বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান ও প্রযুক্তি - খেলাধুলা

বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশের বর্তমান প্রবাসীকল্যাণমন্ত্রী কে?
উত্তরঃ ইমরান আহমেদ।
০২. BGMEA এর বর্তমান সভাপতি কে?
উত্তরঃ রুবানা হক।
০৩. ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ দ্বিতীয়।
০৪. যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ তৃতীয়।
০৫. বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান কোন দেশের?
উত্তরঃ বাংলাদেশ।
০৬. সম্প্রতি আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়টি পুরস্কার পান?
উত্তরঃ তিনটি। যথাঃ ১) WITSA Global ICT Excellence Award-2019, 2) DCD APAC Award -2019 এবং ৩) গোভইনসাইডার অ্যানোভেসন অ্যাওয়ার্ড -২০১৯.
০৭. সৌদি আরবে বাংলাদেশী কর্মী পাঠানো বন্ধ ছিল কত বছর?
উত্তরঃ প্রায় ছয় বছর (২০০৯ - ২০১৪)।
০৮. বাংলাদেশী নাগরিকের খাদ্যে দৈনিক মাথাপিছু ব্যয় কত?
উত্তরঃ ৬০ টাকা।
০৯. রানা প্লাজা ধস হয় কবে?
উত্তরঃ ২৪ এপ্রিল, ২০১৩.
১০. ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম।
১১. চট্টগ্রাম বন্দরের গভীরতা কত?
উত্তরঃ সাড়ে ৯ মিটার।
১২. বাংলাদেশের বিমা কোম্পানি মালিকের সংগঠনের নাম কি?
উত্তরঃ Bangladesh Insurance Association (BIA).
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হামলা-নির্যাতন শুরু হয় কবে?
উত্তরঃ আগস্ট, ২০১৭.
০২. ইকামা কি?
উত্তরঃ কাজের অনুমতিপত্র।
০৩. ‘আরামকো’ কোন দেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি?
উত্তরঃ সৌদি আরব।
০৪. বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি কোনটি?
উত্তরঃ আরামকো।
০৫. আসিয়ানের ৩৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ব্যাংকক, থাইল্যান্ড।
০৬. থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ প্রাউত চান-ওচা।
০৭. সিএনএন কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০৮. ইরানে ‘ইসলামি বিপ্লব’ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৭৯ সালে।
০৯. ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তর প্রদেশ।
১০. মসজিদটি ধ্বংস করা হয় কবে?
উত্তরঃ ৬ ডিসেম্বর, ১৯৯২.
১১. তুরস্কের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সুলেইমান সইলু।
১২. ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ আদেল আবদুল মাহদি।
১৩. ইরাকে এখনও চলমান সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় কবে?
উত্তরঃ ১ অক্টোবর, ২০১৯.
১৪. ‘টুন্ডিখেল’ নামক স্থানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমুন্ডু, নেপাল।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘আইটি অলিম্পিক’ বলা হয় কোন আয়োজনকে?
উত্তরঃ World Congress on IT (WCIT).
০২. ২০২১ সালে এই আয়োজন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশ। (২০২০ সালে পেনাং,মালয়শিয়া)।
০৩. ২০১৯ সালে এই আয়োজন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ইয়েরেভান, আর্মেনিয়া।
০৪. কোন সংস্থার অধীনে এই আয়োজন হয়ে থাকে?
উত্তরঃ World Information Technology and Services Alliances (WITSA).
০৫. ‘Planetary emergency’ কি?
উত্তরঃ বিশ্বের পরিবেশগত জরুরী অবস্থা।
০৬. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাৎক্ষানিকভাবে ট্রাফিক আইনে জরিমানার টাকা পরিশোধ করাকে কি বলে?
উত্তরঃ E-traffic Prosecution.
০৭. এজ ব্রাউজারের নতুন লোগো আসবে কবে?
উত্তরঃ ১৫ জানুয়ারি, ২০২০.
০৮. স্মার্ট ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘ফিটবিট’ কে গুগল কত টাকায় কিনেছে?
উত্তরঃ ২১০ কোটি মার্কিন ডলার।
#খেলাধুলা
০১. প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৭ ফেব্রুয়ারি, ২০০৫. (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড)।
০২. সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে কোন দেশ?
উত্তরঃ পাকিস্তান (১৪৭* টি ম্যাচ)।
০৩. সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে কোন দেশে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত (১৬৩* টি ম্যাচ)।

No comments:

Post a Comment