২০২১ সালের বিভিন্ন সমীক্ষার আপডেট তথ্য
—————————————————
১।মাথাপিছু আয়ে শীর্ষ দেশ :
=লুক্সেমবার্গ (১,১৮,০০১ মা.ডলার)।
২।মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ :
=বুরুন্ডি (৭৬০ মার্কিন ডলার)।
৩।সার্কভুক্ত রাষ্ট্রে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ :
=মালদ্বীপ (১৯৬০৯ মার্কিন ডলার)
৪।মাথাপিছু আয়ে বাংলাদেশ বিশ্বে :
=১৪০তম; সার্কে-৫ম।
৫।বিশ্বে বসবাসযোগ্য শীর্ষ শহর
=অকল্যান্ড, নিউজিল্যান্ড।
৬।বিশ্বে বসবাসে শীর্ষ অযোগ্য শহর :
দামেস্কো, সিরিয়া।
৭।বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান : =১৪০টি দেশের মধ্যে ১৩৭তম।
৮।টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ :
ফিনল্যান্ড।
৯।টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ
=মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
১০।টেকসই উন্নয়ন প্রতিবেদনে ঢাকার অবস্থান
=১৬৫টি দেশের মধ্যে ১০৯তম।
১১।বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ
=আইসল্যান্ড।
১২।বৈশ্বিক শান্তিসূচকে সর্বনিম্ন দেশ
=আফগানিস্তান।
১৩।বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান
=১৬৩টি দেশের মধ্যে ৯১ তম।
১৪।নিরাপদ পরিবেশে পোশাক উৎপাদনে শীর্ষ দেশ :
=তাইওয়ান, ২য় বাংলাদেশ।
No comments:
Post a Comment