40th BCS Preliminary Model Test

40th BCS Preliminary Model Test

মডেল টেস্ট
১.বাংলাদেশের ভোমরা স্থলবন্দরের অপর পাশে ভারতের কোন স্থল বন্দর?
ক)ডাউকি 
খ)কাকরভিটা 
গ)পেট্রোপোল 
ঘ)ঘোজাডাঙা✓
২.বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বশেষ উচ্চ ফলনশীল ধানের জাত কোনটি?
ক)ব্রি ধান-৮১✓ 
খ)ব্রি ধান-৮২
গ)ব্রি ধান-৮৩ 
ঘ)ব্রি ধান-৮৩
৩.সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
ক)শাহবাজপুর, ভোলা ✓
খ)বাল্লা,হবিগঞ্জ
গ)মোবারকপুর,পাবনা
ঘ)বুড়িচং,কুমিল্লা
৪.বিশ্বব্যাংকের মতে ২০১৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত ছিল?
ক)৬.২ শতাংশ 
খ)৬.৪ শতাংশ✓
গ)৬.৯ শতাংশ 
ঘ)৭.২ শতাংশ
৫.বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সফটওয়ার টেকনোলোজি পার্ক কোথায় স্থাপিত হতে যাচ্ছে?
ক)রাজশাহী 
খ)সিলেট 
গ)নারায়ণগঞ্জ 
ঘ)যশোর✓
৬.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কবে ইউনেস্কো 'মেমরি অদ দ্য ওয়ার্ল্ড ' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক)৩০ অক্টোবর ২০১৭ ✓
খ)৩১ অক্টোবর ২০১৭
গ)১ নভেম্বর ২০১৭
ঘ)২ নভেম্বর ২০১৭
৭.স্বাধীনতা দিবস প্রথম পালিত হয় কবে?
ক)১৯৭২ সালে 
খ)১৯৭৫ সালে
খ)১৯৮০ সালে✓
ঘ)১৯৮২ সালে
৮.গৌড়মতি কী?
ক)ধান 
খ)আম✓ 
গ)পাট 
ঘ)ইক্ষু
৯.বাংলাদেশ সরকারের ২০১৭ সালের হিসাব অনুযায়ী অতি দারিদ্র্যের হার কত?
ক)১০.১ শতাংশ 
খ)১১.১ শতাংশ
গ)১২.১ শতাংশ✓ 
ঘ)১৩.১ শতাংশ
১০.বাংলার আকবর বলা হয় কাকে?
ক)কুতুব উদ্দিন আইবেক 
খ)আলাউদ্দিন হোসেন শাহ✓
গ)মুহাম্মদ বিন তুঘলক
ঘ)মুহাম্মদ ঘুরি
১১.পাঙন উপজাতিদের বাস কোথায়?
ক)পটুয়াখালী 
খ)দিনাজপুর
গ)রাজশাহী 
ঘ)মৌলভীবাজার ✓
১২.গণপরিষদ অধ্যাদেশ জারি করেন কে?
ক)বিচারপতি আবু সাঈদ চৌধুরী✓
খ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ)সৈয়দ নজরুল ইসলাম
ঘ)তাজ উদ্দীন আহমদ
১৩.বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক)১৬ কোটি ১০ লাখ
খ)১৬ কোটি ২০ লাখ✓
গ)১৬ কোটি ৩০ লাখ
ঘ)১৬ কোটি ৪০ লাখ
১৪.a2i প্রকল্পে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক)UNDP ও UKAID 
খ)USAID ও UKAID 
গ)UNDP ও USAID ✓
ঘ)JICA ও CIDA
১৫.বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত?
ক)২০১০-২০২১✓
খ)২০১০-২০২০
গ)২০১১-২০২০ 
ঘ)২০১১-২০২০
১৬. বাংলাদেশে স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট?
ক)২ স্তর
খ)৩ স্তর✓
গ)৪ স্তর
ঘ)৫ স্তর
১৭.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশে পালিত হয়?
ক)১৮৬টি 
খ)১৮৭টি
গ)১৮৮টি ✓ 
ঘ)১৮৯টি
১৮)যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
ক)৫৬ দিন✓ 
খ)৫৭ দিন
গ)৫৮ দিন 
ঘ)৫৯ দিন
১৯)বাংলাদেশে সরকার কত সে.মি. এর নিচে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে?
ক)২৩ সে.মি. ✓
খ)২৪ সে.মি.
গ)২৫ সে.মি.
ঘ)২৬ সে.মি.
