#শুরু
Me: May I come in, sir?
চে: আসো।
Me: কাছে গিয়ে সালাম দিলাম।ডকুমেন্টস চাইলো, দেওয়ার পর বসতে বললো।বসলাম।
চে: নাম কি?
Me: বললাম।
চে: ওহ। আমরা দেখতে পাচ্ছি আপনি তো ক্যাডার সার্ভিস এ চাকরি করছেন।
Me: জী, স্যার। ( ৩৫ তম বিসিএস এ শিক্ষা ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম)
চে: কোন subject এ আছেন?
মে: মার্কেটিং। বললাম যে, স্যার আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদে কর্মরত আছি। আগের চাকরী ছেড়ে দিয়েছি।
এক্স-১: কেন ছাড়লেন?
Me: answered.
চে: এডুকেশন ক্যাডার, তারপর বাংলাদেশ ব্যাংক, এখন আবার এখানে... definitely your first choice is foreign affairs?
Me: Yes, sir.
চে: অবশ্য তোমার সেই rights আছে। Well, tell me which state and which PM first introduce the term 'Citizen charter'?
Me: answered.(Uk বললাম, PM এর নাম পারি নাই)
চে: ফরেন এ ভাইভা দিবা, বাফার স্টেট পারবা..বলো, Buffer stock কী?
Me: answered.
চে: warrant of precedence কী?
Me: answered.
ex-1: রোহিঙ্গারা কারা?ওরা বাংলাদেশের নাকি মায়ানমারের?
Me: answered
এক্স-1: কিন্তু ওদের ভাষা এর সাথে চিটাগাং এর ভাষা এক।ওরা বাঙালি।
Me: আমি ইতিহাস টেনে যুক্তিসহ বলার পর (they seems to be satisfied)
এক্স-২: laughing stock কী?
চে:একটা ছবি হাতে দিলেন।বললেন এটার Unique characterstics কী?
Me: ছবিটি ছিলো জাতির পিতা অফিস এ বসে কিছু একটা সাইন করছেন।।পাশে একজন দাঁড়িয়ে ছিলেন। বললাম ও এটাই....স্যার হাসলেন..( বের হওয়ার পর মনে হলো দাঁড়িয়ে থাকা লোকটা ড: কামাল হোসেন হতে পারেন। মানে হতে পারে জাতির পিতা সংবিধানে সই করছেন..)
Me: sorry বলে দিলাম।
এক্স-২: বাংলাদেশের কূটনৈতিক হিসেবে দেশের জন্য কিভাবে foreign aid and FDI আনবা?
Me: answered ( marketing সেন্স থেকে বিভিন্ন promotion tools and pull and push strategy এর কথা বললাম।
এক্স -২: যেসব দেশের সাথে বৈরি সম্পর্ক তাদের সাথে কিভাবে কেন এবং কিভাবে সম্পর্ক রক্ষা করবে?
Me: Lord Pamarstone এর বিখ্যাত উক্তি দিয়েয়ে শুরু করলাম..In the Field of diplomacy, we have no eternal allies andd we have no eternal enemies.. Rather our interest are etternal..(Pakistan এর উদাহরণ দিলাম). আর কিভাবে এর উত্তর SWOT Analysis and Relationship Building এর ভিত্তিতে দিলাম।
অ্যালার্ম বেজে উঠলো। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, Zahid you time is over...
আমি সবাইকে ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে চলে এলাম।
------------------------------------------------------------------------------------
#আসসালামু আলাইকুম,,,স্যার,,, আসতে পারি???
চেয়ারম্যান কি কাজে যেনো ব্যস্ত ছিলো,,, তাই আবার বললাম স্যার,, আসতে পারি???
চে.: ও হ্যাঁ আসুন,,,,, বসুন
# ধন্যবাদ স্যার,,,(thank you বলি না ভয়ে,,, যদি আবার ইংলিশে প্রশ্ন করা শুরু করে দেয়
😝😝😝)
চে.: আপনার সর্বশেষ ইনস্টিটিউশন কোনটা ছিলো???
# ঢাকা বিশ্ববিদ্যালয়
চে.: কোন বিষয়ে পড়াশুনা করেছেন??
# ফিজিক্স
চে.: ও,,, ফিজিক্স তো ভালো সাবজেক্ট,,,, আপনার প্রথম,, দ্বিতীয়,,, তৃতীয় পছন্দ কি????
#স্যার,, পুলিশ,,, অ্যাডমিন,,,, আনসার
চে.: পুলিশ,, অ্যাডমিন,,, আনসার,, সব তো দেখি ক্ষমতার ছড়াছড়ি,,,,, আচ্ছা যাই হোক,, আপনি অ্যাডমিন কে প্রথম পছন্দ না দিয়ে পুলিশ কেনো পছন্দ দিলেন??? পুলিশ এতো পছন্দ করার কারণ কি?????
