বাংলাদেশের ৮ টি বিভাগের জেলাগুলোর নাম মনে রাখার সহজ উপায় - আজীবন মনে রাখার মত কৌশল - An easy way to remember the names of the 6 divisional districts of Bangladesh - a lifelong memorization strategy

বাংলাদেশের ৮ টি বিভাগের জেলাগুলোর নাম মনে রাখার সহজ উপায় - আজীবন মনে রাখার মত কৌশল - An easy way to remember the names of the 6 divisional districts of Bangladesh - a lifelong memorization strategy






বরিশাল বিভাগ:

সূত্রঃ পপির বর ঝাল ভালবাসে।

১) প=পটুয়াখালী

২) পি=পিরোজপুর

৩) বর= বরিশাল

৪) বর= বরগুনা

৫) ঝাল= ঝালকাঠি

৬) ভালবাসে= ভোলা

ঢাকা বিভাগঃ

সূত্রঃ কিগো শরিফের মামু রানা গাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে।

১) কি= কিশোরগঞ্জ

২) গো= গোপালগঞ্জ

৩) শরি= শরিয়াতপুর

৪) ফের= ফরিদপুর

৫) মা= মাদারীপুর

৬) মা= মানিকগঞ্জ

৭) মু= মুন্সিগঞ্জ

৮) রা= রাজবাড়ি

৯) না= নারায়ণগঞ্জ

১০) গাজীর= গাজীপুর

১১) টাকা= টাঙ্গাইল

১২) ঢাকার = ঢাকা

১৩) সিন্ধুকে= নরসিংদী

চট্টগ্রাম বিভাগঃ

সূত্রঃ কুমিল্লার ব্রাহ্মন লক্ষীকে চাঁদে নেয়, ফেরনী চকবার

আইসক্রীম খায়।

১) কুমিল্লার= কুমিল্লা

২) ব্রাহ্মন = ব্রাহ্মনবাড়িয়া

৩) লক্ষীকে= লক্ষীপুর

৪) চাঁদে= চাঁদপুর

৫) নেয়= নোয়াখালী

৬) ফেরনী= ফেনী

৭) চ= চট্টগ্রাম

৮) ক= কক্সবাজার

৯) বা= বান্দরবন

১০) র= রাঙ্গামাটি

১১) খায়= খাগড়াছড়ি

রাজশাহী বিভাগঃ

সূত্রঃ চাঁপাবাজ নাসির।

১) চাঁ= চাঁপাই নবাবগঞ্জ

২) পা= পাবনা

৩) বা= বগুড়া

৪) জ= জয়পুরহাট

৫) না= নাটোর

৬) না= নওগা

৭) সি= সিরাজগঞ্জ

৮) র= রাজশাহী

খুলনা বিভাগঃ

সূত্রঃ মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়া যশোরের ডাঙ্গায় ফেলল।

