BCS Viva Preparation
৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রতিযোগীকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি ইতোমধ্যে সবাই ভাইভা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন বা ভেবেছেন। আমি আমার ভাইভার আগের সময়ের প্রস্তুতির আলোকে কিছু কথা লিখছি। আসলে ভাইভার পড়া সম্বন্ধে নির্দিষ্ট কোনো ক্ষেত্র নাই অথবা অন্যভাবে বলা যায় ভাইভাতে লাক ফেভারের ব্যাপারও আছে। আজকে শুধু কিভাবে পড়তে হবে তা নিয়ে বলবো।
🔹 প্রথমেই নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া শুরু করবেন।
🔹প্রতিদিন বাংলা পত্রিকা পড়বেন।
🔹প্রতিদিন বিটিভির রাত ৮টার বাংলা সংবাদ দেখবেন এবং সেইসাথে একটা খাতাতে গুরুত্বপূর্ণ কিছুর নোট রাখবেন।
🔹বর্তমান সরকারের উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে পড়ে যাবেন এবং এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে (অর্থনৈতিক সুবিধা, চ্যালেঞ্জ ইত্যাদি) আপনার নিজস্ব মতামত সংক্রান্ত প্রশ্নের উত্তর ঠিক করে যাবেন।
🔹প্রথম তিন চারটা ক্যাডার চয়েস সম্বন্ধে ভালোভাবে পড়ে যাবেন। বাকীগুলার শুধু কোর ইনফো পড়ে যাবেন।
🔹প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে Introduce Yourself ও যেকোনো একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবেন।
🔹অনার্সের নিজ সাবজেক্ট সম্বন্ধে ভালোভাবে জেনে যাবেন।
🔹মহান স্বাধীনতা যুদ্ধের উপর কমন কিছু গানের মুখরা গেয়ে শিখার চেষ্টা করবেন এখন থেকেই।
🔹আপনার নাম, বাবা ও মায়ের নামের সাথে কোনো বিখ্যাত কারও নামের মিল থাকলে উনার সম্বন্ধে জেনে যাবেন। বিখ্যাত কেউ গায়ক হলে উনার বিখ্যাত গানের কয়েকটি লাইন শিখে যাবেন।
🔹আপনার জেলার বিখ্যাত মানুষ সম্বন্ধে ভালো করে পড়বেন।
🔹জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান শিখে যাবেন।
সবার জন্য অনেক শুভকামনা রইলো।
রাজীব দাশ পুরকায়স্থ
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩৬তম ব্যাচ
No comments:
Post a Comment