অডিটর_এক্সাম_প্রসঙ্গ

অডিটর_এক্সাম_প্রসঙ্গ­ঃ
১২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া অডিটরের এক্সামের প্রিভিয়াস প্রশ্নের সফল ময়নাতদন্তের উপর থাকছে প্রশ্ন বিশ্লষণের খুঁটিনাটি।।
#নম্বর_বন্টনঃ
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে যেখানে ৭০ টি প্রশ্নে ৭০ নম্বর থাকবে।।ভুল উত্তরে সম্ভবত(.২৫) কেটে নেয়া হবে।।
বাংলা---১৫
ইংরেজি---২০
সাধাঃ জ্ঞাণ---১৫
অংক----২০
#বাংলাঃ
বিগত বছরে যেভাবে প্রশ্ন হয়েছে
শব্দার্থ---৬টি
বানান---৪ টি
বাগধারা--২টি
সাহিত্য--২টি
বাক্য সংকোচন --- ১ টি
#ইংরেজীঃ
সিনোনিম--৫টি
পিন পয়েন্ট ইরর--২টি
শূন্যস্থান --১৩ টি( এই অংশটা পাঁমিশালি।শব্দার্থ,প­্রিপজিশান,ফ্রেজ সবকিছু মিলিয়ে)
#সাধারণ_জ্ঞানঃ
সাম্প্রতিক ---৩টি
মুদ্রা---১টি
গোয়েন্দা সংস্থা--১ টি
রাজধানী---১টি
শহর/নগর/নদী কোথায় অবস্থিত---৪টি
সংস্থা ---১টি
বাকি ২টা কমন টাইপ
#ম্যাথঃ
লাভ-ক্ষতি --৫টা
অনুপাত---৪টা
কাজ---২টা
ট্রেন--১টা
সময়--১টা
গড়--১টা
বয়স--১টা
পারসেন্টেজ ---৩/৪ টা
সংক্ষেপে এমন ছিল গতবারের প্রশ্নের ধরণ।।আশা করা যায় প্রশ্ন এমন প্যাটার্ণে হবে।।

No comments:

Post a Comment