headquarters - New York

# UN Secretary-General

# The term of the UN Secretary-General is 5 years (in fact, there is no fixed term for the post of Secretary-General, but traditionally the Secretary-General is elected for 1 or 2 terms for 5 years).

# First UN Secretary-General - Trygve Lie (Norway)

# The only Muslim Secretary-General of the United Nations - Kofi Annan (Ghana)

# Wu Thant (Myanmar) was the UN Secretary-General during the War of Liberation (First Asian Secretary-General)

# Incumbent UN Secretary-General Ban Ki-moon (South Korea) (elected in 2008)

# Nobel Peace Prize winners among UN Secretary Generals - Dag Hemmershold (1981) and Kofi Annan (2001)

# UN Secretary-General receives Nobel Peace Prize posthumously - Dag Hemmershold (1981)

# Bangladesh at the UN

# Subscription gain

136th member

1984 (September 16)

# UN Security Council member (relief council)

# 2 times in total

For the second time Bangladesh (elected in 1999, term 2000-01) served as President

Anwarul Karim Chowdhury presided over the function

1st time: 198 (November 10)

2nd time: 1999 (October 14)

# President of the UN General Assembly

# Presided over by Humayun Rashid Chowdhury

196

# UN-declared summit

# Conference, place, duration

# World Summit on Children

New York-1990

# Environment and Development Conference (Earth Conference)

Rio de Janeiro-1992

# World Conference on Human Rights Vienna-1993

# International Population and Development Conference

Cairo-1994

# Fourth World Women's Conference Beijing-1995

# Environment Conference + 5 New York-1997

# World Conference on Racism and Anti-Racism

Durban-2001

# UN and Nobel (in peace)

# UN gets Nobel in total - 6 times

# UN / UN Secretary-General receives Nobel - 2 times

# UN agencies win the Nobel - 7 times

# A total of 5 UN bodies have won the Nobel (UNHCR, UNICEF, ILO, IAEA, IPCC)

# The UN body that has won the Nobel twice - UNHCR

# UN-declared International Year

Disability Year - 1971

Women's Year - 1984

Indigenous Year - 1993

International Year of Biodiversity

2010 International Cultural Friendship Year

International Sailor of the Year

International Youth Year - 12 August 2010 to 11 August 2011

International Forest Year

International Year of Chemistry 2011

Int’l year for people of African Descent

International Year of Cooperatives

International Year of Sustainable Energy for All 2012

International Year of Water Cooperation-2013

#Extra information of UN: -

UN headquarters land donated by "John de Rockefeller Jr."

The author of the UN Charter is: - Archibald Macleish

The UN budget is announced once every two years

 The 4 member states of the United Nations are: 1) Taiwan 2) Vatican City 3) Kosovo 4) Palestine

UN Radio Bangla started its journey on 21 February 2013.

 News is broadcast on the UN radio website in 9 languages.

The first woman President of the UN General Assembly is: - Vijaya Lakshmi Pandit (India)

The first Muslim woman president of the UN General Assembly (2006) was: - Saykha Haya bint Rashid Al Khalifa (Bahrain)

 The word veto is: - Latin word

"Japan" is the most elected non-permanent member of the Security Council.

 18 members are elected to the Economic and Social Council every year and for a term of three years.

 There are 5 regional commissions of economic and social councils

★ The International Security Assistance Force (ISAF) won the Nobel Peace Prize in 1978 for its role in resolving conflicts in the context of global peacekeeping operations.

The United Nations won the Nobel Prize in 2001.

★ The IAEA won the Nobel Peace Prize in 2005 in recognition of its role in disarmament and peaceful use of nuclear weapons.

Concerning the UN Nobel: ---

1) Cordell Hans won the Nobel Prize in 1945 for his leadership in the founding of the United Nations.

2) Dag Hammershond received the Nobel Prize in 1971 for his role in resolving the Congo crisis.

