৪০তম বিসিএস ভাইভা প্রস্তুতি
.
ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য কী ?
.
ট্রানজিট হল নিজ দেশের পণ্য নিজ দেশের পরিবহন ব্যবহার করে অন্যকোন দেশের (২য়) ভূমি ব্যবহার করে নিজ দেশের অন্যকোন অংশে বা তৃতীয় কোন দেশে প্রেরণ করা।
.
ট্রান্সশিপমেন্ট হল নিজ দেশের ভূখন্ড পর্যন্ত নিজের যানবাহন ব্যবহার করা এবং পণ্য অন্যদেশ বা নিজ দেশের অন্যকোথাও পাঠাতে তৃতীয় দেশের যানবাহন ব্যবহার করা।
.
মোটকথা ট্রানজিটে নিজ দেশের যানবাহন অন্যদেশে ঢুকতে পারবে কিন্তু ট্রন্সশিপমেন্ট পারবে না।
একটি উদাহরণের সাহায্যে বললে বুঝতে পারবেন
যেমন
ভারতের পণ্যবাহী যানবহন যখন বাংলাদেশের উপর দিয়ে ভারতের অন্য কোন রাজ্যে/ নেপাল/ ভুটানে পৌঁছে দেয় তখন থাকে ট্রানজিট বলে ।
আর ভারতের পণ্যবাহী যানবহন যদি বাংলাদেশের ভূখণ্ড পারের জন্য বাংলাদেশি যানবহন ব্যবহার করে ও বাংলাদেশের ভূখণ্ড পারা হওয়ার সাথে সাথেই অন্য দেশের যানবহন ব্যবহার করে ভারতের অন্য কোন রাজ্যে/ নেপাল/ ভুটানে পৌঁছে দেয় তখন থাকে ট্রানশিপমেন্ট বলে