সমজাতীয় বাগধারা
০১। অসম্ভব জিনিস— আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি, পশ্চিম দিকে সূর্য ওঠা।
০২। অপদার্থ—অকালকুষ্মাণ্ড, উনপাঁজরে, ঘণ্টাগরুড়, গোবর গণেশ, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর, বুদ্ধির ঢেঁকি, ঢেঁকি অবতার, কুমড়ো কাঁটা, বট ঠাকুর, ঠুঁটো জগন্নাথ।
০৩। নির্বোধ— অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
০৪। মারা যাওয়া— অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্বপ্রাপ্ত, অক্কা পাওয়া।
০৫। অকর্মণ্য— অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
০৬। হতভাগ্য— অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
০৭। ভীষণ শত্রুতা— অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
০৮। দুর্লভ বস্তু— আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের দুধ/ চোখ।
০৯। সুন্দর মিল— আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।
১০। মন্দভাগ্য— ইঁদুর কপালে, আটকপালে, খণ্ডকপাল, হাড় হাভাতে, কাজিঁ ভক্ষণ নামে গোয়ালা।
১১। অত্যন্ত অলস— গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল, আঠারো মাসে বছর, অজগর বৃত্তি, কুম্ভকর্ণের নিদ্রা, কুঁড়ের বাদশা, দাঁতে কুটো-কাটা, গয়ংগচ্ছ, হাড়ে দূর্বা গজানো, গদাই লস্করি চাল।
১২। ক্ষণস্থায়ী— তাসের ঘর, বালির বাধ, পদ্ম পাতার জল, শরতের শিশির, ভালুক জ্বর, জলের দাগ, জলের আলপনা।
১৩। নির্লজ্জ— কানকাটা, চশমখোড়, দুকান কাটা, লেজ কাটা, বিড়ালের আড়াই পা।
১৪। অত্যন্ত কৃপণ— কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের জাসু, হাত ভাড়ি, হাতে জল না লাগা।
১৫। তোষামুদে— খয়ের খাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি, আমড়াগাছি করা, তেল মাখা, টুপি পরানো, জল উচু জল নিচু।
১৬। একেবারে মূর্খ— গোবর গণেশ, গোমূর্খ, নিরেট মাথা, আঘারাম, ভবচন্দ্র, হস্তী মূর্খ, অঘাচন্ডি।
১৭। বিশৃঙ্খলা— জগা খিচুড়ি, তুর্কী নাচন, লঙ্কা কাণ্ড, নয়-ছয়, হ-য-ব-র-ল, লেজে গোবরে করা, আধা খেঁচড়া, ছত্রিশ জাতের কাণ্ড, চণ্ডীপাঠ।
১৮। উভয় সংকট— জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা, শাঁখের করাত, দুই নৌকায় পা।
১৯। সুসময়ের বন্ধু— দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।
২০। ভণ্ড— বক ধার্মিক, ভেজা বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।
২১। অপব্যয়— ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট, অন্য ধ্বংস করা, নয়-ছয়, উড়ন পোকা, দুধে-ঘিয়ের শ্রাদ্ধ করা।
২২। একমাত্র অবলম্বন— সবে ধন নীলমণি, অন্ধের যষ্ঠি, কানু ছাড়া গীত নাই।
২৩। সৌভাগ্য— একাদশে বৃহস্পতি, কপাল ফেরা, চাঁদ কপাল, লগন চাঁদ, জোর কপাল, কড়ি কপালে।
💚💚
No comments:
Post a Comment