Regarding the UN resolution: -

1) UN Resolution 71 is: - Iraq-Kuwait war

2) UN Resolution 127 is: - Concerning Afghanistan

3) UN Resolution 1441 is: - Arms monitoring in Iraq

4) UN Resolution 16 is: - International Terrorism Act

5) UN Resolution 1610 is: - WMD explosion prevention

6) UN Resolution 2061 is: - Law for the former Yugoslavia at the International Criminal Tribunal.

Important facts about the United Nations: -

 The landlord of the UN headquarters is: - John D. Rockefeller

The architect of the UN headquarters is: - Wallace K. Harris

The United Nations Headquarters is located on the banks of the East River

 The African Headquarters of the United Nations is: - Nairobi, Kenya

The United Nations Office in Vienna, Austria was established in 1960.

The name of the United Nations meeting place in New York is Fossing Meadows

Mot The motto of the United Nations is: - This is your world.

The name of the United Nations Library is: - Dag Hammershond Library

ায় The Peace Hour in the West Cote Garden at the UN Headquarters reads in Japanese: "Absolute" (Long live world peace)

Some important facts about the UN General Assembly: -

1) Another name of the General Assembly is: - Discussion Council

2) The number of main committees of the General Assembly is 6

3) The focus of the UN discussion is called: - General Assembly

Some important facts about the UN Security Council: -

1) Another name of Security Council is: - Relief Council

2) The term of the President of the Security Council is 1 month

3) Forms a G-4 to become a permanent member of the UN Security Council. 1) Japan 2) Germany 3) India and Brazil

Some important information about the Economic and Social Council of the United Nations: -

1) The Economic and Social Council is called: - UN family

2) Another name of Economic and Social Council: - Development Council

3) The founding members of the Economic and Social Council were 16 but now it is 54

4) 16 member countries retire every year. And 16 new ones were re-elected.

5) Members of the Economic and Social Council are elected for 3 years.

6) The concept of Sustainable Development has landed: - Economic and Social Council

6) The agenda of the Economic and Social Council 2030 is - Youth Talking Action.

Some important facts about the UN International Court of Justice: -

The Permanent Court of International Justice (PCIJ), the predecessor of the International Court of Justice, was established in 1922 by the Commonwealth.

2) The first woman judge of the International Court of Justice is: - Rosalin Higgins (UK)

3) The International Court of Justice began its work in 1947.

About the United Nations Sustainable Development Goals (SDGs): -

1) The full form of SDG is: - Sustainable Development Goals (Sustainable Development Goals)

2) SDG was finally adopted on 25th to 26th September 2015.

3) SDG has been due to expire Millennium Development Goals.

4) The goals of SDG are: - 16 plus 48 indicators and 169 targets.

* The first 5 goals of SDG are: -

1) All kinds of poverty alleviation

2) Eliminate hunger, achieve food security, improve nutrition and accelerate sustainable agriculture

3) Ensuring a healthy quality of life

4) Ensuring access to fair and quality education

5) Empowering all women and girls and achieving gender equality, etc. 12 more.

Year declared by the United Nations: -

1) International Year of Human Rights (1986)

2) World Population Year (1974)

3) International Year of the Indigenous People (1993)

4) International Drought and Desertification Year (2006)

5) International Forest Year (2011)

6) International Cooperative Year (2012)

7) International Water Cooperation Year (2013)

United Nations Conference: -

1) The Stockholm Conference (World Environment Conference) was held: --- In 1982 in Stockholm, the capital of Sweden. June 5 marks World Environment Day through this conference.

2) Summit on Children: - 1990 in New York

3) 4th World Women's Conference: - Beijing in China in 1995

4) Conference against racism and apartheid: - South Africa in 2001

UN peacekeeping mission: -

1) The UN peacekeeping force was formed in 1948.

2) The first UN peacekeeping force was sent to Palestine in 1948 on a UN truce supervision Organization (UNTSO) mission.

