বিসিএস সাধারন জ্ঞান প্রস্তুতি:

 বিসিএস সাধারন জ্ঞান প্রস্তুতি: 

-------------------------------

প্রশ্ন : ফা-হিয়েন যার শাসনামলে বাংলায় আসেন

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্ন : সােমপুর বিহারের প্রতিষ্ঠাতা

উত্তর : ধর্মপাল।

প্রশ্ন : মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত

উত্তর : করতােয়া।

প্রশ্ন : সমগ্র বাংলার প্রথম মুসলিম অধিপতি

উত্তর : শামসুদ্দিন ইলিয়াস শাহ।

প্রশ্ন : পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়

উত্তর : ১৫৫৬ সালে।

প্রশ্ন : কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা

উত্তর : জব চার্নক।

প্রশ্ন : ঐতিহাসিক লাহাের প্রস্তাব উত্থাপিত হয়

উত্তর : ২৩ মার্চ ১৯৪০।

প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা

উত্তর : আব্দুল গাফফার চৌধুরী।

প্রশ্ন : ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করা হয়

উত্তর : ৭ জুন।

প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়

উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : “এদেশের মানুষ চাই না, মাটি চাই” উক্তিটি করেন

উত্তর : ইয়াহিয়া খান।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ফোর্স গঠন করা হয়েছিল

উত্তর : ৩টি।

প্রশ্ন : মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি

উত্তর : তানভীর করিম।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান

উত্তর : ১৩.৩৫%।

প্রশ্ন : শীতকালীন শস্যকে বলা হয়

উত্তর : রবিশস্য।

প্রশ্ন : বঙ্গবন্ধু যত বিঘা পর্যন্ত জমির খাজনা রহিত করেন

উত্তর : ২৫ বিঘা।

প্রশ্ন : মােট ইলিশের যত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়

উত্তর : ৮৬ শতাংশ।

প্রশ্ন : মসলা গবেষণা কেন্দ্র অবস্থিত

উত্তর : বগুড়া।

প্রশ্ন : বর্ণালি ও শুভ্রা

উত্তর : উন্নত জাতের ভুট্টা।

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়

উত্তর : ২ ডিসেম্বর ১৯৯৭।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে সাক্ষরতার হার

উত্তর : ৭৪.৪%।

প্রশ্ন : নিপাের্ট (NIPPORT) হলো

উত্তর : জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষুদ্র নৃ-গােষ্ঠী

উত্তর : চাকমা।

No comments:

Post a Comment