৪১তম বিসিএস প্রিলি. মানবন্টন ও গুরুত্বপূর্ণ বইয়ের লিস্টঃ 41st BCS Preli Mark Distribution and Important Book list for BCS
#যারা নতুন তারা প্রথমে ২০০ মার্ক বিসিএস প্রিলি. সিলেবাস দেখে নিন।
#বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এবং মানবন্টন
#বাংলাঃ ৩৫
➺ ভাষা – ১৫, ➺ সাহিত্য – ২০
#ইংরেজিঃ ৩৫
➺ ভাষা – ২০, ➺ সাহিত্য – ১৫
#বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০
➺ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী – ০৬
➺ বাংলাদেশের কৃষিজ সম্পদ – ০৩
➺ বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী – ০৩
➺ বাংলাদেশের অর্থনীতি – ০৩
➺ বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩
➺ বাংলাদেশের সংবিধান – ০৩
➺ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- ০৩
➺ বাংলাদেশের সরকার ব্যবস্থা – ০৩
➺ বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য – ০৩
#আন্তর্জাতিক বিষয়াবলীঃ ২০
➺ সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ্ – ০৪
➺ বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি – ০৪
➺ আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক – ০৪
➺ আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্টনীতি – ০৪
➺ আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনীতি – ০৪
#ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০
#বিজ্ঞানঃ ১৫
➺ ভৌত বিজ্ঞান -০৫
➺ জীব বিজ্ঞান – ০৫
➺ আধুনিক বিজ্ঞান – ০৫
#কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ১৫
➺ কম্পিউটার – ১০
➺ তথ্যপ্রযুক্তি – ০৫
#গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৩০
 গাণিতিক যুক্তিঃ ১৫
➺ পাটিগণিত – ০৩
➺ বীজগণিত – ০৬
➺ জ্যামিতি – ০৩
➺ পরিসংখ্যান ও অন্যান্য – ০৩
➺ মানসিক দক্ষতাঃ ১৫
#নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ ১০
--------------------------------------------
নিচে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিস্ট দেওয়া হলো:
#বিসিএস প্রস্তুতির জন্য যে বইগুলো আপনাকেই পড়তেই হবে। নিচে কিছু বইয়ের লিস্ট দেওয়া হলো, দেখে নিতে পারেন:
১। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা:
গণিতের জন্য প্রথমেই আপনি শুরু করুন- ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির বোর্ড বইসমূহ পড়ুন ও বেশি বেশি প্যাকটিস করুন। সম্ভব হলে নবম শ্রেণির উচ্চতর গণিত বইটিও সংগ্রহে রাখুন। বোর্ড বই শেষ হলে বাজারের যেকোন একটি গাইড বই থেকে প্র্যাকটিস করে ফেলুন (MP3 জর্জ সিরিজের বইটা দেখতে পারেন)
৪০তম বিসিএস প্রিলিতে বোর্ড থেকে কমন ছিল।
এবং মানসিক দক্ষতার জন্য MP3 জর্জ সিরিজের /অথবা প্রফেসর’র সিরিজের বই দুইটা পড়তে পারেন।
২। English Grammar & literature:
#ইংলিশে যাদের বেসিক ভালো তাদের হাতে যে বইটি আছে
সেটি থেকেই প্র্যাকটিস্ করুন। তবে ইংলিশে যাদের বেসিক মোটামুটি অথবা বেসিক দুর্বল তারা Kabial Noor স্যারের "#English Tutor : ইংরেজি শেখার গৃহশিক্ষক" বইটি নিশ্চিতে পড়ুন, বইটিতে প্রচুর ব্যাখ্যা, গ্রাফ এবং প্রায় ১০,০০০+ বিগত সালের প্রশ্নের (অধিকাংশ) ব্যাখ্যাসহ সহজবোধ্য উপস্থাপনা আছে, বইটি গোছানো থাকায় আপনাকে প্রাইভেট টিউটরের কাছে দৌড়াতে হবে না। সম্ভব হলে PC Dash এর এপ্লাইড গ্রামারটিও রাখতে পারেন। এবং
Literature জন্য ওরাকলের মিরাকল/জর্জ এর যেকোনো একটি বই পড়লেই চলবে।
৩। বাংলা ভাষা ও সাহিত্য:
বাংলা সাহিত্যের জন্য নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য এবং একাদশ শ্রেণির সাহিত্য পাঠ পড়ে ফেলুন। এই বইগুলোতে কবি সাহিত্যিক ও তাদের সৃষ্টিকর্ম খুব সুন্দর করে লেখা আছে। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস (সৌমিত্র শেখর) বইটাও দেখতে পারেন। তারপর বাজারের জর্জ /প্রফেসরস এর যেকোনো একটি বই পড়ুন। এবং
বাংলা ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বইটি পড়ুন। বাজারের অনেক বই নমব-দশম শ্রেণির বোর্ড এর আলোকেই লেখা।
৪। সাধারণ জ্ঞান:
বাংলাদেশ ও আন্তর্জাতিক:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি), আরিফ খানের সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান , বাংলাদেশ ও বিশ্ব (জাহিদ সোহেলের) মানচিত্রটি পড়ুন । পাশাপাশি বাজারের যেকোনো একটি গাইড পড়ে ফেলুন। মনে রাখবেন, সব গাইড প্রায় কাছাকাছি।
৫। সাধারণ বিজ্ঞান:
সাধারণ বিজ্ঞান (৮ম, ৯ম-১০ম শ্রেণি) ও বাজারের গাইড বই জর্জের MP3/ প্রফেসর'স সিরিজের বইটি পড়ুন।
৬। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
তথ্য ও প্রযুক্তি বই (৯ম-১০ম শ্রেণি)। উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র। পাশাপাশি বাজারের ইজি কম্পিউটার বইটি পড়ুন।
৭। ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা:
মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)। পাশাপাশি বাজারের গাইড বই প্রফেসরসের বইটি পড়ে ফেলুন।
৮। নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন:
উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র। পাশাপাশি প্রফেসরসের নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন গাইডটি পড়ুন। এবং এগুলোর পাশাপাশি গাজী মিজানুর রহমান স্যারের BCS Preliminary Analysis ডাইজেস্ট বইটা ফলো করতে পারেন, বইটি অাপনাকে ৪১তম প্রস্তুতির জন্য সাহায্য করবে।
বেশি বই না পড়ে, মানসম্মত বই সিলেক্ট করে প্রয়োজনীয় বই পড়ুন। ধন্যবাদ সকলকে।
নূর মোহাম্মদ ছোটন
৩৪তম বিসিএস (কৃষি)
(সংগৃহীত)