3) International Peacekeepers Day is: - May 29

4) The first female peacekeeper was appointed in 2006 in Liberia

5) The name of the medal for killing a peacekeeper is: - Dag Hammershond Medal

7) The name of the first peacekeeper killed is: - Ren de la Libre (France) in 1948 (UNTSO) in the first UN mission

6) There is a "Peace Monument" in memory of the soldiers killed in the peacekeeping mission "in Sher-e-Bangla Nagar, Dhaka"

6) The country that spends the most on peacekeeping missions is: - United States

9) The current head of the peacekeeping mission is: - Harvey Ladsoas (France).

Techniques to remember the UN state

1) Proposing countries:

   Yuzuchira

United States

UK

China

Russia

2) Countries receiving veto power:

  (Yufrachira)

United States

UK

Fra-France

China

Russia

3) Independent but not member countries:

Taiwanese coffee is subject to VAT

Tai-Taiwan

Kosovo

Phi-Palestine

VAT-Vatican

4) Those who do not have to pay subscription:

(Natoki) Thought

No - Nauru

To-Tonga

Ki-Kiribati

# The names and countries of the 9 UN Secretary Generals

1. Trigveli (1946 - 1952) - Norway.

2. Dag Hammershold (1952 - 1961) - Sweden.

3. U Thant (1962 - 1971) - Myanmar.

4. Kurt Waldheim (1972 - 1981) -Austria.

5. Javier Perez de Queller (1982-1991) Peru

6. Boutros Boutros Ghali (1992 - 1996) - Egypt.

7. Kofi Annan (1997 - 2006) -Ghana.

8. Ban Ki-moon (2007 - 2016) -South Korea.

9. Antonio Guterres (2017 - present) - Portugal.

#Question: Which is the only UN Secretary-General to die in a plane crash?

Answer: Dag Hammershold (1961).

I gave 40 confusing questions and answers together.

.

-ICJ- How many judges of the International Court of Justice? -15 people (UN agency)

-ICC-International Criminal Court Judges-18 (Independent Institution)

- Named after the United Nations - US President Roosevelt

- Proponents of the Commonwealth - Woodrow Wilson

-Being a member of the Commonwealth, he was not a member- the United States

-The first step in the formation of the United Nations- London Declaration

- The first treaty establishing the United Nations - the Atlantic Charter

- United Nations University - in Tokyo, Japan

- United Nations University of Peace - in Costa Rica

- Author of the original UN Charter - Archibend McLean

- Bangladesh serves as President of the UN General Assembly - Once (198)

- Bangladesh twice served as President of the United Nations Security / Relief Council (March 2000, June 2001)

- Bangladesh elected a temporary member of the UN Security Council - Twice (1989-80, 2000-2001)

- The first session of the UN is held at Westminster Hall in London

- The UN General Assembly meets regularly - in Manhattan, New York, on the Atlantic coast)

- Being an independent country but not a member of the UN - Vatican, and Kosovo

- Permanent observer countries of the United Nations - Vatican and Palestine

Winston Churchill, Roosevelt, Stalin - the Big Three

- The land of lords is called - Palestine

- Father of Apple tree- Called- Kazakhstan

- The whole of Bangladesh is divided into 23 blocks and the sea area into 26 blocks for gas extraction

- The census is conducted by BBS (Bangladesh Bureau of Statistics) under the Ministry of Planning.

- Number of cadres of Bangladesh Civil Service - 26

- General Niazi contacted for surrender - at the US embassy

- Organizing team of Concert for Bangladesh - Fobana

- Concert for Bangladesh's band - The Beatles

- Alexei Kosygin, President of the United States during the War of Liberation - Richard Nixon

- There were 6 members of the Mujibnagar government

- Declaration of Independence was issued in Mujibnagar - 10 April 1971

- Independence was declared in Mujibnagar - 10 April 1971

- Bangladesh was declared a republic - April 17, 1971

৫০ 50 questions and answers about the United Nations

1. Who is the main initiator of the formation of the United Nations? - US President FD

Roosevelt.