২০)বাংলাদেশের কয়টি ব্যাংকের মাধ্যমে পেপাল সুবিধা পাওয়া যাবে?
ক)৮টি 
খ)৯ টি✓
গ)১০টি 
ঘ)১১টি
২১)সাধারণ নির্বাচনের পর কতদিনের মধ্যে অধিবেশন আহবান করতে হয়?
ক)১৫দিন 
খ)৩০দিন✓
গ)৪৫দিন 
ঘ)৬০দিন
২২)বঙ্গবন্ধুর আমলে সংবিধান কতবার সংশোধন করা হয়?
ক)২ বার 
খ)৩ বার
গ)৪ বার✓ 
ঘ)৫ বার
২৩.ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ কোনটি?
ক)ফকির সন্নাসী বিদ্রোহ✓
খ)নীল বিদ্রোহ
গ)সিপাহী বিদ্রোহ
ঘ)আগস্ট বিদ্রোহ
২৪.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক)সচিব ✓
খ)মন্ত্রী
গ)ক্যাবিনেট সচিব 
ঘ)কোনটিই নয়
২৫.মোট সেক্টর কমান্ডারের সংখ্যা কত?
ক)১৮ জন 
খ)১৭ জন 
গ)১৬ জন✓ 
ঘ)১৫ জন
২৬.শহীদ মিনারে বড় স্তম্ভটি কিসের প্রতীক?
ক)রাষ্ট্রভাষা 
খ)মাতৃভাষা 
গ)মাতৃভূমি 
ঘ)মায়ের✓
২৭.দীর্ঘমেয়াদী উন্নয়ন বাস্তবায়নে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক)NSC 
খ)NEC✓ 
গ)NICAR 
ঘ)ECNEC 
২৮.অষ্ট্রিক জাতির অপর নাম কি?
ক)দ্রাবিড় 
খ)নেগ্রিটো 
গ)নিষাদ✓ 
ঘ)ভোটচীনিয়
২৯.প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা বলে অভিহিত করেছে কোন পত্রিকা?
ক)নিউইয়র্ক টাইমস 
খ)লন্ডন টাইমস
গ)ইন্ডিয়ান টাইমস 
ঘ)খালিজ টাইমস✓
৩০.বাংলাদেশে জেলা পরিষদ কয়টি?
ক)৬১ টি ✓
খ)৬২ টি 
গ)৬৩ টি 
ঘ)৬৪ টি
31.Find out the parts of speech of the follwing word ' Equity' 
a.Pronoun 
b.Noun*
c.Adjective 
d.Adverb 
32.The boy reads a book.What kind of verb 'reads' in the sentence is? 
a.Principal Verb
b.Auxiliary Verb c.Transitive Verb* d.Intransitive Verb 
33.Working in the slums brought her in against the realities of poverty a.Brought Forward 
b.Brought her up* 
c.Brought her on 
d.No Improvement
34.The general public---a large number of computers now as the prices are decreasing
a.must buy 
b.must have bought 
c.must be buying* 
d.must have to bye 35."You need not worry too much about the matter.I'II take care of it."Here the modal auxiliaries are used to express---
a.necessity and responsibility 
b.necessity and possibility* c.determination and invitation 
d.invitation and obligation 36.Which One Of The Following is an adverb? a.somebody 
b.something 
c.someone 
d.sometime*
38.Stay Here Until I---.
a. do not return
b. not return
c.return *
d. should return
39. He is---punctual---effi­cient.
a. neither,but
b. very,but
c. either,or
d. neither,nor*
40. 'I don't like coffee. '---do I'.
a. so
b. nor
c. neither*
d. yes
41. 'Status quo' means---.
a.the existing condition*
b. for a large extent
c. authentic
d. a predicament
42. He---the show.
a. steal
b.struck
c.stole*
d.truck
43. He comes to me from--.
a.Time immemorial
b.Bad to worse
c.Time to time* 
d.Head to feet
44.The Train---before We reach the station.
a.will be left
b. will have left*
c. has left
d. had left
45.The---you Worry, the better.
a. much
b. more
c. little
d. less*
46. The greater the demand ---the price.
a. the hige 
b. hige
c. higher
d. the higher*
47. Nature is the--- physician.
a. good
b. better
c. best*
d. excellent
48. Article is used based on---
a. Spelling
b. Pronunciation*
c. Sound
d. Meaning
49.What is plural of deer?