আমাকে না বিষয়টা পাশের এক্সটার্নাল স্যার কে দেখিয়ে বললেন উনাকে বুঝায় বলেন,,,,,
#স্যার,,,** পুলিশ এর কাজের অনেক বৈচিত্রতা আছে যা আমাকে আকৃষ্ট করেছে,,,, জেনারেল পুলিশিং,,, এসবি,,ডিবি,,সিআইডি,,, industrial পুলিশ,,,,ট্যুরিজম পুলিশ,,,, রেলওয়ে পুলিশ,,, হাইওয়ে পুলিশ,,,,এই ভাবে টানা কতগুলো বলে দিলাম,,,,
** বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বা ২০৪১ বাস্তবায়নের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশের কোনো বিকল্প নাই,,, আমি পুলিশে যোগদান করে এই বিষয়ে ভূমিকা রাখতে চাই,,,
** বাংলাদেশ ক্রমে উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে,,, সেক্ষেত্রে আমাদের কে বৈশ্বিক প্রতিযোগিতায়
নামতে হবে,, আমাদের বহিঃ শত্রু সংখ্যাও বাড়বে,,,, সেই বহিঃ শক্তি যদি ভিজিবল কোনো অ্যাটাক করে হয়তো আমরা তা মোকাবিলা করতে সক্ষম,,, কিন্তু অদুর ভবিষ্যতে যদি ইনভিজিবল কোনো আক্রমণ এর শিকার হই??? আমাদের পুলিশ বাহিনী কি সেই আক্রমণ প্রতিহত করতে সক্ষম???? আমি পুলিশে ঢুকে এমন একটা ডিপার্টমেন্ট তৈরিতে ভূমিকা রাখতে চাই,,, আর সেই ডিপার্টমেন্টের প্রধান হয়ে বাংলাদেশের অগ্রগতিকে মসৃণতা দিতে চাই,,,,,
চে.: হ্যাঁ,,, পুলিশ অনেক বড় প্রতিষ্ঠান,,, পুলিশের কাজের অনেক বৈচিত্রতা আছে,,,
১ম এক্সটার্নাল: পুলিশ + অ্যাডমিন নিয়া বেশ কিছু কথা বলে বললো রুল অফ ল কি???
#রুল অফ ল একটু একটু পারতাম,,, কিন্তু যেইভাবে পেচায় বলছে আমি আর ঝুঁকি নিলাম না,,,, বললাম সরি স্যার,,, স্যার বললো আচ্ছা সমস্যা নাই,,,,, ফিজিক্সে পড়ে পুলিশ হলে কি সুবিধা পাবেন???
# স্যার ,,,, পুলিশে বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করতে হয়,,, ফিজিক্সের ছাত্র হিসেবে সেই সব অস্ত্রের সাথে আমি খুব দ্রুত নিজেকে কোপ আপ করতে পারবো,,,, কারণ আমি যদি জানি একটা মেশিন কিভাবে কাজ করে তবে সেটা চালানো আমার জন্য খুব সহজ হবে,,,,
১ম এক্সটার্নাল: মেশিন কিভাবে কাজ করে ঐটা তো মেকানিক্যাল এ যারা পড়ে তারা বলতে পারবে????
#স্যার,,, মেকানিকাল ও ফিজিক্স এর একটা পার্ট,,,,
১ ম এক্সটার্নাল: আচ্ছা বলুন পুলিশ কিসের মাধ্যমে কাজ করে???
#স্যার,, পুলিশ আইন১৮৬১,,, পিআরবি ১৯৪৩,,, বলতেই বললো
১ম এক্সটার্নাল: আচ্ছা বলুন তো পি আর বি অনুসারে এসপি ও ডিসির কাজ সম্পর্ক কি????
#স্যার,, পিআরবি১৯৪৩ এর ১৫ ধারা মতে,,
এসপি ,, ডিসি এর সকল বৈধ আদেশ পালন করবেন,,, তবে কোনো বিষয়ে যদি সমস্যা হয় তবে এসপি তার ঊর্ধ্বতন কর্মকর্তা(ডিআইজি) কে অবহিত করবেন,,, তিনি মন্ত্রণালয়ে বিষয়টা জানাবেন এবং সরকার ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে,,,,
চে.: আচ্ছা পিআরবি অনুসারে পুলিশ অফিসার এর কাজ কি???
#স্যার,,, পি আর বি এর ১১৮ ধারায় পুলিশ অফিসারের কাজের কথা স্পষ্ট ভাবে বলা আছে,,,, পুলিশ অফিসারের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা ও জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা,,, এছাড়াও পুলিশ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত কার্যকর ও পালন করবে,,,, তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করবে,,,, বলতেই
২ য় এক্সটার্নাল: বলুন তো চুরি আর ডাকাতি কি????
# স্যার,, ডাকাতি সাধারণত ৫ বা ততোধিক ব্যক্তির মাধ্যমে ভুক্তভুগির সম্মুখে সংঘটিত হয়,,,, আর চুরি কম সংখ্যক মানুষ অজ্ঞাতে করে,,,
২ য় এক্সটার্নাল: ছোট্ট একটা জিনিষ মিসিং করছেন??? বলতে পারবেন কি???
# সরি স্যার,,,,
২য় এক্সটার্নাল: ভায়োলেন্স,,,,, ডাকাতি তে ভায়োলেন্স হয়,,,,, আচ্ছা পুলিশ কি সতন্ত্র কোনো সংস্থা নাকি কারো অধীন???
#স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন,,,,,
বলতেই চেয়ারম্যান স্যার বললো ওকে অনেক প্রশ্ন ধরা হইছে ও আসুক,,,, আমাকে বললো ঠিক আছে যাও,,,, আমি সালাম দিয়া প্রস্থান করলাম,,,,,,