১) মা= মাগুরা

২) মেয়ে= মেহেরপুর

৩) ঝিয়ে= ঝিনাইদহ

৪) সাত= সাতক্ষীরা

৫) বাঘ= বাঘেরহাট

৬) খুন= খুলনা

৭) করে= কুষ্টিয়া

৮) নড়াইয়া= নড়াইল

৯) যশোরের= যশোর

১০) ডাঙ্গায়= চুয়াডাঙ্গা।

রংপুর বিভাগঃ

সূত্রঃ পঞ্চ ঠাকুর লাল নীল রংয়ের কুড়িটি গাই দিল।

১) পঞ্চ= পঞ্চগড়

২) ঠাকুর= ঠাকুরগাও

৩) লাল= লালমণীরহাট

৪) নীল= নীলফামারী

৫) রংয়ের= রংপুর

৬) কুড়িটি= কুড়িগ্রাম

৭) গাই= গাইবান্ধা

৮) দিল= দিনাজপুর।

সিলেট বিভাগঃ

সূত্রঃ হবিগঞ্জের মৌলভীর সুনাম ছিল।

১) হবিগঞ্জের= হবিগঞ্জ

২) মৌলভীর= মৌলভীবাজার

৩) সুনাম= সুনামগঞ্জ

৪) ছিল= সিলেট।

ময়মনসিংহ বিভাগঃ

সূত্রঃ নেত্রকোনার জাম সেরা।

১) নেত্রকোনার= নেত্রকোনা

২) জা= জামালপুর

৩) ম= ময়মনসিংহ

৪) সেরা= শেরপুর

Taken from the pages of history - ইতিহাসের পাতা থেকে নেওয়া।

Taken from the pages of history -  ইতিহাসের পাতা থেকে নেওয়া। 




☞নোবেল চালু → ১৯০১ সালে।

☞ফিফা গঠিত → ১৯০৪ সালে।

☞বঙ্গভঙ্গ → ১৯০৫ সালে।

☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১ সালে।

☞টাইটানিক ধংস → ১৯১২ সালে।

☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩ সালে।

☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪ সালে।

☞রুশ বিপ্লব → ১৯১৭ সালে।

☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯ সালে।

☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯ সালে।

☞ম্যাগনাকার্টা → ১২১৫ সালে।

☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২ সালে।

☞শিল্প বিপ্লব → ১৭৬০ সালে।

☞আমেরিকা মুক্ত → ১৭৭৬ সালে।

☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০ সালে।

☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০ সালে।

☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫ সালে।

☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫ সালে।

☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩ সালে।

☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫ সালে।

☞সুয়েজ খাল খনন → ১৮৬৯ সালে।

☞ফরাসি বিপ্লব → ১৭৮৯ সালে।

☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০ সালে।

☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩ সালে।

☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪ সালে।

☞সিটি বিটি সই হয় → ১৯৯৬ সালে।

☞সিটি বিটি অনুমোদন → ২০০০ সালে।

☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭ সালে।

☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১ সালে।

☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫ সালে।

☞মোঃ আলী মারা যান → ২০১৬ সালে।

☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬ সালে।

☞ঢাবি স্থাপিত → ১৯২১ সালে।

☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩ সালে।

☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯ সালে।

☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা) সনে। 

☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫ সালে।

☞জাতিসংঘ → ১৯৪৫ সালে।

☞দেশ বিভাগ → ১৯৪৭ সালে।

☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮ সালে।

☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯ সালে।

☞এভারেস্ট বিজয় → ১৯৫৩ সালে।

☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬ সালে।

☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯ সালে।

☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১ সালে।

☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯ সালে।

☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯ সালে।

☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২ সালে।

Bangladesh Bank has decided to lend 200 million to Maldives - মালদ্বীপকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Bangladesh Bank has decided to lend 200 million to Maldives - মালদ্বীপকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।





২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যার মধ্যে এ পর্যন্ত ২.১ বিলিয়ন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে।

চলতি বছর "Currency Swap Deal" এর মাধ্যমে রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার দেয় বাংলাদেশ যাতে করে দেশটি ব্যালান্স অফ পেমেন্ট ক্রাইসিস কাটাতে পারে। এখান থেকে বাংলাদেশ ২-২.৫% হারে সুদ পাবে যা যে কোনো বিনিয়োগ থেকে বাংলাদেশ যা লাভ করে তার প্রায় দ্বিগুণ।  

করোনাকালীন পর্যটন সংকটে অর্থ সমস্যায় পড়ায় মার্চ,২০২১ এ বাংলাদেশে এসে (মুজিববর্ষ উৎযাপনের সময়) মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সালেহ ৫ বছরের জন্য এ ঋণের জন্য আবেদন জানান।

গভর্নর ফজলে কবির জানিয়েছেন, মালদ্বীপকে ঋণ দেবার সামর্থ্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে এবং এটি দেশের জন্য একটি গর্বের বিষয়।

সূত্রঃ The Business Standard. 

আমার প্রস্তাবঃ

বাংলাদেশের হাজার হাজার যুবক পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, মূলধনের অভাবে বিজনেস করতে পারছেন না, ব্যবসার জন্য   ব্যাংক  থেকে ঋণ পাচ্ছে না ।  অথচ সরকারের উচ্চ মহল থেকে বলা হয় - আপনারা উদ্যোক্তা হন, স্বনির্ভর হন। তাহলে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের টাকা থেকে কারেন্সি সোয়াপ ডিলের মাধ্যমে বিদেশে  যেভাবে ঋণ দিচ্ছে, সেটা অন্য কোন ডিলের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক বিশেষ করে যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, তাদের মাঝে দেয়া যায় কিনা?? 