2. Who named the United Nations? - US President FD Roosevelt.

3. When was the United Nations named? - January 1, 1942.

4. Who is the head of the UN Secretariat? - Secretary General.

5. Where is the UN headquarters? - New York, USA.

. European Office of the United Nations: Geneva, Switzerland.

. Who donated the site of the UN headquarters - John D. Rockefeller

Junior.

6. Architect of the United Nations Headquarters: W. Harrison.

9. When was the Charter of the United Nations signed - June 26, 1945.

10. When did the UN Charter come into force: October 24, 1945.

11. Author of the UN Charter: Archibald McLaughlin (Archibald)

Macleish).

12. UN Day is celebrated every year on 24th October.

13. Each member state of the United Nations is a member of which council? - General

Council.

14. What to say to the head of the UN General Assembly - President.

15. Where is the first session of the UN General Assembly held? -

If Westminster in London.

16. For how many years is the President of the UN General Assembly elected?

For 1 year.

16. The regular annual session of the UN General Assembly begins -

The third Tuesday in September.

16. What is the total number of member states of the Security Council? - 15

19. Security Council Permanent Member States - 5 (China, France, Russia,

The United Kingdom and the United States).

20. How many times has the Security Council convened without the UN headquarters?

Held elsewhere: 2 times.

21. For how many years are the temporary members of the Security Council elected?

For years.

22. For how many years is the President of the Security Council elected: 1 month

For.

23. The minimum number of members for any decision to be taken by the Security Council

The consent of the country is required: 9 (5 permanent member states and an additional 4)

Member state).

24. Sessions of the Economic and Social Council are usually held several times a year

- Twice a year for a month.

25. For how many years the members of the Economic and Social Council are elected: 3

For years.

26. The number of member countries of the Economic and Social Council is 54.

26. How many states each year for a period of three years economic and social

17 members of the council were elected.

26. The International Court of Justice was established on October 24, 1945.

29. The number of judges of the International Court of Justice is 15.

30. Term of Judge of the International Court of Justice: 9 years.

31. What are the official languages ​​of the United Nations? - 6 p.m.

(English, Arabic, French, Chinese, Russian, and Spanish).

32. In which council is the budget of the United Nations announced?

33. How many countries are the first to sign the UN Charter: 51 countries.

34. First Secretary-General of the United Nations - Trigve Lai (Norway)

(1947-1952).

35. The official staff of the UN Secretariat is the language of their work

Use any language as - English or French.

36. No UN Secretary General. Peace

He was posthumously awarded the Nobel Prize: Dag Hammershold (1971).

36. Which is the smallest country in the UN in size: Monaco. (1.95 sq km).

36. Which is the smallest country in the UN in terms of population: TrueValue.

39. No country is a UN member without first signing the UN Charter

The founding member is Poland.

40. Where is the United Nations University located: Tokyo (Japan).

41. The highest official of the United Nations is the Secretary-General.

42. Under whom does the Board of Trustees work - the General Council.

43. Which UN Secretary-General died in a plane crash - Dag

Hammers hold (Sweden, 1971).

44. How many acres of land is the headquarters of the United Nations established - 18 acres.

45. What is the main source of income for the UN?

46. The UN Secretary-General is appointed on the recommendation of which council:

Security Council.

46. The only Muslim Secretary-General of the United Nations is K. Kofi Annan (Ghana) (7th).

46. Which country did U Thant live in - Myanmar?

49. The amount of Bangladesh's contribution to the UN is from its own budget

0.01% share.

50. How many UN sessions did Bangladesh become a member of? - 29th.

//:

Edited by

PALASH SADHU

34th BCS CADRE

No comments:

Post a Comment