প্রিলিতে আপনি কেন ফেল করবেন - জেনে নিন



৪২তম ও ৪১তম প্রিলির ডেট  দিয়েছে পিএসসি।ডাক্তাদের জন্য এক মাস আর ৪১ এর প্রার্থীরা প্রায় দুই মাস পাচ্ছেন।

অনেক প্রার্থীর সাথে কথা বলে নিন্মলিখিত  কারণগুলো প্রিলিতে ব্যর্থ হওয়ার  স্পষ্ট  উল্লেখযোগ্য কারণ হিসেবে ধরা যায়।


১। সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা  না থাকা।

২।বিগত বছরের প্রশ্ন এনালাইসিস  না করা।

৩।ভালো করে রিভিশন না দেওয়া।

৪।শেষে ভালো করে পড়ব বলে মনস্হির করে পরে কূল কিনারা না পেয়ে হাল ছেড়ে দেওয়া।

৪।শেষ মুহূর্তে অপ্রাসঙ্গিক জিনিস ও মনে রাখার চেষ্টা। 

৫। এমসিকিউ দাগাতে কনফিউশান  থাকলে বাসায়/কোচিং এ  মডেল টেস্ট না দেওয়া।

৬।একবার প্রিলি পাস করার পর ওভার কনফিডেন্স কাজ করা।

৭।ইংরেজি  ও ম্যাথে কম জোর দিয়ে সাধারণ জ্ঞানে বেশী সময় দেওয়া।

৮।পরীক্ষার হলে ভয় /কনফিউশান কাজ করা;আন্দাজের উপর বেশী দাগানো।

৯।এক সপ্তাহে পাশ/একমাসে প্রিলি পাসের মতো মোটিভেশন বিশ্বাস করা।

১০।নিজের মেধা অনুযায়ী  পরিশ্রম  না করা।


অনেক বাঘা বাঘা প্রার্থীও প্রিলি ফেল করে। বিসিএস যাত্রায় প্রিলি আর ভাইভা আনসার্টেন।তাই নিজের ও সৃষ্টিকর্তার  উপর বিশ্বাস রাখুন ;অনুশীলন ও অধ্যাবসায় চালিয়ে যান।আলো আসবেই।

সকলের জন্য শুভকামনা।

No comments:

Post a Comment