যেমন শ্রীলঙ্কাকে যে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়া হয়েছে সেটা যদি দেশের ৩০ ঊর্ধ্ব ২০,০০০ পোস্ট গ্রাজুয়েট বেকারকে ঋণ আকারে দেয়া হতো তবে প্রত্যেকে উদ্যোক্তা হবার জন্য পেত ২০০/২০,০০০(১০লক্ষ*৮৫)= ৮,৫০,০০০ টাকা। সেটা যেকোনো কঠিন শর্ত বা কয়েক মেয়াদে কিস্তি আকারে।  

তাহলে দেশের যেমন  প্রোডাকশন বাড়বে, জিডিপি বাড়বে, দেশ স্বনির্ভর হবে। ঠিক তেমনি বেকার বাঁচবে, চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে হবে না।  

করোনার কারণে দেশের লাখো লাখো শিক্ষিত যুবক বেকার হয়ে  ঘরে বসে ছিল। তাদের কেউ কেউ স্বেচ্ছাসেবী হিসেবে সারা দেশের মানুষকে করোনা সম্পর্কে সচেতন করেছে। তারাই এখন বয়স বৃদ্ধির আন্দোলন করছে। 

নিজের দেশের টাকা নিজ দেশেই থাকলো,  বেকার বাঁচলো, জিডিপি বাড়লো।

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


In August 2021, Bangladesh Bank's foreign exchange reserves exceeded ৮ 46 billion, of which 2.1 billion have been sold to commercial banks so far.


This year, Bangladesh paid ঙ্ক 200 million from reserves to Sri Lanka through the "Currency Swap Deal" so that the country could meet the balance of payments crisis. From here Bangladesh will get interest rate at the rate of 2-2.5% which is almost double what Bangladesh gets from any investment.


Maldivian President Ibrahim Mohammed Saleh, who arrived in Bangladesh in March 2021 (during the Mujib Year celebrations) to apply for a five-year loan, said he was facing financial difficulties due to the Corona-era tourism crisis.


Governor Fazle Kabir said Bangladesh Bank has the capacity to lend to Maldives and it is a matter of pride for the country.


Source: The Business Standard.


My suggestion:


Thousands of young people in Bangladesh are not able to become entrepreneurs due to lack of capital, they are not able to do business due to lack of capital, they are not getting loans from banks for business. But it is said from the upper echelons of the government - you become entrepreneurs, become self-reliant. So the way Bangladesh Bank is giving loans abroad through currency swap deal from the reserve money, can it be given through any other deal among the educated unemployed youth of the country especially those who are getting old ??


For example, if the ২০০ 200 million loan given to Sri Lanka was given in the form of loan to 30 post graduate unemployed of the country, then everyone would get Rs. 200 / 20,000 (10 lakh * 75) = Rs. That is in the form of any difficult condition or in installments over a period of time.


Then the country's production will increase, GDP will increase, the country will be self-sufficient. Just like the unemployed will live, there is no need to increase the age of entry into the job.


Due to Corona, millions of educated youth of the country were sitting at home unemployed. Some of them, as volunteers, have made people across the country aware of Corona. They are now in the process of aging.


The money of one's own country remained in one's own country, the unemployed survived, the GDP increased.

Bangla Academy Award - 2021 - বাংলা একাডেমি পুরস্কার -২০২১

 Bangla Academy Award - 2021 - বাংলা একাডেমি পুরস্কার -২০২১




১। প্রথমবারের মতো রবীন্দ্র পুরস্কার: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
২। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার: পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক
৩। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার: ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম।
৪। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার: সুকুমার বড়য়া
৫। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার: ফেরদৌসী মজুমদার (প্রথমবারের মতো প্রবর্তিত)
৬। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার: ড. তসিকুল ইসলাম রাজা।
৭। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কার: সৌমিত্র চক্রবর্তী (‘করোনা বৃত্তান্ত’)

1. Rabindra Award for the first time: Former Governor of Bangladesh Bank. Atiur Rahman. 2. Meher Kabir Science Literature Award: Bird expert Inam Al Haq 3. Literary Mohammad Barkatullah Essay Award: Historian Professor Sirajul Islam. 4. Mozharul Islam Poetry Award: Sukumar Baraya 5. Professor Mamtajuddin Ahmed Natyajan Award: Ferdousi Majumder (Introduced for the first time) . Sadat Ali Akhand Literary Award: Dr. Tasikul Islam Raja. . Halima-Sharfuddin Science Writer Award: Soumitra Chakraborty (‘Corona Biography’)

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবর্তিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে তিন লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এর আগে এক সংবাদ সম্মেলনে ২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।


হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্যমান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে এ বছর থেকে তিন লাখ টাকা করা হয়েছে।

তিনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তনের ৬০ বছর অর্থাৎ হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত ৩০৭ জন লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লেখকদের বয়সের ক্রমকে কোনা মানদণ্ড হিসেবে বিবেচনা করে না, বরং বৈশিষ্ট্যপূর্ণ সাহিত্যকর্মের জন্য এ পুরস্কার যে কোনো বয়সেই একজন লেখক অর্জন করতে পারেন।  

তিনি বলেন, নির্ধারিত কোনো গ্রন্থের জন্য নয়, বরং লেখকের সামগ্রিক সাহিত্যকর্ম বিবেচনা করে এ পুরস্কার দেওয়া হয়। কোনো লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যার বিপুলতা এ পুরস্কারকে প্রভাবিত করে না। রচনাকর্মের স্বাতন্ত্র এবং অভিনবত্বের কারণে কম বয়সের কোনো লেখকও অনায়াসে এ পুরস্কার পেতে পারেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় যথাসম্ভব স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়।

এসময় তিনি বাংলা একাডেমির পক্ষ থেকে এবারের পুরস্কারপ্রাপ্ত লেখকদের আন্তরিক অভিনন্দন জানান।

বৃহস্পতিবার বিকেলে ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১০ কবি ও লেখক এ পুরস্কার পেলেন। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কবিতায় মাকিদ হায়দার, কথা সাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়াকে এ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে তিন লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেবেন।

বিষয়শ্রেণী:বাংলা একাডেমি পুরস্কার সাহায্য উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে উপবিষয়শ্রেণীসমূহ এই বিষয়শ্রেণীতে কেবলমাত্র নিচের উপবিষয়শ্রেণীটি আছে। ব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী‎ (৫টি ব, ১০২টি প) "বাংলা একাডেমি পুরস্কার" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ১০টি পাতার মধ্যে ১০টি পাতা নিচে দেখানো হল। ক টেমপ্লেট:কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ব টেমপ্লেট:বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৮০-৮৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০১০-১৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০২০-২৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৬০-৬৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৭০-৭৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৯০-৯৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০০০-০৯)

Bangabandhu Satellite -1 - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

 Bangabandhu Satellite -1 - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১






বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
১.’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বহনকারী রকেটের নাম -
→ ফ্যালকন-৯।
২. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মেয়াদকাল-
→ ১৫ বছর।
৩. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিজস্ব কক্ষপথে পৌঁছে -
→ ২১ মে ২০১৮।
৪.মহাকাশে ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর অবস্থান -
→ ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশে।
৫. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর ট্রান্সপন্ডার রয়েছে -
→ ৪০টি।
৬.বাংলাদেশ ব্যবহার করবে -
→ ২০টি ট্রান্সপন্ডার।
৭.বাংলাদেশ ভাড়া নিতে পারবে -
→ ২০টি ট্রান্সপন্ডার।
৮. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বাংলাদেশ বুঝে পায় -
→ ৯ নভেম্বর ২০১৮।
৯. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় -
→ ১ অক্টোবর ২০১৯।
১০. ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মূল অবকাঠামো তৈরী করে -
→ ফ্রান্সের মহাকাশ সংস্থা ‘থ্যালেস অ্যালেনিয়া স্পেস’।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।[৩] এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে এক বছরে প্রত্যাশা ও প্রাপ্তি:
এই স্যাটেলাইট স্থাপনের মূল উদ্দেশ্য ছিল যেন দেশের দুর্গম অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ স্থাপন, নিরবচ্ছিন্ন সম্প্রচার সেবা নিশ্চিত করা যায়।

প্রাকৃতিক দুর্যোগের সময় ফাইবার অপটিক নেটওয়ার্ক বা ট্রান্সমিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়।

এছাড়া দেশের যে সরকারি বেসরকারি টেলিভিশন স্টেশনগুলো আছে সেগুলোকে এই স্যাটেলাইটের আওতায় আনার পরিকল্পনার কথাও বলা হয়েছিল।

