41st BCS Preli Preparation - ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি
যদি লাইগা যায়
১.★আফ্রিকার কোন দেশে রাশিয়া সামরিক ঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছে? =সুদান।
২.★পাকিস্তানের পঞ্চম ও বিশেষ প্রদেশের মর্যাদা পেয়েছে? =গিলগিৎ-বালতিস্তান।
৩.★'ওবামাকেয়ার ' স্বাস্থ্যবিলটি কত সালের? =২০১০।
৪.★সন্ত্রাসবাদ সূচক -২০১৯ ও ২০২০ অনুসারে শীর্ষ দেশ? = আফগানিস্তান।
৫.★Global Fire Power এর Military Strength Index এ তৃতীয় ও চতুর্থ শীর্ষ দেশ? = চীন ও ভারত।
৬.★২০২১ সালের ২৫-২৬ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত Climate Adaptation Summit (ভার্চুয়ালি)এর আয়োজক দেশ কোনটি? =নেদারল্যান্ডস।
৭.★'ব্রেক্সিট' কর্যকর হয়?= ৩১ জানুয়ারি, ২০২০।
৮.★২০১৮ সালের সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণ হয়? = ৬টি।
৯.★'কাজী এন্ড কাজী 'চা বাগান কোন জেলায়? = পঞ্চগড় জেলায়।
১০.★ নৃ -তাত্ত্বিক ভাষা? = ৪১টি।
🌍 J. A. Tumpa 🌍
💜For Upcoming BCS💜
১.★2020 সালের ৮ নভেম্বর তারিখে মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে অং সান সু চি,র নেতৃত্বাধীন
NLD কত শতাংশ আসনে জয়লাভ করে? =৮৩%।
২.★Institute for Economics & Peace -এর 'Global Peace Index -2020 ' অনুযায়ী দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ?=ভুটান।
৩.★Self Defence Force সেনাবাহিনী? =জাপান।
৪.★বৈশ্বিক বায়ু পরিস্থিতি -২০২০অনুযায়ী দূষণে শীর্ষ দেশ? =বাংলাদেশ।
৫.★বাংলাদেশ সরকারের ২০২০ সালের হিসেবে অতি দারিদ্র্যের হার? =১০.৫%।
৬.★ইকোনমিস্টের প্রতিবেদন ২০১৯ ও ২০২০ অনুযায়ী,গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম? = ৮০(২০১৯)&৭৬(২০২০)।
৭.★বর্তমানে নারী মন্ত্রী কতজন? = ৫জন।
৮.★বাংলাদেশ ব্যাংকের গভর্নর 'ফজলে কবীর'কত বার গভর্নর হন?= ৩ বার।
৯.★২০২০ সালের ২০ মে বাংলাদেশ ও ভারত উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের গতিবেগ ছিল ঘন্টায়?= ১১২-১৮৬কি.মি।
১০.★বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আপেক্ষিক আর্দ্রতা?= বাড়ে।
💜 J. A. Tumpa 💜
★Most Important Computer★
★For Upcoming BCS★
১.★ Bluetooth কিসের উদাহরণ? =PAN.
২.★টেলিকনকারেন্সিং এর উদ্ভাবক কে?= মরি টারফ।
৩.★মোবাইল ফোনে কোন Mood এ যোগাযোগ হয়?= Full Duplex.
৪.★রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বুঝায়? = পেশি।
৫.★নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদনা করে?= Compiler.
৬.★Wi-MAX কোন ধরনের নেটওয়ার্ক? =MAN.
৭.★নিচের কোনটি IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার? =MARK-I.
৮.★ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়?= 65536.
৯.★VIRUS এর নামকরণ করেন কে?= ফ্রেড কোহেন।
১০.★আইসি (IC) চিপস কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহারিত হয়? =৩য়।
💗 J. A. Tumpa 💗
No comments:
Post a Comment