a. Deers
b. Deeres
c. Deerese
d. Deer*
50. The phrasal verb 'write off'means-
a. To reduce rates 
b. To write completely
c. To increase money
d. To cancel a debt*
51. Who is the father of modern English poetry? 
a. Cynewulf
b. Geoffrey Chaucer* 
c. Robert Browning
d. None Of The Above
52. Farancis Bacon is a/an--
a. Novelist
b. Dramatist
c. Poet
d. Essayist*
53. ' Faerie Queene' is a/an--
a. play
b. short story
c. epic *
d. novel
54. Shekespeare was a writer from--
a. England*
b. Wales
c. Greece
d. None Of These
55. Macbeth is--
a. a play*
b. a novel
c. an essay 
d. a poem
56. Who is the composer of' Paradise Lost'?
a. John Keats
b. S.T Coleridge
c. Lord Byron
d. John Milton*
57. 'A Voyage To Lilliput'is Written By--
a. R.L Stevenson
b. Thomas Hardly
c. Jonathan Swift*
d. William Wordsworth
58. The Solitary Reaper is a-
a. heroic poem
b. romantic poem*
c. classical poem
d. patriotic poem
59. Who Wrote"Biographia Literaria"
a. Lord Byron
b. P.B Shelley
c. S.T.Coleridge* 
d. Charles Lamp
60. Who is the author of 'Heaven And Earth'?
a. Lord Byron*
b. Lord Tennyson
c. John Keats
d. William Wordsworth
61. Poet is sensuousness-
a. P.B. Shelly
b. Wordsworth
c. John Keats*
d. Byron
62. 'Pride And Prejudice'is-
a. Short Story
b. A drama
c. Ode
d. A novel*
63. Tenny Son Wrote-
a. Dover Beach
b. My Last Duchess
c. The Lotos Eaters*
d. The Eve Of St. Agnes
64. Vanity Fair is a novel by-
a. Dickens
b. Thackeray*
c. Scott
d. Fielding
65. The Play 'Candida' is by-
a. James joyce
b. Shakespeare
c. G.B. Shaw*
d. Arthur Miller
৬৬।নিচের কোনটি বিদ্যুৎ প্রবাহে সহায়তা করেনা?
ক.রবার *
খ.তামা
গ.লোহা
ঘ.পিতল
৬৭।ফিউজ তৈরিতে ব্যবহার হয় নিচের কোনটি?
ক.টিন ও তামা
খ.টিন ও সীসা *
গ.টিন ও দস্তা
ঘ.সীসা ও তামা
৬৮।জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় , তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে ?
ক. আকার সংকুচিত**
খ. চলাচল করতে থাকবে 
গ. একই অবস্থানে কাঁপতে থাকবে 
ঘ. পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
৬৯।কোনটি জারক পদার্থ?
ক.লোহা
খ.হাইড্রোজেন
গ.ব্রোমিন *
ঘ.কার্বন
৭০।ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় কোনটির অভাবে ?
ক. নাইট্রোজেন 
খ. বোরন*
গ. পটাসিয়াম
ঘ. ফসফরাস
৭১।নি:শ্বাসের সাথে কোনটি গ্রহণ করলে সমস্যা হতে পারে?
ক.N2*
খO2
গ.Cl
ঘ.Ar
৭২।হার্টের পেস মেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
ক. Tc99m
খ. p32
গ। প্লুটোনিয়াম -২৩৮*
ঘ. Co 60
৭৩।বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
ক.ডায়রিয়া *
খ.ডেঙ্গু
গ.জ্বর
ঘ.চুলকানি
৭৪।একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মক্ষম পুরুষের দৈনিক কত ক্যালরি শক্তিক প্রয়োজন ?
ক. ২০০০-২২০০ কিলোক্যালরি 
খ. ২৫০০-৩০০০ কিলোক্যালরি **
গ. ২৩০০কিলোক্যালরি 
ঘ. ১৮০০-২০০০ কিলোক্যালরি 
৭৫।সিন্কোনা'কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ক.আমাশয়
খ.ম্যালেরিয়া *
গ.কালাজ্বর
ঘ.এইডস
৭৬।ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো একটি অতি-- 
ক.সাধারণ বর্তনী
খ.সহজ বর্তনী
গ.সিলিকনের টুকরার তৈরি বর্তনী *
ঘ.সস্তা দামের বর্তনী
৭৭।হিগস বোসন কণা আবিষ্কৃত হয় কবে? 
ক.২০১২ *
খ.২০১৩
গ.১৮১৮
ঘ.১৯১৮
৭৮।কোনটির মাধ্যমে কোনো ব্যক্তির হৃদপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় ?