Bangladesh's first satellite 'Bangabandhu Satellite-1' was launched on 12 May 2016. The satellite was successfully launched from Cape Canaveral, Florida, USA. It is named after Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. kalerkantho The main purpose of setting up this satellite was to establish telecommunication in remote areas of the country, to ensure uninterrupted broadcasting services. Even if the fiber optic network or transmission tower is damaged during a natural disaster, the communication system should not be disrupted. With this, the name of Bangladesh was added to the list of the 57th country to launch its own satellite. Space Partnership International, a US-based think tank, was hired in March 2012 to design the artificial satellite system. BTRC has signed an agreement with French company Thales Alenia Space for the purchase of satellite system worth Tk 1,951.65 crore. In 2015, BTRC entered into a formal agreement with the Russian satellite company Interspunic to purchase orbital slots. In 2016, an organization called 'Bangladesh Communication Satellite Company Limited' was formed for the overall management of artificial satellites. Five thousand crore rupees was sanctioned as the initial capital of this company. Bangabandhu Satellite-1 carries a total of 40 KU and C-band transponders with a capacity of 1600 MHz and has a lifespan of about 15 years. Bangladesh and Bangabandhu-1 are written in English on the color design of the red-green flag of Bangladesh on the outer part of the satellite. There is also a monogram of Bangladesh government. The KU band of 'Bangabandhu Satellite-1' includes Bangladesh, India, Nepal, Bhutan, Sri Lanka, Philippines and Indonesia along with its waters in the Bay of Bengal. The Bangabandhu-1 artificial satellite is being controlled from the ground of Bangladesh after its full launch. For this purpose earthworks were set up at Joydevpur in Gazipur district and Betbunia in Rangamati. The main station is the land center of Joydevpur. And the station in Betbunia is kept as an alternative. Not only local companies, but also Bangladesh and several other TV channels of the world are currently using Bangabandhu-1 satellite with transponder rent. Notable countries are Honduras, Turkey, Philippines, Cameroon and South Africa.

Bijoy Keyboard Jukto Borno Lekhar Niom - যুক্ত বর্ণ – বিজয় কিবোর্ডে যুক্ত বর্ণের তালিকা

Bijoy Keyboard Jukto Borno Lekhar Niom - যুক্ত বর্ণ – বিজয় কিবোর্ডে যুক্ত বর্ণের তালিকা


বাংলা ভাষাতে অনেক গুলো যুক্ত বর্ণ আছে যেমন ক্ষ, জ্ঞ, হ্ম ক্স  সহ আরো অনেক । একের অধিক বর্ণ  নিয়ে নতুন যে বর্ণ হয়ে, সেগুলো যুক্ত বর্ণ ।  আর কম্পিউটারে বিজয় কিবোর্ডে বাংলা যুক্ত বর্ণ টাইপ করতে গিয়ে অনেকেই আটকে যাই । তো আজ আলোচনা করবো বিজয় কিবোর্ডে যুক্ত বর্ণ গুলো কিভাবে লিখতে হয় । নিচে বিজয় কিবোর্ডে যুক্ত বর্ণের তালিকা দেয়া হল যেখানে একটি করে উদাহরন ও দেবার চেস্ঠা করেছি । আর দেখে নিতে পারেন বিজয় এ বাংলা সব বর্ণ লেখার পদ্ধতি ।


বিজয় কিবোর্ডে যুক্ত বর্ণ

নিচে বর্ণ ভিত্তিক ক্রম অনুসারে যুক্ত বর্ন গুলো সাজানোর চেষ্ঠা করেছি আমরা ।

নোট : ্র যেমন ত্র বা ক্র অর্থাৎ যেসব ক্ষেত্রে ্র ( র ফলা  ) ব্যবহার হয়েছে । যেগুলো তে বিজয় এর কোন কোন ভার্সন যেমন বিজয় বায়ান্ন্য তে g+v তে কাজ নাও করতে পারে । সেক্ষেত্রে সরাসরি ্র ( র ফলা  ) যোগ করতে পারেন z চেপে । যেমন ত্র এর জন্য k+z চাপলেই পেয়ে যাবেন ।

ক দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ক + স (j g n) = ক্স  -> বাক্স
  • ক + ট + র (j g t g v ) = ক্ট্র -> অক্ট্র্য়
  • ক + ত (j g k ) = ক্ত -> ডাক্তার
  • ক + ষ  ((j g Shift N) = ক্ষ -> পরীক্ষা
  • ক + ষ + ণ ((j g Shift N g Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ
  • ক +ষ +ম (j g Shift N g m) = ক্ষ্ম  -> সূক্ষ্ম
  • ক + ষ + ব( j g Shift N g b) = ক্ষ্ব -> সাক্ষ্বর
  • ক + র (j g v ) কিংবা (j z)= ক্র -> চক্র
  • ক + ল (j g Shift V) =ক্ল -> ক্লান্ত
  • ক + ট (j g t )  = ক্ট -> ডক্টর

