২। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান কবে?
উত্তরঃ ১৮৯৩ খ্রিস্টাব্দে।
৩। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে।
৪। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম হয়?
উত্তরঃ ১৮৯৯ সালে।
৫। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী হয়-
উত্তরঃ ১৯০৫ সালে।
৬। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে?
উত্তরঃ ১৯০৭ সালে।
৭। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
উত্তরঃ ১৯১১ সালে।
৮। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়-
উত্তরঃ ১২০৪ সালে।
৯। ওয়াটার লুর যুদ্ধ হয়-
উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে।
১০। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৩১ সালে।
১১। কম্ববাসের আমেরিকা আবিষ্কার হয়-
উত্তরঃ ১৪৯২।
১২। ভাস্কো ডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার হয়-
উত্তরঃ ১৪৯৮ সালে।
১৩। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ ১৫২৬ সালে।
১৪। পানি পথের ৩য় যুদ্ধ হয়?
উত্তরঃ ১৭৬১ সালে।
১৫। বক্সারের যুদ্ধ হয়-
উত্তরঃ ১৭৬৪ সালে।