ক. ECG**
খ. CT scan
গ. MRI
ঘ. EEG
৭৯।জৈব মুদ্রা বা শক্তিমুদ্রা বলা হয় কোনটিকে ?
ক. ATP*
খ. GTP
গ. NAD
ঘ. NADP
৮০।মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত ?
ক. ২৫ মিমি
খ. ২৫ সেমি*
গ. ২৫ মি
ঘ. .২৫ মি
৮১। কোথায় আলফা নিউমেরিক কোড ব্যবহার হয়?
ক। ACSSI
খ। ASCCI
গ। ASCII √
ঘ। ACSII
৮২। NOTগেইটে ইনপুট কয়টি?
ক।১ √
খ।২
গ।৩
ঘ। কোনটিই নয়।
৮৩। 'ফরেন কী' কোথায় ব্যবহৃত হয়?
ক। ডাটাবেজ √
খ। প্রোগ্রাম
গ। এন্টি ভাইরাস
ঘ। এডিটিং
৮৪। ভিডিও ফাইল ফরমেট এক্সটেনশন কোনটি?
ক।.jpg
খ।.exe
গ।.mpg √
ঘ।.bmp
৮৫। অপটিক্যাল স্টোরেজ ডিভাইজ কোনটি?
ক। CD ROM √
খ। RAM
গ। HADR DISK
ঘ। CPU
৮৬। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক। ADA √
খ। PASCAL
গ। PANCH CARD
ঘ। FORTRAN
৮৭। সরকারি দুই কর্মকর্তার পারস্পারিক যোগাযোগ এর ডিজিটাল ভাবে কোনটি?
ক। P2P
খ। C2C
গ। B2B
ঘ। G2G √
৮৮। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন কোন ভাষায়?
ক। প্যাকেজ
খ। উচ্চতর
গ। মেশিন √
ঘ। এসেম্বলি
৮৯। সবচেয়ে দ্রুত কাজ করে কোন কেবল?
ক। কো এক্সিয়াল
খ। টুইস্টেড পেয়ার
গ। ফাইবার অপটিক √
ঘ। ক্যাট ৫
৯০।কোনটি কম্পিয়টার ভাইরাস?
ক। C++
খ। SQL
গ। CIH √
ঘ। SPSS
৯১।Spread Sheet Program কোনটি?
ক। MS Word
খ। MS Power Point
গ। MS Access
ঘ। MS Excel √
৯২।এম এস ওয়ার্ডে 'Re do' করা হয়_____
ক। Ctrl Z
খ। Ctrl Y √
গ। Shift Z
ঘ। Shift Y
৯৩।এন্ড্রয়েড উদ্ভাবনে ভূমিকা রয়েছে কার ?
ক। Thomas Hobes
খ। Charles Harry
গ। Andy Rubin √
ঘ। Andy Burin
৯৪।IPV4 address কত বিটের?
ক। ১৬
খ। ৩২ √
গ। ৬৪
ঘ। ৮৬
৯৫। খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কবে?
ক। ১৯৬০ √
খ। ১৯৬১
গ। ১৯৬২
ঘ। ১৯৬৪
৯৬। "তুমি বলেছিলে .." কবিতাটির কবি কে ?
ক. শামসুর রাহমান***
খ. দাউদ হায়দার
গ. শহীদ কাদরী
ঘ. সুনীল চট্টোপাধ্যায়
৯৭।জহির রায়হানের " সূর্যগ্রহণ " গল্পটি 
ক. তেভাগা আন্দোলন সম্পর্কিত 
খ. ভাষা আন্দোলন ভিত্তিক **
গ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
ঘ. রোমান্টিক 
৯৮।বাংলা সাহিত্যে প্রথম চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটান কে ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় 
খ. শওকত ওসমান
গ. আখতারুজ্জামান ইলিয়াস 
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ **
৯৯।"আনন্দমঠ" উপন্যাস কিসের পটভূমিতে রচিত ?
ক. ছিয়াত্তরের মন্বন্তরের **
খ. ভারত ছাড় আন্দোলনের 
গ. সাম্প্রতিকদায়িক দাঙ্গার
ঘ. মধ্য বিত্ত সমাজের প্রতিচ্ছবি
১০০।বাঙালী ও বাংলা সাহিত্য ' গ্রন্থের লেখক কে ?
ক. আহমদ ছফা
খ. শাহাদুজ্জামান খান
গ. আহমদ শরীফ**
ঘ. আনিচ্ছুজ্জামান

No comments:

Post a Comment