খ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • খ + য ( Shift J g w ) = খ্য
  • খ + র ( Shift J g v ) কিংবা (Shift J z) = খ্র

গ দিয়ে শুরু যুক্ত বর্ণ তালিকা

  • গ + র (o g v) কিংবা (o z)   = গ্র -> গ্রহণ
  • গ + ধ ( o g Shift L) =গ্ধ -> মুগ্ধ
  • গ + ন + য (o g b g w)  =গ্ন্য -> যুগ্ন্য
  • গ + ধ + য (o g Shift L g w) = গ্ধ্য

ঘ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ঘ + ন (Shift O g b )  = ঘ্ন
  • ঘ + য (Shift O g w)= ঘ্য
  • ঘ + র (Shift O g v) কিংবা (Shift O z) = ঘ্র

ঙ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ঙ + খ (q g Shift J) = ঙ্খ ->  শঙ্খ
  • ঙ + ক = ( q g j ) = ঙ্ক
  • ঙ + ক + ত (q g j g k)  =  ঙ্ক্ত
  • ঙ + ক + য (q g j g w ) = ঙ্ক্য
  • ঙ + গ (q g o)  = ঙ্গ
  • ঙ + গ + ঙ (q g o g w ) = ঙ্গ্য
  • ঙ + ম ( q g m) = ঙ্ম

চ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • চ + ছ + য (y g Shift Y g w) = চ্ছ্য
  • চ + ছ + র (y g Shift Y g v ) কিংবা (y g Shift Y z) = চ্ছ্র
  • চ + ব (y g h)= চ্ব
  • চ + চ (y g y)  = চ্চ
  • চ + ছ (y g Shift Y ) = চ্ছ
  • চ + ছ + ব ( y g Shift Y g h)= চ্ছ্ব

জ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • জ + ঞ (u g I) = জ্ঞ -> জ্ঞান
  • জ + ব (u g h) = জ্ব ->জ্বর
  • জ + জ + ব (u g u g h ) = জ্জ্ব -> উজ্জ্বল
  • জ + ঝ (u g Shift U  )= জ্ঝ
  • জ + ঘ + য (u g Shift O g w )= জ্ঘ্য

ঞ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ঞ + চ (I g y)  = ঞ্চ -> কাঞ্চন
  • ঞ + ছ ( Shift I g y )= ঞ্ছ
  • ঞ + জ (Shift I g u) =ঞ্জ -> ইঞ্জিল
  • ঞ + চ ( Shift I g y ) =ঞ্চ

ট দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ট + ট  (t g t) = ট্ট -> চট্টগ্রাম
  • ট + ম (t g m) = ট্ম -> কুট্মল
  • ট + ব (t g h ) = ট্ব -> খট্বা

ড দিয়ে শুরু বর্ণের তালিকা

  • ড + ব ( e g h )= ড্ব
  • ড + য (e g w)= ড্য
  • ড + র (e g v ) কিংবা (e z) = ড্র

ঢ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ঢ + য ( E g w) = ঢ্য
  • ঢ + য  (Shift E g w)= ঢ্য
  • ঢ + র (Shift E g w ) কিংবা (Shift E z)= ঢ্র

ণ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ণ + ঠ (Shift B g Shift T) = ণ্ঠ -> কণ্ঠ
  • ণ + য় (b g w ) = ণ্য
  • ণ + ণ (B g B)   = ণ্ণ
  •  ণ + ড + র ( Shift B g e g v)= ন্ড্র

ত দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ত + ন (k g b) = ত্ন
  • ত + ত + য (k g k g w) = ত্ত্য
  • ত + র (k g v) কিংবা (k z) = ত্র
  • ত + র + য  (k g v g  w) কিংবা (k z g w)= ত্র্য ->ত্র্যন
  • ত + ব (k g h )= ত্ব
  • ত + থ (k g Shift K )  = ত্থ

থ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • থ + ব (Shift K g h ) = থ্ব
  • থ + য (Shift K g w) = থ্য -> কথ্য
  • থ + র (Shift K g v ) কিংবা (Shift K z)= থ্র -> থ্রি

দ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • দ + ব (l g h)= দ্ব
  • দ (Shift S) = দূ -> দূত
  • দ + দ + ব (l g l g h)= দ্দ্ব
  • দ + ধ (l g Shift L)  =দ্ধ ->  বিদ্ধা
  • দ + ভ ( l g Shift H) = দ্ভ -> অদ্ভুত
  • দ + ম (l g m) = দ্ম

