ক. আয়রন খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. ম্যাগনেশিয়াম
উত্তর: গ
২। প্রেসার কুকারে পানির স্ফুটনাংক
ক. কম হয় খ. বেশি হয় গ. ঠিক থাকে ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৩। সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয় ?
ক. ওষুধ খ. ইলেকট্রনিক গ. রঙ ঘ. কাগজ
উত্তর : খ
৪। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে ?
ক. হাইড্রোজেন খ. ফসফরাস গ. নাইট্রোজেন ঘ. হিলিয়াম
উত্তর : গ
৫। বাণিজ্যিকভাবে মৎস্য পালনকে বলা হয়
ক. পিসিকালচার খ. এপিকালচার গ . এভিকালচার ঘ. সেরিকালচার
উত্তর : ক
৬। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে ?
ক. কার্বন ডাই অক্সাইড খ. অক্সিজেন গ. মিথেন ঘ. নাইট্রোজেন
উত্তর : গ
৭। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব যন্ত্র কোনটি?
ক. অ্যামিটার খ. ভোল্টমিটার গ. অণুবীক্ষণ যন্ত্র ঘ. তড়িৎবীক্ষণ
উত্তর: ঘ
৮। মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে
ক. স্নায়ুতন্ত্র খ. হরমেন গ. পেশী ঘ. উৎসেচক
উত্তর : খ
৯। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি?
ক. হিলিয়াম খ. আর্গন গ. রেডন ঘ. জেনন
উত্তর: গ
১০। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার গ. আয়নোস্ফিয়ার ঘ. ওজোনস্তর
উত্তর : গ
১১। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
ক. প্লাসটিড খ. মাইট্রোকন্ড্রিয়া গ. নিউক্লিওলাস ঘ. ক্রোমাটিন তন্তু
উত্তর : ঘ
১২। কোন গ্যাটি ‘ড্রাই আইস ‘ তৈরিতে ব্যবহৃত হয় ?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই -অক্সাইড গ. সালফার ডাই অক্সাইড ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তর: খ
১৩। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয় ?
ক. এপিলেপসি খ. পারকিনসন গ. প্যারালাইসিস ঘ. থ্রমবোসিন
উত্তর : খ
১৪। বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভার বেশি দেখা যায় ?
ক. ডায়রিয়া খ. ডেঙ্গু গ. জ্বর ঘ. চুলকানিি
উত্তর : ক
১৫। টমেটোতে বিদ্যমান
ক. সাইট্রিক এসিড খ. অক্সালিক এসিড গ. ম্যালিক এসিড ঘ. অ্যাসিটিক এসিড
উত্তর: গ
No comments:
Post a Comment