ধ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ধ + ন (Shift L g b) = ধ্ন
  • ধ + য (Shift L g w) = ধ্য
  • ধ + র(Shift L g v) কিংবা (Shift L  z)  = ধ্র

ন দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ন + ট ( b g t) = ন্ট
  • ন + ট + য (b g t g w)  = ন্ট্য
  • ন + ড + র (b g e g v) = ন্ড্র
  • ন + ড (b g e)= ন্ড
  • ন + ত + ব  (n g k g h ) = ন্ত্ব
  • ন + ত + র + য (b g k g v g w) কিংবা (b g k z g w) = ন্ত্র
  • ন + থ (b g i ) = ন্থ
  • ন + দ ( b g l ) = ন্দ
  • ন + দ + র ( b g l g v ) = ন্দ্র
  • ন + ধ + য ( b g Shift L g w ) = ন্ধ্য

প দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • প + ট (r g t) =প্ট
  • প + র (r g v) কিংবা (r  z)= প্র
  • প + য (r g w )= প্য

ফ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  •  ফ + ল (Shift R g Shift V ) =ফ্ল
  • ফ + ব (Shift R g h)=ফ্ব
  • ফ + র (Shift R g v) কিংবা (Shift R  z)= ফ্র

ব দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ব + ধ  ( h g Shift L) = ব্ধ
  • ব + দ (h g l)= ব্দ
  • ব + ধ (h g Shift L )= ব্ধ
  • ব + ব (h g h) =ব্ব
  • ব + ল (h g Shift V) = ব্ল

ভ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ভ + র (Shift H g v ) কিংবা (Shift H  z)  = ভ্র -> ভ্রমন
  • ভ + ব (Shift H g h) =ভ্ব

ম দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ম + প + র (m g r g v ) = ম্প্র
  • ম + ল (m g Shift V) = ম্ল
  •  ম + ভ (m g Shift H) = ম্ভ

য দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • য + র (w g v) কিংবা (w z)= য্র

র দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • র + ত + র (v g k g r) = র্ত্র
  • র + ম  (v g m)  = র্ম
  • র + ক (v g j )=র্ক
  • র + জ + য (v g u g w )= র্জ্য
  • র + ত + র  (v g k g v)= র্ত্র
  • র + ধ + ব (v g Shift L g h)  = র্ধ্ব
  • র + শ + ব (v g  Shift M  g h) = র্শ্ব

ল দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ল + ব (Shift V g h) = ল্ব
  • ল + ল (Shift V g Shift V) = ল্ল
  • ল + য (Shift V g w ) = ল্য

শ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • শ + ন (Shift M g b)  = শ্ন
  • শ + ম(Shift M g m) = শ্ম
  • শ + র (Shift M g v) = শ্র

ষ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • ষ + ণ (Shift N g Shift B)  = ষ্ণ -> কৃষ্ণ
  • ষ + ট(Shift N g t) = ষ্ট
  • ষ + ঠ (Shift N g Shift T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ

স দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • স + ব (n g h) = স্ব
  • স + থ + য (n g Shift K g w) = স্থ্য ->স্বাস্থ্য
  • স + ট + র (n g t g v) = স্ট্র
  • স + ত + র (n g k g v) = স্ত্র
  • স + ত + ব (n g k g h) = স্ত্ব
  • স + থ (n g  Shift K) = স্থ -> স্থান

হ দিয়ে শুরু যুক্ত বর্ণের তালিকা

  • হ + ম ( i g m) = হ্ম
  • হ+ র (i g v) কিংবা (i  z) = হ্র
  • হ + ম ( i g m )= হ্ম

তো এই ছিলো বিজয় কি বোর্ড এ বিভিন্য যুক্ত বর্ণ গুলো লেখার পদ্ধতি । আমরা চেস্টা করেছি যতটা সম্ভব যু্ক্ত বর্ণ গুলো যোগ করার । এর পরও যদি আপনার নতুন কিছু জানার থাকে । নিচে কমেন্টে আমাদের জানান । আমরা চেষ্ঠা করবো উত্তর দেবার । আর বিজয় এর বাংলা সব গুলো বর্ণ লেখার পদ্ধতি জানতে চাইলে দেখে নিতে পারেন